চেন্নাই, 7 অক্টোবর: রঙ এবং চরিত্রে চিপকের পিচ দাক্ষিণাত্যের বৈশিষ্ট্য বজায় রেখেছে ৷ লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি এই পিচে আগামিকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ হতে চলেছে ৷ তবে, আইসিসি’র নিয়ম অনুযায়ী, ম্যাচের দু’দিন আগে থেকে পিচ ঢেকে রেখেছেন কিউরেটর ৷ তবে, এর আরও একটি কারণ রয়েছে ৷ যদিও গ্রাউন্ড স্টাফদের দাবি, চেন্নাইয়ের গরমে পিচে যাতে ফাটল না-ধরে সেই কারণে বাইশ গজ ঢেকে রাখা হয়েছে ৷
চিপকের কিউরেটরের আশংকা 29-30 ডিগ্রি তাপমাত্রায় 22 গজে ফাটল দেখা দিতে পারে ৷ যা ম্যাচের আগে বিপর্যয় ডেকে আনতে পারে ৷ তাই আপাতত হালকা রোলার দেওয়া হয়েছে চিপকের বাইশ গজে ৷ শুক্রবার সন্ধ্যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং হেডকোচ রাহুল দ্রাবিড়ের জন্য কভার তুলেছিলেন পিচ-কিউরেটর ৷ সাধারণত, এম এ চিদম্বরম স্টেডিয়ামের কিউরেটর পিচ খোলা রাখতে এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে তা তৈরি করতে বিশ্বাসী ৷ কিন্তু, বিশ্বকাপের পিচ সেই পদ্ধতিতে করা হয়নি ৷
পিচের উপর থেকে ঘাস ছেঁটে ফেলা হয়েছে ৷ আশা করা হচ্ছে, ম্যাচের শুরুতে রান থাকবে পিচে ৷ শক্ত লাল ও কালো মাটি দিয়ে তৈরি পিচে প্রথমে ব্যাট করলে রান আসবে বলে জানা যাচ্ছে ৷ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স যেমন বলেছেন, ‘‘এই পিচের সন্ধের পর টার্ন পাওয়া যাবে ৷’’ সুতরাং, এখানে 270-280 স্কোর প্রতিযোগিতামূলক হবে বলেই ধরা হচ্ছে ৷ অবশ্যই, এটি ভারতীয় স্পিনারদের জন্য সুখবর ৷ ইতিহাস ঘাটলে দেখা যাবে, অনিল কুম্বলে চিপকের পিচে 48 উইকেট নিয়ে সবচেয়ে সফল স্পিনার ৷ আর তারপরেই রয়েছেন হরভজন সিং 42 উইকেট ৷
2023 বিশ্বকাপে প্রথম গ্যালারি ভরতি দর্শক
2023 বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও মাঠেই দর্শক পরিপূর্ণ দেখা যায়নি ৷ আর সেটাই স্বাভাবিক ৷ ভারতের ম্যাচ ছাড়া ভারতীয় দর্শকদের অন্য দলের ম্যাচে খুব একটা দেখা যাবে না ৷ কিন্তু, তা সত্ত্বেও 2023 ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 47 হাজার দর্শক মাঠে ছিলেন ৷ যা বিশ্বের যে কোনও স্টেডিয়ামে ভরতি দর্শক হিসেবে মানা হয় ৷ কিন্তু, আমেদাবাদের স্টেডিয়ামে 1 লক্ষ 30 হাজারের উপর দর্শকাসন ৷ সেখানে 47 হাজার দর্শক হলেও, স্টেডিয়াম ফাঁকাই দেখাবে ৷
কিন্তু, রবিবার চেন্নাইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ প্রায় 50 হাজার দর্শকে ভরা চিপকে আগামিকাল বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামবে অস্ট্রেলিয়া ৷ যেখানে রবিচন্দ্রন অশ্বিনকে ফের একবার বিশ্বকাপের মঞ্চে দেখার জন্য অধীর আগ্রহ বসে রয়েছেন চেন্নাইয়ের ক্রিকেট সমর্থকরা ৷