দিল্লি, 3 ফেব্রুয়ারি : চোট আঘাতে বিধ্বস্ত ভারতীয় দলের অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের প্রশংসা করলেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ বিশেষ করে প্রথম ম্যাচে কদর্য হারের পর সেখান থেকে ঘুরে দাঁড়ানো প্রশংসার যোগ্য বলে জানান তিনি ৷ প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে অল আউট হয়ে যায় ভারত ৷
‘‘যখনই আপনি অস্ট্রেলিয়ায় খেলবেন সেটা খুবই কঠিন কাজ এবং সেখানে অতিরিক্ত চাপ নিয়ে খেলাটা আরও বেশি চ্যালেঞ্জের বিষয় ৷ অস্ট্রেলিয়ায় গিয়ে পারফর্ম করা এবং জেতা, আবার সেই অবস্থায় যখন, একাধিক খেলোয়াড় চোটের কারণে ছিটকে গিয়েছেন ৷ এটা সত্যিই স্মরণীয় জয় ৷’’ একটি পত্রিকায় সাক্ষাৎকারে একথা বলেন কেন উইলিয়ামসন ৷
আরও পড়ুন : ভারত আমাদের ম্য়াচ থেকে ছিটকে দিয়েছিল : ওয়ার্নার
উইলিয়ামসন আরও বলেন, ভারতীয় দল যোগ্যতার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের লাগাতার ভালো খেলেছে ৷ একই সঙ্গে তিনি মনে করেন ভারতীয় দল যে চ্যালেঞ্জের মুখে পড়েছিল, সেখান তারা নিজেদের প্রমাণ করেছে ৷ এমনকী বিরাট কোহলির মতো প্রথম সারির ব্য়াটসম্যানের শেষ তিন টেস্টে না থাকা অনেক বড় বিষয় বলে জানান নিউজ়িল্যান্ড অধিনায়ক ৷ পরবর্তী সময়ে চোটের কারণেও ভারতীয় দলের বহু খেলোয়াড় ছিটকে গিয়েছিলেন ৷ সেই বিষয়টিও ভারতের কাছে চ্য়ালেঞ্জের ছিল বলে জানান কেন ৷