শারজা, 3 অক্টোবর : এখনও পর্যন্ত শারজার মাঠে যে ক'টি ম্যাচ খেলা হয়েছে, প্রতিটিই চেটেপুটে উপভোগ করেছে দর্শক ৷ রান উঠেছে দুশো, সওয়া দুশোর উপরে ৷ মনে করা হচ্ছিল, মরুশহরের মন্থর পিচে এবারের IPL-এ সেই আগের মতো রানের বৃষ্টি দেখা যাবে না ৷ কিন্তু এই আশঙ্কা দূর করেছে শারজা ক্রিকেট স্টেডিয়াম ৷ গত দু'টি ম্যাচে উঠেছে 62টি ছয় ৷ ছোটো বাউন্ডারির ফায়দা তুলে মরুশহরের IPL-এ দাপট বজায় রেখেছে ব্যাটসম্যানরা ৷
শারজায় আজ ফের একবার রানের বর্ষণ দেখার সুযোগ ৷ কারণ, দুই প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস, উভয় দলেই রয়েছে একাধিক হার্ড হিটার ৷ শুরুটা যদি করেন ঋষভ পন্থ, পৃথ্বী শ, সিমরন হেটমায়াররা ৷ তাহলে জবাব দিতে তৈরি আন্দ্রে রাসেল, শুভমন গিলরা ৷ দুই ইনিংসেই আজ রানের ফুলঝুরি ছোটার সম্ভাবনা ৷ যেটাই হোক, আমিরশাহীতে শনিবাসরীয় KKR- দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হবে ক্রিকেটপ্রেমীদের জন্য চোখ আরাম ৷ তবে এই মাঠে যে দুশো রানও সুরক্ষিত নয়, সেটা মাথায় রাখতে হবে দুটি টিমকেই ৷
দুটি টিমই যথেষ্ট ব্যালান্সড ৷ ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই শক্তিশালী দিল্লি ৷ একমাত্র সুনীল নারিনকে বাদ দিলে নাইটদের ব্যাটিং ব্রিগেডকে চমৎকার দেখাচ্ছে ৷ ধারাবাহিকভাবে ব্যাট করে যাচ্ছেন শুভমন গিল ৷ তিনে নেমে ভরসা দিচ্ছেন নীতিশ রানাও ৷ মিডল অর্ডারে রাসেল, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিকরা রয়েছেন ৷ মরগ্যান ফর্মে থাকলেও গত দুটি ম্যাচে রান পাননি অধিনায়ক দীনেশ কার্তিক ৷ নারিনের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নাইটরা আজ ওপেনিংয়ে পরিবর্তন আনতে পারে ৷ শুভমন গিলের সঙ্গে ইনিংসের সূচনায় পাঠানো হতে পারে টম ব্যান্টন অথবা রাহুল ত্রিপাঠীকে ৷ দিল্লি ক্যাপিটালসে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই ৷
দিল্লির কাছে কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, অ্যানরিখ নর্জেদের নাম থাকলেও KKR-এর কাছে রয়েছে প্যাট কামিন্স ৷ সঙ্গে দুই তরুণ নাইট শিবম মাভি ও কমলেশ নাগারকোটি ৷ গত ম্যাচ থেকেই ছন্দ পেয়ে গেছে নাইটদের পেস অ্যাটাক ৷ এদিকে আজ চোট সারিয়ে নাইটদের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের ফেরার প্রবল সম্ভাবনা ৷