ETV Bharat / sports

বুম বুম বুমরায় বিধ্বস্ত ক্যারিবিয়ানরা, টেস্টে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিকের নজির

author img

By

Published : Sep 1, 2019, 6:09 AM IST

Updated : Sep 1, 2019, 6:22 AM IST

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আগুন ঝরালেন জসপ্রীত বুমরা ৷ 9.1 ওভারে 16 রান দিয়ে তাঁর সংগ্রহ 6 উইকেট ৷

বুমরা

জামাইকা, 1 সেপ্টেম্বর : সাদা বল হাতে ততদিনে তাঁর দাপট দেখেছে সবাই ৷ 2018-য় লাল বল হাতে তাঁকে দেখতে চান কোচ ও অধিনায়ক দু'জনেই ৷ ঢুকে পড়েন টেস্ট দলে ৷ আফ্রিকার সবুজ পিচে চার উইকেট নিয়ে লাল বল হাতে শুরু হয় তাঁর দৌড় ৷ পাঁচদিনের ক্রিকেটেও শুরু হয় বুমরা ম্যাজিক ৷ তাঁর বোলিংয়ের কাছে গত প্রায় দু'বছরে অসহায় আত্মসমর্পণ করেছেন অনেকেই ৷ এবার সেই একই ছবি ধরা পড়ল ক্যারিবিয়ান পিচেও ৷ সঙ্গে তৃতীয় ভারতীয় হিসেবে করলেন হ্যাটট্রিক ৷

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে যেখান থেকে শেষ করেছিলেন, দ্বিতীয় টেস্টে সেখান থেকেই যেন শুরু করলেন বুমরা ৷ নিজের তৃতীয় ওভারেই আউট করলেন জন ক্যাম্পবেলকে ৷ সেটা যেন ছিল ঝড়ের পূর্বাভাস ৷ পরের ওভারের দ্বিতীয় বলে আউট করলেন ড্যারেন ব্র্যাভোকে ৷ আনপ্লেয়েবল বলটা পেয়ে ব্র্যাভো দাঁড়িয়ে দেখলেন, বল কীভাবে তাঁর ব্যাটে ছুঁয়ে দ্বিতীয় স্লিপে রাহুলের হাতে জমা পড়ল ৷ পরের বলে সামরাহ ব্রুকসকে শুধুমাত্র গতিতে পরাস্ত করলেন বুমরা ৷ হ্যাটট্রিক বলটা যেন স্বপ্নের ছিল ৷ ইনসুইঙ্গার ও গতির কাছে বশ্যতা স্বীকার করলেন রস্টন চেজ় ৷ তাঁর সামনের প্যাডে লাগে বল ৷ প্রাথমিকভাবে আউট দেননি আম্পায়ার ৷ রিভিউ নেওয়ার পক্ষপাতী ছিলেন না খোদ বুমরাও ৷ কিন্তু, বোলারের বিপক্ষে গিয়ে রিভিউ নিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর সিদ্ধান্তটা ভুল ছিল না ৷ হ্যাটট্রিক করলেন বুমরা ৷ তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়লেন ৷ তখন তাঁর বোলিং ফিগার ছিল 3.4 বলে তিন রান দিয়ে চার উইকেট ৷

Jasprit Bumrah
টিমমেটদের শুভেচ্ছায় ভাসলেন বুমরা

এখানেই শেষ নয় ৷ ক্রেগ ব্রেথওয়েটকে ড্রাইভ করার আমন্ত্রণ জানিয়ে ফাঁদ পাতেন বুমরা ৷ আজ যেন কিছু ভুল হওয়ার ছিল না ৷ সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন তিনিই ৷ ফাঁদে পা দিলেন ব্রেথওয়েট ৷ ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ৷ মাত্র 29 বলে তখন বুমরার শিকারের সংখ্যা পাঁচ ৷ পরের ওভারে প্রথম বল করার পর কিছুটা খোঁড়াচ্ছিলেন তিনি ৷ বাঁ পা ধরে মাঠ থেকে বেরিয়ে গেলেন ৷ তখন একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল বুমরার চোট নিয়ে ৷ পরে অবশ্য মাঠে ফেরেন ৷ আর প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরত পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে ৷ একটা সময় ভারতীয় ব্যাটসম্যানদের পরাস্ত করতে যে অস্ত্রকে কাজে লাগাতেন ক্যারিবিয়ানরা আজ তার সামনেই অসহায় আত্মসমর্পণ করলেন তাঁরা ৷ মার্শাল, হোল্ডিং, অ্যামব্রোজ়দের দেশে আগুন ঝরালেন বুমরা ৷ যা দেখে কমেন্ট্রি বক্সে বসে নিশ্চয় মুচকি হেসেছেন সুনীল গাভাসকার ৷

