ETV Bharat / sports

পিছিয়ে যেতে পারে টি-20 বিশ্বকাপ - corona virus

সম্প্রতি চিফ এগজ়িকিউটিভ কমিটির বৈঠক ডেকেছিল ICC । সেখানে টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনাও হয়েছে । বৈঠকে দু-তিনটি বিকল্প পরিকল্পনার কথা উঠে এসেছে ।

T-20 world cup
T-20 world cup
author img

By

Published : Apr 24, 2020, 8:51 PM IST

দুবাই, 24 এপ্রিল: কোরোনার সংক্রমণের জেরে এবার পিছিয়ে যেতে পারে টি-20 বিশ্বকাপে । অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের আসর বসার কথা । যা পরিস্থিতি তাতে টি-20 বিশ্বকাপ তিনমাস পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ।

সম্প্রতি চিফ এগজ়িকিউটিভ কমিটির বৈঠক ডেকেছিল ICC । ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিল 12টি পূর্ণ এবং তিনটি সহযোগী সদস্য দেশ । সেখানে টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনাও হয়েছে । বৈঠকে দু-তিনটি বিকল্প পরিকল্পনার কথা উঠে এসেছে । যা পরিস্থিতি তাতে অক্টোবর-নভেম্বরের পরিবর্তে 2021 সালের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ হতে পারে বিশ্বকাপ । তখনও সম্ভব না হলে 2022 সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে পুরুষদের টি-20 বিশ্বকাপ ।

বিশ্বকাপ পিছিয়ে গেলে চলতি বছরে IPL হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে । পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলেও সেপ্টেম্বর-অক্টোবরে IPL শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল না । কারণ ওই সময়ই অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা । এখন যদি বিশ্বকাপ তিনমাসের জন্য পিছিয়ে যায় তাহলে চলতি বছরে IPL-এর বল গড়ালেও গড়াতে পারে ।

দুবাই, 24 এপ্রিল: কোরোনার সংক্রমণের জেরে এবার পিছিয়ে যেতে পারে টি-20 বিশ্বকাপে । অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের আসর বসার কথা । যা পরিস্থিতি তাতে টি-20 বিশ্বকাপ তিনমাস পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ।

সম্প্রতি চিফ এগজ়িকিউটিভ কমিটির বৈঠক ডেকেছিল ICC । ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিল 12টি পূর্ণ এবং তিনটি সহযোগী সদস্য দেশ । সেখানে টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনাও হয়েছে । বৈঠকে দু-তিনটি বিকল্প পরিকল্পনার কথা উঠে এসেছে । যা পরিস্থিতি তাতে অক্টোবর-নভেম্বরের পরিবর্তে 2021 সালের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ হতে পারে বিশ্বকাপ । তখনও সম্ভব না হলে 2022 সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে পুরুষদের টি-20 বিশ্বকাপ ।

বিশ্বকাপ পিছিয়ে গেলে চলতি বছরে IPL হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে । পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলেও সেপ্টেম্বর-অক্টোবরে IPL শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল না । কারণ ওই সময়ই অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা । এখন যদি বিশ্বকাপ তিনমাসের জন্য পিছিয়ে যায় তাহলে চলতি বছরে IPL-এর বল গড়ালেও গড়াতে পারে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.