ETV Bharat / sports

বিরাট ঝড়ে নাজেহাল দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গায় ভারত

author img

By

Published : Oct 11, 2019, 12:15 PM IST

Updated : Oct 11, 2019, 6:27 PM IST

ফের রানের শিখরে বিরাট । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্বিশতরান করলেন কোহলি । এটি তাঁর 26 তম শতরান ।

বিরাট

পুনে, 11 অক্টোবর : আনস্টপেবল বিরাট ! টেস্ট কেরিয়ারে 26 তম শতরান করলেন তিনি । আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল 69 । অধিনায়ক হিসেবে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে করলেন 40টি সেঞ্চুরি । রিকি পন্টিংয়ের রেকর্ড টপকাতে আর বাকি 2টি সেঞ্চুরি ।

রান মেশিন বিরাট কোহলিকে থামানোর কোনও অস্ত্রই যেন খুঁজে পাচ্ছে না বিপক্ষ । তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে । প্রথম টেস্টে রোহিত, মায়াঙ্কদের ছায়ায় ঢাকা পড়ে গেছিলেন । দ্বিতীয় টেস্টে ফিরে এলেন স্বমহিমায় । পুনের স্পোর্টিং উইকেটে করলেন দুরন্ত সেঞ্চুরি । অপরাজিত থাকলেন 254 রানে ৷

2014 সালে এম এস ধোনিকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল বিরাটকে । মনে করা হচ্ছিল, অধিনায়কত্বের চাপে হয়তো বিরাটের ব্যাটিং পারফরমেন্সে ভাঁটা পড়তে পারে । কোথায় কী ? বিরাটের বিরাট ব্যাট যেন রোজই রাজ করছে । অধিনায়কত্বের মাত্র 5 বছরে 40টি আন্তর্জাতিক সেঞ্চুরি হয়ে গেল তাঁর । এর মধ্যে ODI-তে 21টি ও টেস্টে 19টি । অধিনায়ক হিসেবে সেঞ্চুরির তালিকায় তাঁর আগে রয়েছেন শুধু রিকি পন্টিং । তাঁর সেঞ্চুরির সংখ্যা 41 ।

আজকের ইনিংসের পর টেস্টে কোহলির শতরান হল 26 । ইনজ়ামাম উল হককে টপকে তিনি ছুঁলেন স্যার গ্যারি সোবার্স ও স্টিভ স্মিথকে । তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর । তাঁর সেঞ্চুরির সংখ্যা 51 । সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে সচিনের সেঞ্চুরি 100 । কোহলি এখনও 31 ধাপ পিছনে আছেন ।

পুনে, 11 অক্টোবর : আনস্টপেবল বিরাট ! টেস্ট কেরিয়ারে 26 তম শতরান করলেন তিনি । আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল 69 । অধিনায়ক হিসেবে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে করলেন 40টি সেঞ্চুরি । রিকি পন্টিংয়ের রেকর্ড টপকাতে আর বাকি 2টি সেঞ্চুরি ।

রান মেশিন বিরাট কোহলিকে থামানোর কোনও অস্ত্রই যেন খুঁজে পাচ্ছে না বিপক্ষ । তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে । প্রথম টেস্টে রোহিত, মায়াঙ্কদের ছায়ায় ঢাকা পড়ে গেছিলেন । দ্বিতীয় টেস্টে ফিরে এলেন স্বমহিমায় । পুনের স্পোর্টিং উইকেটে করলেন দুরন্ত সেঞ্চুরি । অপরাজিত থাকলেন 254 রানে ৷

2014 সালে এম এস ধোনিকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল বিরাটকে । মনে করা হচ্ছিল, অধিনায়কত্বের চাপে হয়তো বিরাটের ব্যাটিং পারফরমেন্সে ভাঁটা পড়তে পারে । কোথায় কী ? বিরাটের বিরাট ব্যাট যেন রোজই রাজ করছে । অধিনায়কত্বের মাত্র 5 বছরে 40টি আন্তর্জাতিক সেঞ্চুরি হয়ে গেল তাঁর । এর মধ্যে ODI-তে 21টি ও টেস্টে 19টি । অধিনায়ক হিসেবে সেঞ্চুরির তালিকায় তাঁর আগে রয়েছেন শুধু রিকি পন্টিং । তাঁর সেঞ্চুরির সংখ্যা 41 ।

আজকের ইনিংসের পর টেস্টে কোহলির শতরান হল 26 । ইনজ়ামাম উল হককে টপকে তিনি ছুঁলেন স্যার গ্যারি সোবার্স ও স্টিভ স্মিথকে । তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর । তাঁর সেঞ্চুরির সংখ্যা 51 । সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে সচিনের সেঞ্চুরি 100 । কোহলি এখনও 31 ধাপ পিছনে আছেন ।

Intro:व्हिसा वाढवून देण्याच्या बहाण्याने रशियन महिलेवर पोलीस अधिकाऱ्यांकडून बलात्कार चेंबूर पोलीस ठाण्यात गुन्हा दाखल

चेंबूर पोलीस ठाण्यात एका रशियन नागरिक असलेल्या महिलेने गेली 12 वर्ष आपल्यावर एक पोलीस अधिकारी बळजबरीने बलात्कार करीत असल्याचे आणि त्याने आपला वारंवार गर्भपात केला असल्याचे आरोप करीत लेखी तक्रार दाखल केल्यानंतर पोलिसानी गुन्हा दखल केला आहेBody:व्हिसा वाढवून देण्याच्या बहाण्याने रशियन महिलेवर पोलीस अधिकाऱ्यांकडून बलात्कार चेंबूर पोलीस ठाण्यात गुन्हा दाखल

चेंबूर पोलीस ठाण्यात एका रशियन नागरिक असलेल्या महिलेने गेली 12 वर्ष आपल्यावर एक पोलीस अधिकारी बळजबरीने बलात्कार करीत असल्याचे आणि त्याने आपला वारंवार गर्भपात केला असल्याचे आरोप करीत लेखी तक्रार दाखल केल्यानंतर पोलिसानी गुन्हा दखल केला आहे.

अनिल उर्फ भानुदास जाधव असे या पोलीस अधिकाऱ्याचे नाव असून एक 38 वर्षाची रशियन तरुणी डिसेंबर 2003 मध्ये भारतात 6 महिन्याच्या व्हिसा वर आली होती तो व्हिसा वाढवून देण्याच्या बहाण्याने अनिल जाधव या पोलीस अधिकाऱ्याची आपल्याशी ओळख झाली.परंतु त्याने मला गुंगीचे औषध देऊन वारंवार बलात्कार केला असून मुलाला आणि मला देखील मारण्याचा प्रयत्न केल्याचे तिने जबाबात म्हंटले आहे.तसेच जाधव याने एक तरुणीचा आणि तिचा भावाचा खून आपल्या समक्ष केला असून त्याला पुण्यात एका ठिकाणी गाडले असल्याचे ही ती म्हणाली.या प्रकरणी तिचे वकील नितीन सातपुते यांनी माध्यमांना या प्रकरणाची सविस्तर माहिती देत कडक कारवाई ची मागणी केली.
Byte: नितीन सातपुते(पीडित महिलेचे वकील)Conclusion:
Last Updated : Oct 11, 2019, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.