ETV Bharat / sports

কোহলি ক্রিকেট বিশ্বের "ফেডেরার", স্মিথ যেন নাদাল: ডিভিলিয়ার্স - কোহলি অনেকটা ফেডেরারের মতো, স্মিথ অনেকটা নাদালের মতো: এবি

বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ । বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান কে ? এই প্রশ্নে দুভাগ হয়ে যায় ক্রিকেট বিশ্ব ।

Kohli
Kohli
author img

By

Published : May 13, 2020, 5:55 PM IST

কলকাতা, 13 মে: ভারত অধিনায়ক বিরাট কোহলি যেন ক্রিকেট জগতের রজার ফেডেরার । আর অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ অনেকটা রাফায়েল নাদালের মতো । বর্তমান ক্রিকেট বিশ্বের দুই সেরা ব্যাটসম্যানকে এভাবেই দুই টেনিস মহারথীর সঙ্গে তুলনা করলেন এবি ডিভিলিয়ার্স ।

বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ । বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান কে ? এই প্রশ্নে দুভাগ হয়ে যায় ক্রিকেট বিশ্ব । টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানে কখনও কোহলি থাকেন কখনও বা স্মিথ । জিম্বাবোয়ের বোলার পমি বাংওয়ারের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটের সময়ও সেই একই প্রশ্নের মুখে পড়েন প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যান । IPL-এ একই দলের হয়ে খেলার সুবাদে এবি-বিরাটের বন্ধুত্ব সম্পর্কে সবারই জানা । তা সত্ত্বেও বাইশ গজের এই সেরা দুই ব্যাটসম্যানকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন ডিভিলিয়ার্স । তাঁর কথায়, "প্রশ্নটা খুব কঠিন । বিরাট অবশ্যই ন্যাচারাল বল স্ট্রাইকার । এ নিয়ে কোনও সন্দেহ নেই ।" এরপর টেনিস দিয়ে বিষয়টি বোঝাতে গিয়ে এবি বলেছেন, "বিরাট হল অনেকটা ফেডেরারের মতো । আর স্মিথ যেন রাফায়েল নাদাল । স্মিথ মানসিকভাবে ভীষণ শক্ত । ও রান তোলার জন্য যেকোনও পথ বের করে ফেলতে পারে । স্মিথকে কখনই ন্যাচারাল মনে হয় না । তবে ক্রিজে থাকলে রেকর্ড গড়ে তবেই ফেরে । আর চাপের মধ্যেও রান তুলে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে বিরাটের ।"

স্টিভ স্মিথ
স্টিভ স্মিথ

ওই ইনস্টা চ্যাটে সচিনকে আদর্শ বলে বর্ণনা করলেও একটি ক্ষেত্রে মাস্টার-ব্লাস্টারের থেকে কোহলিকে এগিয়ে রাখলেন এবি । রান তাড়া করে ম্যাচ জেতার জন্য আলাদা সুনাম রয়েছে ভারত অধিনায়কের । যে কারণে তাঁকে চেজমাস্টার বলে ডাকা হয় । প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যানের কথায়, "বিরাট ও আমার কাছে সচিন তেন্ডুলকর হলেন আদর্শ । নিজের সময়ে উনি সেরা । সবার কাছে উদাহরণ স্বরূপ । কিন্তু রান তাড়া করার ক্ষেত্রে আমি বিরাটকেই এগিয়ে রাখব । ও এক্ষেত্রে সবার উপরে । এটা আমার ব্যক্তিগত মতামত ।" পাশাপাশি বিরাটের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়েও নানা কথা শেয়ার করেছেন ডিভিলিয়ার্স ।

কলকাতা, 13 মে: ভারত অধিনায়ক বিরাট কোহলি যেন ক্রিকেট জগতের রজার ফেডেরার । আর অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ অনেকটা রাফায়েল নাদালের মতো । বর্তমান ক্রিকেট বিশ্বের দুই সেরা ব্যাটসম্যানকে এভাবেই দুই টেনিস মহারথীর সঙ্গে তুলনা করলেন এবি ডিভিলিয়ার্স ।

বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ । বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান কে ? এই প্রশ্নে দুভাগ হয়ে যায় ক্রিকেট বিশ্ব । টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানে কখনও কোহলি থাকেন কখনও বা স্মিথ । জিম্বাবোয়ের বোলার পমি বাংওয়ারের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটের সময়ও সেই একই প্রশ্নের মুখে পড়েন প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যান । IPL-এ একই দলের হয়ে খেলার সুবাদে এবি-বিরাটের বন্ধুত্ব সম্পর্কে সবারই জানা । তা সত্ত্বেও বাইশ গজের এই সেরা দুই ব্যাটসম্যানকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন ডিভিলিয়ার্স । তাঁর কথায়, "প্রশ্নটা খুব কঠিন । বিরাট অবশ্যই ন্যাচারাল বল স্ট্রাইকার । এ নিয়ে কোনও সন্দেহ নেই ।" এরপর টেনিস দিয়ে বিষয়টি বোঝাতে গিয়ে এবি বলেছেন, "বিরাট হল অনেকটা ফেডেরারের মতো । আর স্মিথ যেন রাফায়েল নাদাল । স্মিথ মানসিকভাবে ভীষণ শক্ত । ও রান তোলার জন্য যেকোনও পথ বের করে ফেলতে পারে । স্মিথকে কখনই ন্যাচারাল মনে হয় না । তবে ক্রিজে থাকলে রেকর্ড গড়ে তবেই ফেরে । আর চাপের মধ্যেও রান তুলে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে বিরাটের ।"

স্টিভ স্মিথ
স্টিভ স্মিথ

ওই ইনস্টা চ্যাটে সচিনকে আদর্শ বলে বর্ণনা করলেও একটি ক্ষেত্রে মাস্টার-ব্লাস্টারের থেকে কোহলিকে এগিয়ে রাখলেন এবি । রান তাড়া করে ম্যাচ জেতার জন্য আলাদা সুনাম রয়েছে ভারত অধিনায়কের । যে কারণে তাঁকে চেজমাস্টার বলে ডাকা হয় । প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যানের কথায়, "বিরাট ও আমার কাছে সচিন তেন্ডুলকর হলেন আদর্শ । নিজের সময়ে উনি সেরা । সবার কাছে উদাহরণ স্বরূপ । কিন্তু রান তাড়া করার ক্ষেত্রে আমি বিরাটকেই এগিয়ে রাখব । ও এক্ষেত্রে সবার উপরে । এটা আমার ব্যক্তিগত মতামত ।" পাশাপাশি বিরাটের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়েও নানা কথা শেয়ার করেছেন ডিভিলিয়ার্স ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.