ETV Bharat / sports

পুনেতে সিরিজ় জয় ভারতের

author img

By

Published : Oct 13, 2019, 11:28 AM IST

Updated : Oct 13, 2019, 3:08 PM IST

দ্বিতীয় ইনিংসে 189 রানে গুটিয়ে গেল প্রোটিয়ারা ৷ ভারত জিতল এক ইনিংস ও 137 রানে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 200 পয়েন্ট ছুঁয়ে ফেলল ভারত ৷

ভারত

পুনে , 13 অক্টোবর : বোলারদের দাপট ৷ পুনেতে দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করল ভারত ৷ ফলো অন করতে নেমে 189 রানে অল আউট হয়ে গেল প্রোটিয়ারা ৷

শনিবার 275 রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷ দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করান ভারত অধিনায়ক ৷ রবিবার সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই এইডেন মার্করামকে হারায় প্রোটিয়া শিবির ৷ ইশান্ত শর্মার বিষাক্ত সুইং মার্করামের ব্যাটকে বোকা বানিয়ে পায়ে আঘাত করে ৷ এরপর আঘাত হানেন উমেশ যাদব ৷ তাঁর বল থেউনিস ডে ব্রুইনের ব্যাট ছুঁয়ে ধরা দেয় ঋদ্ধিমান সাহার গ্লাভসে ৷ ব্রুইন ফেরার সময় প্রোটিয়াদের স্কোর ছিল 2 উইকেটে 21 ৷

এর পর অধিনায়র ফাফ ডু প্লেসিকে সঙ্গে নিয়ে কিছুটা লড়েন প্রোটিয়া ওপেনার ডিন এলগার ৷ তবে লাঞ্চের আগে প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন অশ্বিন ৷ এলগার এবং ডু প্লেসিকে ফেরান তিনি ৷ মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 4 উইকেট হারিয়ে 74 রান করে ৷ লাঞ্চের পর কুইন্টন ডি কককে আউট করেন জাডেজা ৷ চা পানের বিরতির আগে আরও দুটি উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার ৷ চা পানের বিরতির পর ঘণ্টাখানেকের মধ্যে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ জাডেজা ও উমেশ তিনটি করে উইকেট নেন ৷ দুটি উইকেট পান অশ্বিন ৷ একটি করে উইকেট পান ইশান্ত শর্মা ও মহম্মদ শামি ৷

পুনে , 13 অক্টোবর : বোলারদের দাপট ৷ পুনেতে দক্ষিণ আফ্রিকাকে পর্যুদস্ত করল ভারত ৷ ফলো অন করতে নেমে 189 রানে অল আউট হয়ে গেল প্রোটিয়ারা ৷

শনিবার 275 রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷ দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করান ভারত অধিনায়ক ৷ রবিবার সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই এইডেন মার্করামকে হারায় প্রোটিয়া শিবির ৷ ইশান্ত শর্মার বিষাক্ত সুইং মার্করামের ব্যাটকে বোকা বানিয়ে পায়ে আঘাত করে ৷ এরপর আঘাত হানেন উমেশ যাদব ৷ তাঁর বল থেউনিস ডে ব্রুইনের ব্যাট ছুঁয়ে ধরা দেয় ঋদ্ধিমান সাহার গ্লাভসে ৷ ব্রুইন ফেরার সময় প্রোটিয়াদের স্কোর ছিল 2 উইকেটে 21 ৷

এর পর অধিনায়র ফাফ ডু প্লেসিকে সঙ্গে নিয়ে কিছুটা লড়েন প্রোটিয়া ওপেনার ডিন এলগার ৷ তবে লাঞ্চের আগে প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন অশ্বিন ৷ এলগার এবং ডু প্লেসিকে ফেরান তিনি ৷ মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 4 উইকেট হারিয়ে 74 রান করে ৷ লাঞ্চের পর কুইন্টন ডি কককে আউট করেন জাডেজা ৷ চা পানের বিরতির আগে আরও দুটি উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার ৷ চা পানের বিরতির পর ঘণ্টাখানেকের মধ্যে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ জাডেজা ও উমেশ তিনটি করে উইকেট নেন ৷ দুটি উইকেট পান অশ্বিন ৷ একটি করে উইকেট পান ইশান্ত শর্মা ও মহম্মদ শামি ৷

Pune (Maharashtra). Oct 12 (ANI): Indian bowler Ravichandran Ashwin on October 12 hailed the wicket keeping of Wriddhiman Saha. Ashwin said that he was hardly seen Saha missing any ball. He further asserted that Saha has some handy contributions for the team and he is a great wicket keeper to have for spinner bowlers. Team India continued to dominate the Proteas for the third straight day in the match.

Last Updated : Oct 13, 2019, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.