ETV Bharat / sports

ক্রিকেটে অবসর নেওয়ার থেকেও কঠিন অবসাদ থেকে বেরোনো : জনসন - আন্তর্জাতিক ক্রিকেট

অবসরের পর তাঁর জীবনে কিছুই করার ছিল না ৷ এই চিন্তাতেই তিনি অবসাদের শিকার হয়েছেন বলে জানান মিচেল জনসন ৷

its-been-tougher-since-retirement-mitchell-johnson-on-battle-with-depression
ক্রিকেটে অবসর নেওয়ার থেকেও, কঠিন আবসাদ থেকে বেরনো
author img

By

Published : Oct 27, 2020, 1:47 PM IST

মেলবোর্ন, 27 অক্টোবর : ক্রিকেটে অবসর নেওয়ার থেকেও কঠিন অবসাদ থেকে বাইরে আসা ৷ অবসর নেওয়ার দু’বছর পর এমনই জানালেন প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন ৷ এক সাক্ষাৎকারে জনসন বলেন, যখনই আপনি হঠাৎ করে কিছু না করতে শুরু করেন, তখন জীবনের কোনও লক্ষ্য়মাত্রা থাকে না ৷ ক্রিকেট খেলার সময় এমনকী তারপরেও অজ়ি এই ক্রিকেটার অবসাদের শিকার হয়েছেন বলে জানান ৷

2015 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মিচেল জনসন ৷ তারপরেও 2018 সাল পর্যন্ত বিগ ব্য়াশ লিগে খেলেছিলেন তিনি ৷ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর হঠাৎ করেই তিনি অবসাদের শিকার হন ৷ অবসরের পর তাঁর জীবনে কিছুই করার ছিল না ৷ এই চিন্তাতেই তিনি অবসাদের শিকার হয়েছেন বলে জানান মিচেল ৷ জনসন তাঁর 73টি টেস্ট ক্রিকেটে 313 উইকেট নিয়েছেন ৷ জনসন জানান, তিনি নিজেই বুঝতেন, যে তিনি অবসাদের শিকার হয়েছেন ৷ এই অনুভূতি তিনি ছোটো থাকতেও করেছেন ৷

এমনকী পেশাদার ক্রিকেটে খেলার সময়ও তিনি হামেশাই অবসাদে ভুগেছেন ৷ এমনও হয়েছে তাঁর চিন্তাভাবনার ক্ষমতা চলে গিয়েছিল ৷ এমনকী একসময় নিজের অবসাদের বিষয়টি সবার কাছ থেকে লুকিয়েছেন বলেও জানান অজ়ি পেসার ৷ তবে, বর্তমানে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন ৷ সম্প্রতি একটি রোমাঞ্চ অভিযানেও গিয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলিয় পেসার মিচেল জনসন ৷

মেলবোর্ন, 27 অক্টোবর : ক্রিকেটে অবসর নেওয়ার থেকেও কঠিন অবসাদ থেকে বাইরে আসা ৷ অবসর নেওয়ার দু’বছর পর এমনই জানালেন প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন ৷ এক সাক্ষাৎকারে জনসন বলেন, যখনই আপনি হঠাৎ করে কিছু না করতে শুরু করেন, তখন জীবনের কোনও লক্ষ্য়মাত্রা থাকে না ৷ ক্রিকেট খেলার সময় এমনকী তারপরেও অজ়ি এই ক্রিকেটার অবসাদের শিকার হয়েছেন বলে জানান ৷

2015 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মিচেল জনসন ৷ তারপরেও 2018 সাল পর্যন্ত বিগ ব্য়াশ লিগে খেলেছিলেন তিনি ৷ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর হঠাৎ করেই তিনি অবসাদের শিকার হন ৷ অবসরের পর তাঁর জীবনে কিছুই করার ছিল না ৷ এই চিন্তাতেই তিনি অবসাদের শিকার হয়েছেন বলে জানান মিচেল ৷ জনসন তাঁর 73টি টেস্ট ক্রিকেটে 313 উইকেট নিয়েছেন ৷ জনসন জানান, তিনি নিজেই বুঝতেন, যে তিনি অবসাদের শিকার হয়েছেন ৷ এই অনুভূতি তিনি ছোটো থাকতেও করেছেন ৷

এমনকী পেশাদার ক্রিকেটে খেলার সময়ও তিনি হামেশাই অবসাদে ভুগেছেন ৷ এমনও হয়েছে তাঁর চিন্তাভাবনার ক্ষমতা চলে গিয়েছিল ৷ এমনকী একসময় নিজের অবসাদের বিষয়টি সবার কাছ থেকে লুকিয়েছেন বলেও জানান অজ়ি পেসার ৷ তবে, বর্তমানে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন ৷ সম্প্রতি একটি রোমাঞ্চ অভিযানেও গিয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলিয় পেসার মিচেল জনসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.