ETV Bharat / sports

দেখতে কেমন সচিন-সৌরভের "লেডিজ় ভার্সন" ? - হরভজন সিং

কিংবদন্তি ক্রিকেটারদের লেডিজ় ভার্সনের কোলাজ শেয়ার করলেন হরভজন সিং ৷ ছবিতে কমেন্ট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷

ক্রিকেটারদের "লেডিজ় ভার্সন", হরভজনের মজায় গা ভাসালেন সৌরভও
ক্রিকেটারদের "লেডিজ় ভার্সন", হরভজনের মজায় গা ভাসালেন সৌরভও
author img

By

Published : Jun 24, 2020, 4:10 PM IST

দিল্লি, 24 জুন: সকলেই ঘরে বন্দী ৷ তেমন কাজ নেই ৷ তাই এই সময় প্রায়ই মজার পোস্ট করতে দেখা যাচ্ছে দেশের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটারদের ৷ তেমনই এক পোস্ট করলেন হরভজন সিং ৷ দেশের কিংবদন্তি ক্রিকেটারদের লেডিজ় ভার্সনের একটি কোলাজ শেয়ার করেছেন তিনি ৷

হরভজনের পোস্ট করা সেই কোলাজে রয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং ৷ হরভজন নিজেরও ছবি শেয়ার করেছেন ৷ সেই ছবি শেয়ার করে সমর্থকদের উদ্দেশে তাঁর প্রশ্ন, তাঁরা কাকে নিয়ে ডেটে যেতে চান ৷ হরভজনের এই পোস্ট বেশ মজার লেগেছে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷

হরভজনের পোস্ট
হরভজনের পোস্ট

কোলাজে একমাত্র সৌরভই সানগ্লাস পরে রয়েছেন ৷ নিজের লেডিজ় ভার্সন দেখে বেশ পছন্দই হয়েছে তাঁর ৷ সৌরভ কমেন্টে লিখেছেন, "চশমা পরা ওই মেয়েটিকে আমার খুব পছন্দ ৷ ওকে নিয়েই ডেটে যেতে চাই ৷" শুধু হরভজনই নন, এর আগেও বর্তমান ক্রিকেটারদের লেডিজ় ভার্সনের কোলাজ শেয়ার করেছিলেন যুবরাজ সিং ৷

দিল্লি, 24 জুন: সকলেই ঘরে বন্দী ৷ তেমন কাজ নেই ৷ তাই এই সময় প্রায়ই মজার পোস্ট করতে দেখা যাচ্ছে দেশের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটারদের ৷ তেমনই এক পোস্ট করলেন হরভজন সিং ৷ দেশের কিংবদন্তি ক্রিকেটারদের লেডিজ় ভার্সনের একটি কোলাজ শেয়ার করেছেন তিনি ৷

হরভজনের পোস্ট করা সেই কোলাজে রয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং ৷ হরভজন নিজেরও ছবি শেয়ার করেছেন ৷ সেই ছবি শেয়ার করে সমর্থকদের উদ্দেশে তাঁর প্রশ্ন, তাঁরা কাকে নিয়ে ডেটে যেতে চান ৷ হরভজনের এই পোস্ট বেশ মজার লেগেছে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷

হরভজনের পোস্ট
হরভজনের পোস্ট

কোলাজে একমাত্র সৌরভই সানগ্লাস পরে রয়েছেন ৷ নিজের লেডিজ় ভার্সন দেখে বেশ পছন্দই হয়েছে তাঁর ৷ সৌরভ কমেন্টে লিখেছেন, "চশমা পরা ওই মেয়েটিকে আমার খুব পছন্দ ৷ ওকে নিয়েই ডেটে যেতে চাই ৷" শুধু হরভজনই নন, এর আগেও বর্তমান ক্রিকেটারদের লেডিজ় ভার্সনের কোলাজ শেয়ার করেছিলেন যুবরাজ সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.