ETV Bharat / sports

ঋদ্ধি "সুপারম্যান" সাহা

author img

By

Published : Oct 13, 2019, 1:02 PM IST

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের বল করতে আসেন উমেশ যাদব৷ তাঁর ওভারের চতুর্থ বল ডি ব্রুইনের ব্যাটে লেগে চলে যায় বঁদিকে ৷ তড়িৎগতিতে বাঁদিকে ঝাপিয়ে বাঁ হাতে বল তালুবন্দী করেন কিপার ঋদ্ধিমান সাহা ৷

ridhdhiman saha

পুনে, 13 অক্টোবর : সেই উমেশ যাদব ৷ সেই ডি ব্রুইন ৷ আর ফিনিশার সেই "সুপারম্যান" ঋদ্ধিমান সাহা ৷ প্রথম ইনিংসে উমেশের বলে ডি ব্রুইনের ক্যাচ ধরেছিলেন ডান দিকে শরীর ছুড়ে ৷ দ্বিতীয় ইনিংসে ধরলেন বাঁদিকে ঝাঁপিয়ে ৷

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের বল করতে আসেন উমেশ যাদব৷ তাঁর ওভারের চতুর্থ বল ডি ব্রুইনের ব্যাটে লেগে চলে যায় বঁদিকে ৷ তড়িৎগতিতে বাঁদিকে ঝাপিয়ে বাঁ হাতে বল তালুবন্দী করেন কিপার ঋদ্ধিমান সাহা ৷ ক্যাচ নেওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও সতীর্থরা৷

দল তাঁর উপর আস্থা রেখে যে ভুল করেনি তা পুনে টেস্টের দুই ইনিংসেই বুঝিয়ে দিয়েছেন ঋদ্ধিমান ৷ দক্ষিণ প্রথম ইনিংসে তাঁর ধরা ক্যাচ ইতিম্যধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল৷ প্রাক্তনীরা ঋদ্ধিকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন ৷ সিরিজ়ের প্রথম টেস্টে নামার আগে বেঙ্গালুরুতে অধিনায়ক বিরাট কোহলি ঋদ্ধিকে বিশ্বের সেরা কিপার বলেছিলেন ৷ শনিবার ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ঋদ্ধিকে বলেছিলেন দলের সম্পদ ৷ অধিনায়ক ও সতীর্থের আস্থার যোগ্য সম্মান দিচ্ছেন ঋদ্ধি ৷

আরও পড়ুন ফলো অন করতে নেমে চাপে দক্ষিণ আফ্রিকা, হারাল 5 উইকেট

পুনে, 13 অক্টোবর : সেই উমেশ যাদব ৷ সেই ডি ব্রুইন ৷ আর ফিনিশার সেই "সুপারম্যান" ঋদ্ধিমান সাহা ৷ প্রথম ইনিংসে উমেশের বলে ডি ব্রুইনের ক্যাচ ধরেছিলেন ডান দিকে শরীর ছুড়ে ৷ দ্বিতীয় ইনিংসে ধরলেন বাঁদিকে ঝাঁপিয়ে ৷

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের বল করতে আসেন উমেশ যাদব৷ তাঁর ওভারের চতুর্থ বল ডি ব্রুইনের ব্যাটে লেগে চলে যায় বঁদিকে ৷ তড়িৎগতিতে বাঁদিকে ঝাপিয়ে বাঁ হাতে বল তালুবন্দী করেন কিপার ঋদ্ধিমান সাহা ৷ ক্যাচ নেওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও সতীর্থরা৷

দল তাঁর উপর আস্থা রেখে যে ভুল করেনি তা পুনে টেস্টের দুই ইনিংসেই বুঝিয়ে দিয়েছেন ঋদ্ধিমান ৷ দক্ষিণ প্রথম ইনিংসে তাঁর ধরা ক্যাচ ইতিম্যধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল৷ প্রাক্তনীরা ঋদ্ধিকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন ৷ সিরিজ়ের প্রথম টেস্টে নামার আগে বেঙ্গালুরুতে অধিনায়ক বিরাট কোহলি ঋদ্ধিকে বিশ্বের সেরা কিপার বলেছিলেন ৷ শনিবার ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ঋদ্ধিকে বলেছিলেন দলের সম্পদ ৷ অধিনায়ক ও সতীর্থের আস্থার যোগ্য সম্মান দিচ্ছেন ঋদ্ধি ৷

আরও পড়ুন ফলো অন করতে নেমে চাপে দক্ষিণ আফ্রিকা, হারাল 5 উইকেট

Pune (Maharashtra). Oct 12 (ANI): South Africa cricketer Temba Bavuma on October 12 said that the Proteas are not in India to taste the defeat the team has came to the country for to compete and win. "Yesterday, we had an honest truthful chat with the coach, he shared his true feeling his true thoughts on how we lost two days, he was concerned about our effort and said everything that's happened we gotta find a way. We haven't come to India to loose, we haven't necessarily come to India to just learn we have actually tried to compete and to win and that's what our goal is," said Bavuma.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.