মুম্বই, 11 ডিসেম্বর : টেস্টে দুরন্ত খেলার পুরস্কার পেলেন মায়াঙ্ক আগরওয়াল ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিনটি ম্যাচের একদিনের সিরিজ়ে জাতীয় দলে সুযোগ করে নিলেন বেঙ্গালুরুর ওপেনিং ব্যাটসম্যান ৷ আহত শিখর ধাওয়ানের জায়গায় দলে ফিরলেন তিনি ৷
সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে খেলার সময় বাঁ হাটুতে চোট পান শিখর ৷ তারপরই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি20 সিরিজ় থেকে ছিটকে যান তিনি ৷ তাঁর পরিবর্তে দলে আসেন কেরালার উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ৷ তবে ধরা হয়েছিল পোলার্ডদের বিরুদ্ধে টি20 পর 15 ডিসেম্বর থেকে শুরু হতে চলা একদিনের সিরিজ়ে দলে ফিরবেন ভারতীয় ক্রিকেটের গব্বর ৷ কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন একদিনের সিরিজ়েও ফিট হয়ে ফিরতে পারবেন না তিনি ৷
শিখরের পরিবর্তে কয়েকটি নাম ঘোরাফেরা করছিল কদিন ধরেই ৷ সঞ্জু থেকে শুরু করে উঠে এসেছিল পৃথ্বী শ্ব ও শুভমন গিলের নামও ৷ কিন্তু নির্বাচকরা মায়াঙ্ককেই বেছে নেন ৷ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে শেষ দুটি টেস্ট সিরিজ়ে দুটি দ্বিশতরান করেছেন মায়াঙ্ক ৷ টি20 সিরিজ়ে ভালো খেলার পুরস্কার পেলেন শিবম দুবে ৷ একদিনের সিরিজ়ে জাতীয় দলে ডাক পেলেন তিনি ৷
একনজরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতীয় দল :-
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহ্বল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার ৷