ETV Bharat / sports

জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড ICC-র - Zimbabwe Cricket Board

টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব শুরু হওয়ার আগেই জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল ICC ।

ক্রিকেট
author img

By

Published : Jul 18, 2019, 11:53 PM IST

লন্ডন, 18 জুলাই : জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করে দিল ICC । আজ ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডে সেদেশের সরকারের হস্তক্ষেপের জেরেই এই পদক্ষেপ ।

জ়িম্বাবোয়ের সরকার সেদেশের ক্রিকেট প্রশাসনে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ ছিল । ICC-র তরফে নির্দেশ দেওয়া হয়েছিল জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড যেন সেদেশের সরকারকে হস্তক্ষেপ করতে নিষেধ করে । যদিও ICC-র এই নির্দেশ মানা হয়নি । জ়িম্বাবোয়ে 2.4C এবং 2.4D - ICC-র এই দুটি ধারাকে অমান্য করেছে । এই অভিযোগেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সাসপেনসন ।

জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ বোর্ড গঠন করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার । ICC সূত্রে খবর, তাদের পরবর্তী সভায় খতিয়ে দেখা হবে জ়িম্বাবোয়ে এইসব নির্দেশ মেনেছে কি না । কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব রয়েছে । আজকের নিষেধাজ্ঞার ফলে সেই পর্বে জ়িম্বাবোয়ের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়ে গেল ।

লন্ডন, 18 জুলাই : জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করে দিল ICC । আজ ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডে সেদেশের সরকারের হস্তক্ষেপের জেরেই এই পদক্ষেপ ।

জ়িম্বাবোয়ের সরকার সেদেশের ক্রিকেট প্রশাসনে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ ছিল । ICC-র তরফে নির্দেশ দেওয়া হয়েছিল জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড যেন সেদেশের সরকারকে হস্তক্ষেপ করতে নিষেধ করে । যদিও ICC-র এই নির্দেশ মানা হয়নি । জ়িম্বাবোয়ে 2.4C এবং 2.4D - ICC-র এই দুটি ধারাকে অমান্য করেছে । এই অভিযোগেই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সাসপেনসন ।

জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ বোর্ড গঠন করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার । ICC সূত্রে খবর, তাদের পরবর্তী সভায় খতিয়ে দেখা হবে জ়িম্বাবোয়ে এইসব নির্দেশ মেনেছে কি না । কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব রয়েছে । আজকের নিষেধাজ্ঞার ফলে সেই পর্বে জ়িম্বাবোয়ের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়ে গেল ।

New Delhi,Jul 18 (ANI): American actor Gretchen Rossi shared a series of adorable pictures of her newborn baby Skylar Gray Smiley whom she shares with Slade Smiley. The pictures that were posted on Instagram seem to be from the hospital and were shared just a week after the birth of the little bundle of joy. Skylar is the first child for Rossi and longtime partner Smiley. The couple went through multiple rounds of in vitro fertilization and a vasectomy reversal. Smiley is also dad to sons Gavin and Grayson from previous relationships.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.