ETV Bharat / sports

ব্যাটসম্যানদের ত্রাস বুমরা, কোন অস্ত্রে ? - world cup

গত এক বছরে বিশ্ব ক্রিকেটে ধূমকেতুর মত উত্থান ভারতীয় পেসার জসপ্রিত বুমরার । ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে বুমরাহই ভারতের সেরা অস্ত্র

bumrah
author img

By

Published : May 18, 2019, 11:35 AM IST

হায়দরাবাদ, 18 মে : ভারতীয় ক্রিকেট মানেই ম্যামথ ব্যাটিং লাইন আপ । বিশ্বের তাবড় তাবড় বোলিং লাইন আপের শিড়দাঁড়া দিয়ে হিমেল স্রোত নেমে যায় ভারতীয় ব্যাটিং লাইন আপের সামনে। ভারতীয় ক্রিকেটের সাফল্যের ইতিহাসের অধিকাংশ পাতাই ব্যাটসম্যানদের দখলে ।

ঘরের মাঠে সফল হলেও বিদেশের মাটিতে বার বার মুখ থুবড়ে পড়তে হত ভারতীয় দলকে । বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ একটা সময় ভারতীয় ক্রিকেট দলের বধ্যভূমি ছিল । এই সব দেশের ফাস্ট উইকেটে পেস আক্রমণ সামলাতে গিয়ে অনেকবার ল্যাজে-গোবরে হয়েছে ভারতীয় ক্রিকেট দল ।

বিদেশের মাটিতে ভারতের ব্যর্থতার জন্য বারবার কাঠগড়ায় উঠেছে বোলিং লাইন আপ । বিশেষ করে পেস বিভাগ । গত কয়েক বছরে সেই পেস বিভাগই হয়ে উঠেছে ভারতীয় দলের অন্যতম শক্তি। দেশে দাদাগিরির পাশাপাশি বিদেশের মাটিতেও চোখ রাঙাচ্ছে ভারতীয় পেসাররা ।

ভারতীয় পেস লাইন-আপের মোস্ট ইউনিক বোলার জসপ্রিত বুমরা । এই গুজরাত তনয়ের উত্থান ধূমকেতুর মত। বর্তমানে একদিনের ক্রিকেটে বিশ্বের বোলারদের ক্রমতালিকার শীর্ষস্থানটা তাঁরই দখলে । বিদেশের মাটিতে ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্য তাঁর অবদান অনেকটাই । মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ IPL জয়ের পিছনেও বুমরার বড় ভূমিকা রয়েছে ।

বাকি বোলারদের থেকে বুমরা একটু ব্যতিক্রমী। ইউনিক ডেলিভারি তাঁকে অনন্য করে তুলেছে । বুমরার মূল অস্ত্র গতি । এর সঙ্গে তাঁকে বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে বলের মুভমেন্ট নিয়ন্ত্রণ । ল্যাটেরাল ও ভার্টিকাল দুই মুভমেন্ট নিয়ন্ত্রণ তাঁকে বাকিদের থেকে অনেকটা এগিয়ে দিয়েছে । সিম পজিশন, বল ছাড়ার উচ্চতা ও ব্যাকস্পিনের বৈচিত্র্য তাঁকে আরও ক্ষুরধার করেছে।

বুমরা নিয়মিত 145 কিমি বেগে বল করেন । এছাড়া তিনি অনেক উঁচু থেকে বল ছাড়েন । তাই ব্যাটসম্যানদের পক্ষে ডিফেন্স করা বেশ কঠিন । বুমরার হাতে আউট ও ইনসুইং দুই রয়েছে । উচ্চগতির সঙ্গে রিভার্স সুইংয়ের বিরল মিশ্রণ বুমরার অন্যতম শক্তিশালী অস্ত্র ।

