ETV Bharat / sports

শাস্তি কমল আকমলের, ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে

author img

By

Published : Feb 26, 2021, 3:50 PM IST

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, উমর আকমল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন ৷ তবে তার জন্য তাঁকে জরিমানা দিতে হবে ৷ এছাড়া তাঁকে পিসিবির দুর্নীতি দমন কোডে রিহ্যাব করতে হবে ৷

শাস্তি কমল আকমলের
শাস্তি কমল আকমলের

ইসলামাবাদ, 26 ফেব্রুয়ারি : ফের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল ৷ আজ কোর্ট অফ অরব্রিট্রেশন অফ স্পোর্টস বা সিএসএ তাঁর শাস্তি কমায় ৷ 28 মাসের পরিবর্তে 12 মাস তাঁর নির্বাসনের মেয়াদ ঠিক করা হয় ৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, উমর আকমল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন ৷ তবে তার জন্য তাঁকে পাকিস্তানি মুদ্রায় 42 লাখ 50 হাজার টাকা জরিমানা দিতে হবে ৷ এছাড়া তাঁকে পিসিবির দুর্নীতি দমন কোডে রিহ্যাব করতে হবে ৷

একটি বিবৃতিতে পাক বোর্ড জানিয়েছে, পিসিবি আবারও সকল অংশগ্রহণকারীকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানায় ৷ ফিক্সিং সম্পর্কিত যে কোনও আবেদন সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন ইউনিটের কাছে জানাতে হবে ৷ পাশাপাশি দুর্নীতি দমন করতে তাঁদের পূর্ণ সহযোগিতা করতে হবে ৷’’

আরও পড়ুন :- দ্রুততম চারশো, অনিলায়নের পর ভারতীয় ক্রিকটে অশ্বিনের বাতাস

উমর আকমলকে সমস্ত ধরনের ক্রিকেট থেকে 28 মাসের নির্বাসন দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ 2020 সালের পাকিস্তান সুপার লিগের আগে বুকিরা যে তাঁর কাছে এসেছিল সেই বিষয়টি তিনি বোর্ডের দুর্নীতি দমন শাখায় জানাননি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় ৷

ইসলামাবাদ, 26 ফেব্রুয়ারি : ফের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল ৷ আজ কোর্ট অফ অরব্রিট্রেশন অফ স্পোর্টস বা সিএসএ তাঁর শাস্তি কমায় ৷ 28 মাসের পরিবর্তে 12 মাস তাঁর নির্বাসনের মেয়াদ ঠিক করা হয় ৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, উমর আকমল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন ৷ তবে তার জন্য তাঁকে পাকিস্তানি মুদ্রায় 42 লাখ 50 হাজার টাকা জরিমানা দিতে হবে ৷ এছাড়া তাঁকে পিসিবির দুর্নীতি দমন কোডে রিহ্যাব করতে হবে ৷

একটি বিবৃতিতে পাক বোর্ড জানিয়েছে, পিসিবি আবারও সকল অংশগ্রহণকারীকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানায় ৷ ফিক্সিং সম্পর্কিত যে কোনও আবেদন সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন ইউনিটের কাছে জানাতে হবে ৷ পাশাপাশি দুর্নীতি দমন করতে তাঁদের পূর্ণ সহযোগিতা করতে হবে ৷’’

আরও পড়ুন :- দ্রুততম চারশো, অনিলায়নের পর ভারতীয় ক্রিকটে অশ্বিনের বাতাস

উমর আকমলকে সমস্ত ধরনের ক্রিকেট থেকে 28 মাসের নির্বাসন দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ 2020 সালের পাকিস্তান সুপার লিগের আগে বুকিরা যে তাঁর কাছে এসেছিল সেই বিষয়টি তিনি বোর্ডের দুর্নীতি দমন শাখায় জানাননি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.