ETV Bharat / sports

ক্রিকেট থেকে দূরেই ধোনি, খেলবেন না বাংলাদেশের বিরুদ্ধেও - bcci

বাংলাদেশ সিরিজ় থেকেও নিজেকে সরিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি । নির্দিষ্ট করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ়ের কথা না বললেও তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে নিজের বিরতিটা আরও লম্বা করার ইচ্ছা রয়েছে তাঁর । যা আগামী নভেম্বরের আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই ।

ক্রিকেট থেকে বিরতি বাড়োনের সিদ্ধান্ত ধোনির, খেলবেন না বাংলাদেশের বিপক্ষেও
author img

By

Published : Sep 22, 2019, 4:02 PM IST

রাঁচি, 22 সেপ্টেম্বর : ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে নিজেকে দূরে রেখেছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । এবার বাংলাদেশ সিরিজ় থেকেও নিজেকে সরিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি । এর আগে প্যারা কমান্ডো ট্রেনিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি । ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে তাঁকে দলে রাখেননি নির্বাচকরা ।

নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে T-20 সিরিজ় খেলবে ভারত । সেই সিরিজ়েও খেলবেন না বলে জানিয়ে দিলেন ধোনি । নির্দিষ্ট করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ়ের কথা না বললেও তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে নিজের বিরতিটা আরও লম্বা করার ইচ্ছা রয়েছে তাঁর । যা আগামী নভেম্বরের আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই ।

ভারত সফরে তিনটি T-20 ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ । সফরের শুরুটাই হবে T-20 সিরিজ় দিয়ে । দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 3 নভেম্বর সফরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে । সিরিজ়ের বাকি দুই ম্যাচ নাগপুর ও রাজকোটে হবে । নিজের বিরতিটা পুরো নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানানোয় বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না ধোনিকে ।

এদিকে শুধু বাংলাদেশ সিরিজ়ই নয়, ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় আসন্ন বিজয় হাজ়ারে ট্রফিতেও খেলা হবে না ধোনির । এমন অবস্থায় ভারতের জার্সি গায়ে ধোনির মাঠে ফেরার সম্ভাব্য সময় মনে করা হচ্ছে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে ঘরের মাঠে T-20 সিরিজ় ।

যদি তাও না হয়, তাহলে চলতি বছর আর আন্তর্জতিক ক্রিকেট খেলা হবে না ধোনির । তবে আগামী জানুয়ারিতে জ়িম্বাবোয়ে ও অস্ট্রেলিয়াকে নিয়ে হতে চলা ত্রিদেশীয় সিরিজ়ে প্রত্যাবর্তনের সুযোগ থাকবে ধোনির সামনে ।

রাঁচি, 22 সেপ্টেম্বর : ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে নিজেকে দূরে রেখেছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । এবার বাংলাদেশ সিরিজ় থেকেও নিজেকে সরিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি । এর আগে প্যারা কমান্ডো ট্রেনিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি । ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে তাঁকে দলে রাখেননি নির্বাচকরা ।

নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে T-20 সিরিজ় খেলবে ভারত । সেই সিরিজ়েও খেলবেন না বলে জানিয়ে দিলেন ধোনি । নির্দিষ্ট করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ়ের কথা না বললেও তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে নিজের বিরতিটা আরও লম্বা করার ইচ্ছা রয়েছে তাঁর । যা আগামী নভেম্বরের আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই ।

ভারত সফরে তিনটি T-20 ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ । সফরের শুরুটাই হবে T-20 সিরিজ় দিয়ে । দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 3 নভেম্বর সফরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে । সিরিজ়ের বাকি দুই ম্যাচ নাগপুর ও রাজকোটে হবে । নিজের বিরতিটা পুরো নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানানোয় বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না ধোনিকে ।

এদিকে শুধু বাংলাদেশ সিরিজ়ই নয়, ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় আসন্ন বিজয় হাজ়ারে ট্রফিতেও খেলা হবে না ধোনির । এমন অবস্থায় ভারতের জার্সি গায়ে ধোনির মাঠে ফেরার সম্ভাব্য সময় মনে করা হচ্ছে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে ঘরের মাঠে T-20 সিরিজ় ।

যদি তাও না হয়, তাহলে চলতি বছর আর আন্তর্জতিক ক্রিকেট খেলা হবে না ধোনির । তবে আগামী জানুয়ারিতে জ়িম্বাবোয়ে ও অস্ট্রেলিয়াকে নিয়ে হতে চলা ত্রিদেশীয় সিরিজ়ে প্রত্যাবর্তনের সুযোগ থাকবে ধোনির সামনে ।

Bhubaneswar (Odisha), Sep 22 (ANI): A women's bike rally was conducted in Odisha's Bhubaneswar on September 22. The Odisha Women's Adventure Club (OWAC) held this bike rally to spread awareness among people about new traffic and road safety rules. The main aim behind conducting bike rally was to create alertness about wearing helmets while driving. While speaking to ANI, DCP (Traffic) of Bhubaneswar-Cuttack Sagarika Nath said, "The aim is propagate the idea of pillion riders wearing helmets and if there is a triple riding." "Children should also be wearing a helmet," she added.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.