ক্রিকেট বলের মুভমেন্ট চারিদিকে একটা হাওয়ার বলয় তৈরি করে । একে বাউন্ডারি লেয়ার বলা হয় । বল ছাড়ার পর একটা সময় এই লেয়ার বল থেকে আলাদা হয়ে যায় । বল ছাড়ার পর সিমের যেদিকে হাওয়ার চাপ কম থাকে সেই দিক মাটিতে হিট করে এবং বল তার উলটো দিকে মুভ করে । বুমরার বোলিংয়ে বৈচিত্র্যের অন্যতম কারণ তাঁর নিয়ন্ত্রণ । বলের মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে পারেন বুমরা ।

স্লোয়ার বলের ক্ষেত্রেও বুমরার বলে বেশ বৈচিত্র্য দেখা যায়। উচ্চগতি ব্যাসম্যানদের চাপে ফেলে দিলেও, কমগতির বলে ব্যাসম্যানদের বোকা বানানো বেশ কঠিন । আর বুমরা ঠিক এই অস্ত্র দিয়েই ডেথ ওভারে বাজিমাত করছেন । এদিকে বুমরার হাতে আরও একটি অস্ত্র রয়েছে, স্লোয়ার বলে ভার্টিকাল সুইং, অর্থাৎ বলের উচ্চতা নিয়ন্ত্রণ । বল যতটা উঁচুতে আসবে বলে ব্যাটসম্যান ভাবে, তার থেকে উঁচু বা নিচুতে আসে । ফলে ব্যাটসম্যান শট নিতে বেশ চাপে পড়ে যায় । তাই বুমরার উইকেট টেকিং অ্যাবিলিটি অনেকটাই বেশি ।

আসন্ন বিশ্বকাপে ভারতের ভরসা ও অন্য দলের ত্রাস হয়ে উঠতে পারেন বুমরা । বিশেষজ্ঞরা বলছেন, ইংল্যান্ডের মাটিতে বুমরাই কোহলির তুরুপের তাস ।

হায়দরাবাদ, 18 মে : ভারতীয় ক্রিকেট মানেই ম্যামথ ব্যাটিং লাইন আপ । বিশ্বের তাবড় তাবড় বোলিং লাইন আপের শিড়দাঁড়া দিয়ে হিমেল স্রোত নেমে যায় ভারতীয় ব্যাটিং লাইন আপের সামনে। ভারতীয় ক্রিকেটের সাফল্যের ইতিহাসের অধিকাংশ পাতাই ব্যাটসম্যানদের দখলে ।

ঘরের মাঠে সফল হলেও বিদেশের মাটিতে বার বার মুখ থুবড়ে পড়তে হত ভারতীয় দলকে । বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ একটা সময় ভারতীয় ক্রিকেট দলের বধ্যভূমি ছিল । এই সব দেশের ফাস্ট উইকেটে পেস আক্রমণ সামলাতে গিয়ে অনেকবার ল্যাজে-গোবরে হয়েছে ভারতীয় ক্রিকেট দল ।

বিদেশের মাটিতে ভারতের ব্যর্থতার জন্য বারবার কাঠগড়ায় উঠেছে বোলিং লাইন আপ । বিশেষ করে পেস বিভাগ । গত কয়েক বছরে সেই পেস বিভাগই হয়ে উঠেছে ভারতীয় দলের অন্যতম শক্তি। দেশে দাদাগিরির পাশাপাশি বিদেশের মাটিতেও চোখ রাঙাচ্ছে ভারতীয় পেসাররা ।

ভারতীয় পেস লাইন-আপের মোস্ট ইউনিক বোলার জসপ্রিত বুমরা । এই গুজরাত তনয়ের উত্থান ধূমকেতুর মত। বর্তমানে একদিনের ক্রিকেটে বিশ্বের বোলারদের ক্রমতালিকার শীর্ষস্থানটা তাঁরই দখলে । বিদেশের মাটিতে ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্য তাঁর অবদান অনেকটাই । মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ IPL জয়ের পিছনেও বুমরার বড় ভূমিকা রয়েছে ।

