দিল্লি, 30 নভেম্বর: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ৷ শনিবার ছিল তাঁর বিবাহবার্ষিকী ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের তিন বছর পূর্তিতে স্ত্রী হেজ়ল কিচকে শুভেচ্ছা জানালেন যুবি । পোস্ট করলেন একটি ঘনিষ্ঠ ছবিও ৷
ওই পোস্টের পরই শুভেচ্ছাবার্তা ছেয়ে যায় সোশাল মিডিয়া ৷ যুবরাজের অনুরাগীরা তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটাররাও শুভেচ্ছা জানান যুগলকে । বলিউড সেলিব্রিটিরা বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন । যুবরাজের প্রাক্তন সঙ্গী হরভজন সিং, শিখর ধওয়ন, অস্ট্রেলীয় তারকা ডেভিড ওয়ার্নাররা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন যুবরাজ সিং । কানাডার T-20 লিগে অংশগ্রহণের মাধ্যমে প্রথম বিশ্ব ক্রিকেট নাম লেখান যুবরাজ । সম্প্রতি আবু-ধাবিতে T-10 লিগেও খেলতে দেখা যায় তাঁকে । ক্যানসারের মতো মারণ রোগকে তুড়ি দেখিয়ে জীবনকে উপভোগ করছেন তিনি ৷