Jasprit Bumrah
বুমরার পারফরমেন্সে উচ্ছ্বসিত অধিনায়ক কোহলি

তবে বুমরার নামের পাশে জুড়তে পারত আরও একটি উইকেট ৷ কিন্তু, কর্নওয়েলের ব্যাটে লেগে বল চেতেশ্বর পূজারা ও পন্থের মাঝখান দিয়ে বেরিয়ে যায় ৷ দিনের শেষে বুমরার বোলিং ফিগার- 9.1-3-16-6 ৷ যার সৌজন্যেই ভারতের 416 রানের জবাবে 87 রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ় ৷ পিছিয়ে 329 রানে ৷ বিরাটরা গোটা তিনেক ক্যাচ না ফসকালে দ্বিতীয় দিনেই গুটিয়ে যেত ক্যারিবিয়ান ইনিংস ৷ ভারতের হয়ে আট ওভারে তিনটি মেডেন সহ 19 রান দিয়ে এক উইকেট পেয়েছেন মহম্মদ শামিও ৷

Jasprit Bumrah
খুশি বুমরা নিজেও

এখনও পর্যন্ত 12টি টেস্ট খেলেছেন বুমরা ৷ সবকটিই দেশের বাইরে ৷ নামের পাশে রয়েছে 61 উইকেট ৷ যে ফর্মে বল করছেন তা ধরে রাখতে পারলে বুমরার নেতৃত্বে ভারতীয় বোলিং লাইন-আপ একদিন এক অন্য উচ্চতায় পৌঁছাবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের ৷

Jasprit Bumrah
বুম বুম বুমরা

জামাইকা, 1 সেপ্টেম্বর : সাদা বল হাতে ততদিনে তাঁর দাপট দেখেছে সবাই ৷ 2018-য় লাল বল হাতে তাঁকে দেখতে চান কোচ ও অধিনায়ক দু'জনেই ৷ ঢুকে পড়েন টেস্ট দলে ৷ আফ্রিকার সবুজ পিচে চার উইকেট নিয়ে লাল বল হাতে শুরু হয় তাঁর দৌড় ৷ পাঁচদিনের ক্রিকেটেও শুরু হয় বুমরা ম্যাজিক ৷ তাঁর বোলিংয়ের কাছে গত প্রায় দু'বছরে অসহায় আত্মসমর্পণ করেছেন অনেকেই ৷ এবার সেই একই ছবি ধরা পড়ল ক্যারিবিয়ান পিচেও ৷ সঙ্গে তৃতীয় ভারতীয় হিসেবে করলেন হ্যাটট্রিক ৷

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে যেখান থেকে শেষ করেছিলেন, দ্বিতীয় টেস্টে সেখান থেকেই যেন শুরু করলেন বুমরা ৷ নিজের তৃতীয় ওভারেই আউট করলেন জন ক্যাম্পবেলকে ৷ সেটা যেন ছিল ঝড়ের পূর্বাভাস ৷ পরের ওভারের দ্বিতীয় বলে আউট করলেন ড্যারেন ব্র্যাভোকে ৷ আনপ্লেয়েবল বলটা পেয়ে ব্র্যাভো দাঁড়িয়ে দেখলেন, বল কীভাবে তাঁর ব্যাটে ছুঁয়ে দ্বিতীয় স্লিপে রাহুলের হাতে জমা পড়ল ৷ পরের বলে সামরাহ ব্রুকসকে শুধুমাত্র গতিতে পরাস্ত করলেন বুমরা ৷ হ্যাটট্রিক বলটা যেন স্বপ্নের ছিল ৷ ইনসুইঙ্গার ও গতির কাছে বশ্যতা স্বীকার করলেন রস্টন চেজ় ৷ তাঁর সামনের প্যাডে লাগে বল ৷ প্রাথমিকভাবে আউট দেননি আম্পায়ার ৷ রিভিউ নেওয়ার পক্ষপাতী ছিলেন না খোদ বুমরাও ৷ কিন্তু, বোলারের বিপক্ষে গিয়ে রিভিউ নিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর সিদ্ধান্তটা ভুল ছিল না ৷ হ্যাটট্রিক করলেন বুমরা ৷ তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়লেন ৷ তখন তাঁর বোলিং ফিগার ছিল 3.4 বলে তিন রান দিয়ে চার উইকেট ৷

