ETV Bharat / sports

"শতরানকারী ধাওয়ানের জন্যই ম্যাচ হারলাম", বলছেন ধোনি - শিখর ধাওয়ানের ক্যাচ মিস

চারবার ধাওয়ানের ক্যাচ ফেলেছে চেন্নাই সুপার কিংসের ফিল্ডাররা ৷

শতরানকারী ধাওয়ানের জন্যই ম্যাচ হারলাম, বলছেন ধোনি
শতরানকারী ধাওয়ানের জন্যই ম্যাচ হারলাম, বলছেন ধোনি
author img

By

Published : Oct 18, 2020, 7:31 PM IST

শারজা, 18 অক্টোবর : কোচ রিকি পন্টিং বলেছিলেন, তাঁর দলের সেরাটা দেওয়া এখনও বাকি আছে ৷ টুর্নামেন্ট যত এগোবে দর্শকদের আরও বিস্মিত করবে দিল্লি ক্যাপিটালস ৷ কোচের কথা সত্যি প্রমাণ করার দিকেই এগোচ্ছে ক্যাপিটালসের সদস্যরা ৷ গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে 58 বলে 101 রানের দুরন্ত শতরান করেন ওপেনার শিখর ধাওয়ান ৷ শারজার মাঠে এই "গব্বর শো"-এর কারণেই হাত থেকে বেরিয়ে গেছে ম্যাচ ৷ মেনে নিচ্ছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷

এক একটা ম্যাচে হার মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দিকে এগিয়ে যাওয়া ৷ IPL-এর শেষ চারে থাকতে হলে দিল্লির বিরুদ্ধে ম্যাচটা জেতা প্রয়োজন ছিল CSK-এর ৷ বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলেছিল তারা ৷ কিন্তু চেন্নাইয়ের 179 রান অনায়াসে টপকে যায় ক্যাপিটালস ৷ সৌজন্যে ছিল শিখর ধাওয়ানের 101 রানের ইনিংস ৷ বাকিরা মিলে করেন 84 রান ৷ তবে ধাওয়ানের সেঞ্চুরির পিছনে চেন্নাইয়ের ফিল্ডারদের বড় ভূমিকা রয়েছে ৷ এক দুবার নয়, চারবার ধাওয়ানের ক্যাচ মিস করে চেন্নাই ৷ 5 উইকেটে হারের পর ধোনি বলেছেন, "শিখরের উইকেট খুব গুরুত্বপূর্ণ ছিল ৷ কিন্তু আমরা বেশ কয়েকবার ওর ক্যাচ ফেলেছি ৷ ও রান তোলা জারি রেখেছিল ৷ ওর স্ট্রাইক রেটও ঠিক ছিল ৷"

চেন্নাইয়ের ক্যাচ মিস নিয়ে অসন্তুষ্ট সুনীল গাভাসকরও ৷ আর কয়েকটি ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে ধোনিদের ৷ সেকথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "একজন কোয়ালিটির ব্যাটসম্যানের ক্যাচ একবার মিস করার খেসারত দিতে হয় ৷ সেখানে ধাওয়ানকে চারবার সুযোগ দেওয়া হয়েছে ৷ CSK-কে এদিকে নজর দিতে হবে ৷ এমনটা হওয়া মোটেই উচিত নয় ৷"

শারজা, 18 অক্টোবর : কোচ রিকি পন্টিং বলেছিলেন, তাঁর দলের সেরাটা দেওয়া এখনও বাকি আছে ৷ টুর্নামেন্ট যত এগোবে দর্শকদের আরও বিস্মিত করবে দিল্লি ক্যাপিটালস ৷ কোচের কথা সত্যি প্রমাণ করার দিকেই এগোচ্ছে ক্যাপিটালসের সদস্যরা ৷ গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে 58 বলে 101 রানের দুরন্ত শতরান করেন ওপেনার শিখর ধাওয়ান ৷ শারজার মাঠে এই "গব্বর শো"-এর কারণেই হাত থেকে বেরিয়ে গেছে ম্যাচ ৷ মেনে নিচ্ছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷

এক একটা ম্যাচে হার মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দিকে এগিয়ে যাওয়া ৷ IPL-এর শেষ চারে থাকতে হলে দিল্লির বিরুদ্ধে ম্যাচটা জেতা প্রয়োজন ছিল CSK-এর ৷ বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলেছিল তারা ৷ কিন্তু চেন্নাইয়ের 179 রান অনায়াসে টপকে যায় ক্যাপিটালস ৷ সৌজন্যে ছিল শিখর ধাওয়ানের 101 রানের ইনিংস ৷ বাকিরা মিলে করেন 84 রান ৷ তবে ধাওয়ানের সেঞ্চুরির পিছনে চেন্নাইয়ের ফিল্ডারদের বড় ভূমিকা রয়েছে ৷ এক দুবার নয়, চারবার ধাওয়ানের ক্যাচ মিস করে চেন্নাই ৷ 5 উইকেটে হারের পর ধোনি বলেছেন, "শিখরের উইকেট খুব গুরুত্বপূর্ণ ছিল ৷ কিন্তু আমরা বেশ কয়েকবার ওর ক্যাচ ফেলেছি ৷ ও রান তোলা জারি রেখেছিল ৷ ওর স্ট্রাইক রেটও ঠিক ছিল ৷"

চেন্নাইয়ের ক্যাচ মিস নিয়ে অসন্তুষ্ট সুনীল গাভাসকরও ৷ আর কয়েকটি ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে ধোনিদের ৷ সেকথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "একজন কোয়ালিটির ব্যাটসম্যানের ক্যাচ একবার মিস করার খেসারত দিতে হয় ৷ সেখানে ধাওয়ানকে চারবার সুযোগ দেওয়া হয়েছে ৷ CSK-কে এদিকে নজর দিতে হবে ৷ এমনটা হওয়া মোটেই উচিত নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.