ETV Bharat / sports

বাংলা চ্যালেঞ্জ নিতে তৈরি :অরুণ লাল

author img

By

Published : Feb 27, 2020, 8:52 PM IST

চোখে চোখ রেখে প্রতিপক্ষকে পালটা দেওয়ার সাহস অভিমণ্যু, ঈশানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তিনি । তাই বদলে যাওয়া দলের হেডস্যার হিসেবে কর্নাটকের বিরুদ্ধে আরও আগ্রাসী অরুণ লাল । বলছেন, ওড়িশাকে হারিয়ে শেষ চারের টিকিট হাতে আসতেই দলের ছেলেরা মোটিভেটেড ।

image
চ্যালেঞ্জ নিতে তৈরি বাংলা

কলকাতা , 27 ফেব্রুয়ারি : গর্বিত বাংলার কোচ অরুণ লাল । বর্তমান বাংলা দলের ডাগ আউটের ছবিটা বদলের যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেই কাজে তিনি অনেকটাই সফল ।

ঝুঁকে পড়া কাঁধ নয়, চোখে চোখ রেখে প্রতিপক্ষকে পালটা দেওয়ার সাহস অভিমণ্যু, ঈশানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তিনি । তাই বদলে যাওয়া দলের হেডস্যার হিসেবে কর্নাটকের বিরুদ্ধে আরও আগ্রাসী অরুণ লাল । বলছেন, ওড়িশাকে হারিয়ে শেষ চারের টিকিট হাতে আসতেই দলের ছেলেরা মোটিভেটেড ।

চ্যালেঞ্জ নিতে তৈরি বাংলা

বৃহস্পতিবার রাত নটায় কলকাতায় পৌঁছাবে কর্নাটক ৷ শুক্রবার ইডেনে অনুশীলন । ধারেভারে প্রতিপক্ষ এগিয়ে, যাঁরা এই কথা বলছেন তাঁরা অরুণ লালের অপছন্দের তালিকায় । তাঁর মতে এই পর্যায়ে পিছনে তাকানোর সুযোগ বা পরিস্থিতি নেই । খেলা হবে মাঠে । সেখানেই কোন দল এগিয়ে বা শক্তিশালী তার বিচার হবে । ইডেনের উইকেট ঘাসে মোড়া । বাংলার কোচ বলছেন ভালো পিচ । যারা খেলার পাঁচদিনই পারফরমেন্স করবে তারাই হাসিমুখে মাঠ ছাড়বে ।

কলকাতা , 27 ফেব্রুয়ারি : গর্বিত বাংলার কোচ অরুণ লাল । বর্তমান বাংলা দলের ডাগ আউটের ছবিটা বদলের যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেই কাজে তিনি অনেকটাই সফল ।

ঝুঁকে পড়া কাঁধ নয়, চোখে চোখ রেখে প্রতিপক্ষকে পালটা দেওয়ার সাহস অভিমণ্যু, ঈশানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তিনি । তাই বদলে যাওয়া দলের হেডস্যার হিসেবে কর্নাটকের বিরুদ্ধে আরও আগ্রাসী অরুণ লাল । বলছেন, ওড়িশাকে হারিয়ে শেষ চারের টিকিট হাতে আসতেই দলের ছেলেরা মোটিভেটেড ।

চ্যালেঞ্জ নিতে তৈরি বাংলা

বৃহস্পতিবার রাত নটায় কলকাতায় পৌঁছাবে কর্নাটক ৷ শুক্রবার ইডেনে অনুশীলন । ধারেভারে প্রতিপক্ষ এগিয়ে, যাঁরা এই কথা বলছেন তাঁরা অরুণ লালের অপছন্দের তালিকায় । তাঁর মতে এই পর্যায়ে পিছনে তাকানোর সুযোগ বা পরিস্থিতি নেই । খেলা হবে মাঠে । সেখানেই কোন দল এগিয়ে বা শক্তিশালী তার বিচার হবে । ইডেনের উইকেট ঘাসে মোড়া । বাংলার কোচ বলছেন ভালো পিচ । যারা খেলার পাঁচদিনই পারফরমেন্স করবে তারাই হাসিমুখে মাঠ ছাড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.