Jasprit Bumrah
টিমমেটদের শুভেচ্ছায় ভাসলেন বুমরা

এখানেই শেষ নয় ৷ ক্রেগ ব্রেথওয়েটকে ড্রাইভ করার আমন্ত্রণ জানিয়ে ফাঁদ পাতেন বুমরা ৷ আজ যেন কিছু ভুল হওয়ার ছিল না ৷ সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন তিনিই ৷ ফাঁদে পা দিলেন ব্রেথওয়েট ৷ ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ৷ মাত্র 29 বলে তখন বুমরার শিকারের সংখ্যা পাঁচ ৷ পরের ওভারে প্রথম বল করার পর কিছুটা খোঁড়াচ্ছিলেন তিনি ৷ বাঁ পা ধরে মাঠ থেকে বেরিয়ে গেলেন ৷ তখন একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল বুমরার চোট নিয়ে ৷ পরে অবশ্য মাঠে ফেরেন ৷ আর প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরত পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে ৷ একটা সময় ভারতীয় ব্যাটসম্যানদের পরাস্ত করতে যে অস্ত্রকে কাজে লাগাতেন ক্যারিবিয়ানরা আজ তার সামনেই অসহায় আত্মসমর্পণ করলেন তাঁরা ৷ মার্শাল, হোল্ডিং, অ্যামব্রোজ়দের দেশে আগুন ঝরালেন বুমরা ৷ যা দেখে কমেন্ট্রি বক্সে বসে নিশ্চয় মুচকি হেসেছেন সুনীল গাভাসকার ৷

Jasprit Bumrah
বুমরার পারফরমেন্সে উচ্ছ্বসিত অধিনায়ক কোহলি

তবে বুমরার নামের পাশে জুড়তে পারত আরও একটি উইকেট ৷ কিন্তু, কর্নওয়েলের ব্যাটে লেগে বল চেতেশ্বর পূজারা ও পন্থের মাঝখান দিয়ে বেরিয়ে যায় ৷ দিনের শেষে বুমরার বোলিং ফিগার- 9.1-3-16-6 ৷ যার সৌজন্যেই ভারতের 416 রানের জবাবে 87 রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ় ৷ পিছিয়ে 329 রানে ৷ বিরাটরা গোটা তিনেক ক্যাচ না ফসকালে দ্বিতীয় দিনেই গুটিয়ে যেত ক্যারিবিয়ান ইনিংস ৷ ভারতের হয়ে আট ওভারে তিনটি মেডেন সহ 19 রান দিয়ে এক উইকেট পেয়েছেন মহম্মদ শামিও ৷

Jasprit Bumrah
খুশি বুমরা নিজেও

এখনও পর্যন্ত 12টি টেস্ট খেলেছেন বুমরা ৷ সবকটিই দেশের বাইরে ৷ নামের পাশে রয়েছে 61 উইকেট ৷ যে ফর্মে বল করছেন তা ধরে রাখতে পারলে বুমরার নেতৃত্বে ভারতীয় বোলিং লাইন-আপ একদিন এক অন্য উচ্চতায় পৌঁছাবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের ৷

Jasprit Bumrah
বুম বুম বুমরা
Mayurbhanj (Odisha), Sep 01 (ANI): A herd of elephants is creating havoc in Khaparapada village of Odisha's Mayurbhanj. These elephants have migrated from Jharkhand over a month ago. Jumbos have destroyed many acres of paddy crops in the area. Locals allege that forest department has not been able restrict tuskers from entering residential areas. The area falls under Karanjia forest range.
Last Updated : Sep 1, 2019, 6:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.