ETV Bharat / sports

এখন খেললে 1.30 লাখ রানের মালিক হতেন সচিন, মন্তব্য শোয়েবের - এখন খেললে 1.30 লাখ রানের মালিক হতেন সচিন, মন্তব্য শোয়েবের

ব্যাট হাতে ইতিমধ্যেই তেন্ডুলকরের বেশ কয়েকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি । অনেকের মতে অদূর ভবিষ্যতে সচিনের শততম সেঞ্চুরির রেকর্ডও ভেঙে ফেলবেন ভারত অধিনায়ক । তা সত্ত্বেও সচিনকেই এগিয়ে রাখছেন শোয়েব মালিক ।

Akhtar
Akhtar
author img

By

Published : May 22, 2020, 12:51 AM IST

লাহোর, 21 মে: তাঁর মতে, ক্রিকেটের সবচেয়ে কঠিন সময়ে খেলেছেন সচিন তেন্ডুলকর । তাই তাঁর সঙ্গে বিরাট কোহলির তুলনা একেবারেই না পসন্দ শোয়েব আখতারের । বর্তমান সময়ে ক্রিকেট খেললে মাস্টার ব্লাস্টার 1.30 লাখ রানের মালিক হতেন বলে মন্তব্য করেছেন তিনি ।

ব্যাট হাতে ইতিমধ্যেই তেন্ডুলকরের বেশ কয়েকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি । অনেকের মতে অদূর ভবিষ্যতে সচিনের শততম সেঞ্চুরির রেকর্ডও ভেঙে ফেলবেন ভারত অধিনায়ক । তাই সচিনের সঙ্গে বিরাটের তুলনাটা চলেই আসে বারবার । কোহলিকে বর্তমান সময়ের সেরা ক্রিকেটার বললেও সচিনকেই এগিয়ে রাখছেন শোয়েব । তাঁর মতে, মাস্টার ব্লাস্টার সব কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছেন । ফলে দু'জনের মধ্যে যে তুলনা করা হচ্ছে সেটা ঠিক নয় । একটি লাইভ ভিডিয়ো সেশনে তিনি বলেছেন, "তেন্ডুলকর ক্রিকেটের সবচেয়ে কঠিন যুগে খেলেছেন । ও যদি বর্তমান সময়ে খেলার সুযোগ পেত তাহলে 1.30 লাখ রানের মালিক হত । তাই সচিন আর কোহলির মধ্যে তুলনা টানা ঠিক নয় ।"

2003 বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথে 98 রানে শোয়েবের বলে আউট হয়েছিলেন সচিন । সেঞ্চুরিয়নের সেই ম্যাচে ক্রিকেট ঈশ্বরকে সেঞ্চুরি করতে দেখতে চেয়েছিলেন শোয়েব । তিনি বলেন, "আমি চেয়েছিলাম ও সেঞ্চুরি করুক । ওই বাউন্সারটা যদি বাউন্ডারির বাইরে আছড়ে পড়ত তাহলে খুব খুশি হতাম ।"

লাহোর, 21 মে: তাঁর মতে, ক্রিকেটের সবচেয়ে কঠিন সময়ে খেলেছেন সচিন তেন্ডুলকর । তাই তাঁর সঙ্গে বিরাট কোহলির তুলনা একেবারেই না পসন্দ শোয়েব আখতারের । বর্তমান সময়ে ক্রিকেট খেললে মাস্টার ব্লাস্টার 1.30 লাখ রানের মালিক হতেন বলে মন্তব্য করেছেন তিনি ।

ব্যাট হাতে ইতিমধ্যেই তেন্ডুলকরের বেশ কয়েকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি । অনেকের মতে অদূর ভবিষ্যতে সচিনের শততম সেঞ্চুরির রেকর্ডও ভেঙে ফেলবেন ভারত অধিনায়ক । তাই সচিনের সঙ্গে বিরাটের তুলনাটা চলেই আসে বারবার । কোহলিকে বর্তমান সময়ের সেরা ক্রিকেটার বললেও সচিনকেই এগিয়ে রাখছেন শোয়েব । তাঁর মতে, মাস্টার ব্লাস্টার সব কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছেন । ফলে দু'জনের মধ্যে যে তুলনা করা হচ্ছে সেটা ঠিক নয় । একটি লাইভ ভিডিয়ো সেশনে তিনি বলেছেন, "তেন্ডুলকর ক্রিকেটের সবচেয়ে কঠিন যুগে খেলেছেন । ও যদি বর্তমান সময়ে খেলার সুযোগ পেত তাহলে 1.30 লাখ রানের মালিক হত । তাই সচিন আর কোহলির মধ্যে তুলনা টানা ঠিক নয় ।"

2003 বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথে 98 রানে শোয়েবের বলে আউট হয়েছিলেন সচিন । সেঞ্চুরিয়নের সেই ম্যাচে ক্রিকেট ঈশ্বরকে সেঞ্চুরি করতে দেখতে চেয়েছিলেন শোয়েব । তিনি বলেন, "আমি চেয়েছিলাম ও সেঞ্চুরি করুক । ওই বাউন্সারটা যদি বাউন্ডারির বাইরে আছড়ে পড়ত তাহলে খুব খুশি হতাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.