ETV Bharat / sports

মেলবোর্ন থেকে সরতে পারে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট

ভিক্টোরিয়া স্টেটে সম্প্রতি কোরোনার সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে । ফলে কোরোনা মুক্ত হওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে মেলবোর্ন । কোরোনার জেরে মেলবোর্নের মেজর ইভেন্টগুলোর আয়োজনও প্রশ্নের মুখে ।

boxing day
boxing day
author img

By

Published : Aug 8, 2020, 8:50 PM IST

মেলবোর্ন, 8 অগাস্ট : কোরোনা প্যানডেমিকের জেরে স্থানান্তরিত হতে পারে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট । সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটে কোরোনার সংক্রমণ বেড়েছে । এই স্টেটের মেলবোর্নে 26 ডিসেম্বর থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট শুরু হওয়ার কথা । এদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা মনে করছে বক্সিং ডে টেস্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় রয়েছে ।

বক্সিং ডে টেস্ট সাধারণত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হয় । এদিকে ভিক্টোরিয়া স্টেটে সম্প্রতি কোরোনার সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে । ফলে কোরোনা মুক্ত হওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে মেলবোর্ন । কোরোনার জেরে মেলবোর্নের মেজর ইভেন্টগুলোর আয়োজনও প্রশ্নের মুখে । মেলবোর্ন থেকে বক্সিং ডে টেস্ট সরলে তা সিডনিতে আয়োজিত হতে পারে ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজ়িকিউটিভ নিক হোকলে বলেছেন , " আমরা আশা করছি কোরোনা সংক্রমণ কমলে MCG-তে দর্শকরা আসবেন । আমারা আশা করছি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে , সবাই আবার বাইরে বেরোতে পারবে । আমরা আবার বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে পারব । "

তিনি আরও বলেন , " বক্সিং ডে টেস্ট অস্ট্রেলিয়ার আইকনিক ইভেন্ট । আমরা এই টেস্ট আয়োজনের জন্য সম্পূর্ণ তৈরি । হাতে এখনও অনেক সময় আছে , আমরা আশা করছি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে । "

চার ম্যাচের বর্ডার-গাভাসকর সিরিজ শুরু হবে 3 ডিসেম্বর । চারটি টেস্ট হওয়ার কথা ব্রিসবেন, অ্যাডিলেড , মেলবোর্ন , এবং সিডনিতে । "

মেলবোর্ন, 8 অগাস্ট : কোরোনা প্যানডেমিকের জেরে স্থানান্তরিত হতে পারে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট । সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটে কোরোনার সংক্রমণ বেড়েছে । এই স্টেটের মেলবোর্নে 26 ডিসেম্বর থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট শুরু হওয়ার কথা । এদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থা মনে করছে বক্সিং ডে টেস্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় রয়েছে ।

বক্সিং ডে টেস্ট সাধারণত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হয় । এদিকে ভিক্টোরিয়া স্টেটে সম্প্রতি কোরোনার সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে । ফলে কোরোনা মুক্ত হওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে মেলবোর্ন । কোরোনার জেরে মেলবোর্নের মেজর ইভেন্টগুলোর আয়োজনও প্রশ্নের মুখে । মেলবোর্ন থেকে বক্সিং ডে টেস্ট সরলে তা সিডনিতে আয়োজিত হতে পারে ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজ়িকিউটিভ নিক হোকলে বলেছেন , " আমরা আশা করছি কোরোনা সংক্রমণ কমলে MCG-তে দর্শকরা আসবেন । আমারা আশা করছি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে , সবাই আবার বাইরে বেরোতে পারবে । আমরা আবার বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে পারব । "

তিনি আরও বলেন , " বক্সিং ডে টেস্ট অস্ট্রেলিয়ার আইকনিক ইভেন্ট । আমরা এই টেস্ট আয়োজনের জন্য সম্পূর্ণ তৈরি । হাতে এখনও অনেক সময় আছে , আমরা আশা করছি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে । "

চার ম্যাচের বর্ডার-গাভাসকর সিরিজ শুরু হবে 3 ডিসেম্বর । চারটি টেস্ট হওয়ার কথা ব্রিসবেন, অ্যাডিলেড , মেলবোর্ন , এবং সিডনিতে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.