ETV Bharat / sports

ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেও জরিমানা পাকিস্তানের - jofra archer

ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে 50 ওভার শেষ না করতে পারায় জরিমানা করা হল পাকিস্তানের ক্রিকেটারদের ।

ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেও জরিমানা পাকিস্তানের
author img

By

Published : Jun 5, 2019, 11:18 AM IST

লন্ডন, 5 জুন : উইন্ডিজ়ের বিরুদ্ধে একতরফা হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে দুরন্ত জয় পাকিস্তানের । তবে জিতেও স্বস্তি নেই সরফরাজ়দের । ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে 50 ওভার শেষ না করতে পারায় জরিমানা করা হল পাকিস্তানের ক্রিকেটারদের ।

ICC জানিয়েছে, স্লো ওভার রেটের জন্য পাকিস্তানের অধিনায়ক সরফরাজ়ের ম্যাচ ফি'র 20 শতাংশ কেটে নেওয়া হবে । শাস্তির আওতায় পড়েছে দলের বাকি ক্রিকেটাররাও । তাঁদেরও ম্যাচ ফি'র 10 শতাংশ জরিমানা করা হয়েছে ।

জোফ্রা আর্চার
জোফ্রা আর্চার

এদিকে সেই ম্যাচেই ICC-র আচরণবিধি ভাঙার জন্য শাস্তি হল ওপেনার জেসন রয় ও পেসার জোফ্রা আর্চারের । মাঠে অভদ্র আচরণ এবং অশ্রাব্য শব্দ ব্যবহারের জন্য জরিমানা হল জেসন রয়ের । যার জেরে তাঁর ম্যাচ ফি-র 15 শতাংশ জরিমানা করেছেন রেফারি জেফ ক্রো । পাশাপাশি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জন্য তাঁর ম্যাচ ফি-র 15 শতাংশ জরিমানা হয়েছে জোফ্রা আর্চারেরও ।

লন্ডন, 5 জুন : উইন্ডিজ়ের বিরুদ্ধে একতরফা হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে দুরন্ত জয় পাকিস্তানের । তবে জিতেও স্বস্তি নেই সরফরাজ়দের । ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে 50 ওভার শেষ না করতে পারায় জরিমানা করা হল পাকিস্তানের ক্রিকেটারদের ।

ICC জানিয়েছে, স্লো ওভার রেটের জন্য পাকিস্তানের অধিনায়ক সরফরাজ়ের ম্যাচ ফি'র 20 শতাংশ কেটে নেওয়া হবে । শাস্তির আওতায় পড়েছে দলের বাকি ক্রিকেটাররাও । তাঁদেরও ম্যাচ ফি'র 10 শতাংশ জরিমানা করা হয়েছে ।

জোফ্রা আর্চার
জোফ্রা আর্চার

এদিকে সেই ম্যাচেই ICC-র আচরণবিধি ভাঙার জন্য শাস্তি হল ওপেনার জেসন রয় ও পেসার জোফ্রা আর্চারের । মাঠে অভদ্র আচরণ এবং অশ্রাব্য শব্দ ব্যবহারের জন্য জরিমানা হল জেসন রয়ের । যার জেরে তাঁর ম্যাচ ফি-র 15 শতাংশ জরিমানা করেছেন রেফারি জেফ ক্রো । পাশাপাশি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জন্য তাঁর ম্যাচ ফি-র 15 শতাংশ জরিমানা হয়েছে জোফ্রা আর্চারেরও ।

New Delhi, May 08 (ANI): Power couple Sonam Kapoor Ahuja and Anand Ahuja is celebrating their first anniversary today, and Anand has chosen a unique way of commemorating the special occasion. Taking to Instagram, Anand, who is known for being a sneakers enthusiast and the owner of popular sneaker brand VegNonVeg, posted a series of "shoefies" along with an adorable message for Sonam, who he called his "guiding star." The pictures shared by Anand feature a collection of sneakers worn by the duo. In the first picture, Sonam and Anand can be seen flaunting their wedding rings, while the others go on to show a variety of sneakers in different colours and textures. The couple has never shied away from sharing their beautiful moments together and has managed to garner much attention on social media because of their PDA. Sonam married the Delhi-based businessman on May 8 in an Anand Karaj ceremony. After the ceremony, they also held an extravagant reception, which was attended by the who's who of the Bollywood.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.