কলকাতা, 7 নভেম্বর: গত শনিবার ফুটবল সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পরে সটান চলে গিয়েছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার কার্যালয়ে। সেখানে সে সময় উপস্থিত ছিলেন সিএবি'র বর্তমান এবং প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে দেখাও করেছিলেন। এরপর মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টের ফাইনাল কিছুক্ষণ দেখেছিলেন কিংবদন্তি কাফু'র (Cafu)। বিশ্বজয়ী ফুটবল দলের অধিনায়ক হলেও ক্রিকেট খেলার সঙ্গে অপরিচিত নন তিনি । তবে রাজ্য ক্রিকেট সংস্থার অফিসে সেদিন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে তাঁর দেখা করার ইচ্ছে অপূর্ণই রয়ে গিয়েছিল।
অবশেষে দুই কিংবদন্তি অধিনায়ক এক ফ্রেমে। সোমবার দুপুরে সিএবি'তে দেখা হল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কাফুর (Cafu Meets Sourav Ganguly at CAB today)। ব্যক্তিগতভাবে মারাদোনার ফুটবল শৈলীর পছন্দ হলেও দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের ব্রাজিল-প্রীতি অজানা নয়। বিশ্বকাপে 'সেলেকাও'দের জন্য গলা ফাটাতে এক পায়ে রাজি তিনি। কাতারে আসন্ন ফুটবল বিশ্বকাপেও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সৌরভ। এই প্রেক্ষাপটে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আপ্লুত মহারাজ স্বয়ং।
আরও পড়ুন: পুলিশ কাপে মাঠ মাতিয়ে সিএবিতে কাফু, ক্রিকেট দফতর ঘুরে দেখলেন কিংবদন্তি ফুটবলার
সিএবি'তে ঘরে বসিয়ে ভাষার প্রতিবন্ধকতা সরিয়ে ফুটবলের আলোচনায় মাতলেন দুই কিংবদন্তি। কাফুর অটোগ্রাফ সংগ্রহ করলেন সৌরভ। আর কাফু 'প্রিন্স অফ ক্যালকাটা'-র থেকে আরেকটু বিশদে বুঝে নিলেন ক্রিকেট খেলাটি। একইসঙ্গে ব্রাজিলের ফুটবল শৈলীর প্রতি তিলোত্তমার দুর্বলতার কথা কাফুকে শোনালেন সৌরভ। এককথায় সোমের দুপুরের সিএবি হয়ে উঠল দুই চ্যাম্পিয়ন অধিনায়কের মিলনমেলা।