ETV Bharat / sports

"3 বছরেই 30-এর অনুভূতি", বিবাহবার্ষিকীতে ইনস্টা-পোস্ট যুবির - কানাডার T-20 লিগ

তৃতীয় বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে স্ত্রী হেজ়েল কিচকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন যুবরাজ সিং । পালটা শুভেচ্ছাবার্তা অনুরাগী ও ক্রিকেটারদের তরফে ।

yuvraj singh
ছবি ইনস্টাগ্রামে
author img

By

Published : Nov 30, 2019, 11:35 PM IST

দিল্লি, 30 নভেম্বর: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ৷ শনিবার ছিল তাঁর বিবাহবার্ষিকী ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের তিন বছর পূর্তিতে স্ত্রী হেজ়ল কিচকে শুভেচ্ছা জানালেন যুবি । পোস্ট করলেন একটি ঘনিষ্ঠ ছবিও ৷

ওই পোস্টের পরই শুভেচ্ছাবার্তা ছেয়ে যায় সোশাল মিডিয়া ৷ যুবরাজের অনুরাগীরা তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটাররাও শুভেচ্ছা জানান যুগলকে । বলিউড সেলিব্রিটিরা বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন । যুবরাজের প্রাক্তন সঙ্গী হরভজন সিং, শিখর ধওয়ন, অস্ট্রেলীয় তারকা ডেভিড ওয়ার্নাররা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে ।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন যুবরাজ সিং । কানাডার T-20 লিগে অংশগ্রহণের মাধ্যমে প্রথম বিশ্ব ক্রিকেট নাম লেখান যুবরাজ । সম্প্রতি আবু-ধাবিতে T-10 লিগেও খেলতে দেখা যায় তাঁকে । ক্যানসারের মতো মারণ রোগকে তুড়ি দেখিয়ে জীবনকে উপভোগ করছেন তিনি ৷

দিল্লি, 30 নভেম্বর: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ৷ শনিবার ছিল তাঁর বিবাহবার্ষিকী ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের তিন বছর পূর্তিতে স্ত্রী হেজ়ল কিচকে শুভেচ্ছা জানালেন যুবি । পোস্ট করলেন একটি ঘনিষ্ঠ ছবিও ৷

ওই পোস্টের পরই শুভেচ্ছাবার্তা ছেয়ে যায় সোশাল মিডিয়া ৷ যুবরাজের অনুরাগীরা তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটাররাও শুভেচ্ছা জানান যুগলকে । বলিউড সেলিব্রিটিরা বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন । যুবরাজের প্রাক্তন সঙ্গী হরভজন সিং, শিখর ধওয়ন, অস্ট্রেলীয় তারকা ডেভিড ওয়ার্নাররা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে ।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন যুবরাজ সিং । কানাডার T-20 লিগে অংশগ্রহণের মাধ্যমে প্রথম বিশ্ব ক্রিকেট নাম লেখান যুবরাজ । সম্প্রতি আবু-ধাবিতে T-10 লিগেও খেলতে দেখা যায় তাঁকে । ক্যানসারের মতো মারণ রোগকে তুড়ি দেখিয়ে জীবনকে উপভোগ করছেন তিনি ৷

New Delhi, Nov 30 (ANI): Japanese Minister of Defence Taro Kono visited Hindon base in Uttar Pradesh's Ghaziabad on November 30. At the Hindon base, Defence Minister Taro Kono reviewed India's fighter jets. He was accompanied by various dignitaries and top officials of Indian Air Force. He had close view of IAF's Su-30 MKI aircraft. spect for rule of law and freedom," said EAM.

For All Latest Updates

TAGGED:

yuvraj singh
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.