বাকি বোলারদের থেকে বুমরা একটু ব্যতিক্রমী। ইউনিক ডেলিভারি তাঁকে অনন্য করে তুলেছে । বুমরার মূল অস্ত্র গতি । এর সঙ্গে তাঁকে বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে বলের মুভমেন্ট নিয়ন্ত্রণ । ল্যাটেরাল ও ভার্টিকাল দুই মুভমেন্ট নিয়ন্ত্রণ তাঁকে বাকিদের থেকে অনেকটা এগিয়ে দিয়েছে । সিম পজিশন, বল ছাড়ার উচ্চতা ও ব্যাকস্পিনের বৈচিত্র্য তাঁকে আরও ক্ষুরধার করেছে।

বুমরা নিয়মিত 145 কিমি বেগে বল করেন । এছাড়া তিনি অনেক উঁচু থেকে বল ছাড়েন । তাই ব্যাটসম্যানদের পক্ষে ডিফেন্স করা বেশ কঠিন । বুমরার হাতে আউট ও ইনসুইং দুই রয়েছে । উচ্চগতির সঙ্গে রিভার্স সুইংয়ের বিরল মিশ্রণ বুমরার অন্যতম শক্তিশালী অস্ত্র ।

ক্রিকেট বলের মুভমেন্ট চারিদিকে একটা হাওয়ার বলয় তৈরি করে । একে বাউন্ডারি লেয়ার বলা হয় । বল ছাড়ার পর একটা সময় এই লেয়ার বল থেকে আলাদা হয়ে যায় । বল ছাড়ার পর সিমের যেদিকে হাওয়ার চাপ কম থাকে সেই দিক মাটিতে হিট করে এবং বল তার উলটো দিকে মুভ করে । বুমরার বোলিংয়ে বৈচিত্র্যের অন্যতম কারণ তাঁর নিয়ন্ত্রণ । বলের মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে পারেন বুমরা ।

স্লোয়ার বলের ক্ষেত্রেও বুমরার বলে বেশ বৈচিত্র্য দেখা যায়। উচ্চগতি ব্যাসম্যানদের চাপে ফেলে দিলেও, কমগতির বলে ব্যাসম্যানদের বোকা বানানো বেশ কঠিন । আর বুমরা ঠিক এই অস্ত্র দিয়েই ডেথ ওভারে বাজিমাত করছেন । এদিকে বুমরার হাতে আরও একটি অস্ত্র রয়েছে, স্লোয়ার বলে ভার্টিকাল সুইং, অর্থাৎ বলের উচ্চতা নিয়ন্ত্রণ । বল যতটা উঁচুতে আসবে বলে ব্যাটসম্যান ভাবে, তার থেকে উঁচু বা নিচুতে আসে । ফলে ব্যাটসম্যান শট নিতে বেশ চাপে পড়ে যায় । তাই বুমরার উইকেট টেকিং অ্যাবিলিটি অনেকটাই বেশি ।

আসন্ন বিশ্বকাপে ভারতের ভরসা ও অন্য দলের ত্রাস হয়ে উঠতে পারেন বুমরা । বিশেষজ্ঞরা বলছেন, ইংল্যান্ডের মাটিতে বুমরাই কোহলির তুরুপের তাস ।

New Delhi, May 18 (ANI): Teachers-students of St Stephen's College staged protest against the inclusion of a Supreme Council member in its interview panel on Friday. They are condemning the decision calling it "illegal and unacademic". Teacher representative in its governing body says "The Council has no role in admission." While speaking to ANI, St Stephen's College Assistant Professor Nandita Narain said, "Admission has to be on basis of merit, merit is academic. When they're being interviewed for their admission to a course, and these aren't courses in Theology, then what's the role of a church member who isn't a teacher of the college? What's his accountability?"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.