ETV Bharat / sports

Anshuman Gaekwad's Pace Choice: বিশ্বকাপে বুমরা-শামি-সিরাজ পেস ব্যাটারিতে আস্থা গায়কোয়াড়ের - Ravichandran Ashwin

Anshuman Gaekwad Chooses Best Three Pacers for ICC WC: শার্দূলকে প্রথম একাদশে খেলানোর পক্ষে নন অংশুমান গায়কোয়াড় ৷ বরং, সেরা বোলিং লাইন-আপ নিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করার পক্ষপাতি তিনি ৷ এ নিয়েই ইটিভি ভারতের সঞ্জীব গুহকে একান্ত সাক্ষাৎকার দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 7:45 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: ভারত আগে কখনও এমন সমস্যার সম্মুখীন হয়নি ৷ যে দলে সেরা চার পেস বোলার রয়েছেন বিশ্বকাপের পনেরোয় ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং হার্দিক পান্ডিয়া ৷ যেখানে প্রথম তিনজন পেসারকে বাদ দিলে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে একাধিক সমস্যা রয়েছে ৷ আর অলরাউন্ডার তথা সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া চতুর্থ পেসার হিসেবে অটমেটিক চয়েস প্রথম এগারোয় ৷

কিন্তু, এখানেও একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ টিম ম্যানেজমেন্ট লম্বা টেল-এন্ডারের চাপ কমাতে এবং ব্যাটিংয়ে শক্তি বাড়াতে শার্দূল ঠাকুরকে বোলিং-অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছে ৷ বদলে বাদ দেওয়া হচ্ছে মহম্মদ শামিকে ৷ অন্তত এশিয়া কাপে ভারতীয় দলের প্রথম একাদশ বাছাই থেকে সেটাই স্পষ্ট ৷ কিন্তু, সম্প্রতি শামিও দূরন্ত পারফর্ম করেছেন ৷ আর তার পরেই বিশ্বকাপে অটমেটিক প্রথম একাদশ বাছাতে গিয়ে সমস্যায় রোহিত শর্মা-রাহুল দ্রাবিড় ৷

কিন্তু, ভারতের দু’বারের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় পেস বোলিং লাইন-আপ বাছতে গিয়ে দু’বার চিন্তা করেননি ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, চতুর্থ পেসার হার্দিক পান্ডিয়াকে বাদ দিলে ভারতের প্রথম তিন পেস বোলিং-লাইন হবেন, শামি-বুমরা-সিরাজ ৷ তিনি বলেন, ‘‘আমার কোনও সংশয় নেই, বুমরা, শামি এবং সিরাজকে প্রথম একাদশে রাখতে এবং খেলাতে হবে ৷ এর পর যেই আসুক ৷’’

কিন্তু, এর ফলে বিশ্বকাপে ভারতের একাদশে লম্বা টেল-এন্ডার সমস্যা দেখা যাচ্ছে ৷ এর জবাবও দিলেন অংশুমান গায়কোয়াড় ৷ তাঁর স্পষ্ট যুক্তি, ‘‘শার্দূলকে খেলানোর অর্থ কী ? যদি, দলের প্রথম 6 জন ব্যাটার ভালো পারফর্ম না-করতে পারেন, তাহলে সাত নম্বরও পারবে না ৷’’

আরও পড়ুন: ইন্দোরে সেঞ্চুরি হাঁকিয়ে সচিন-বিরাট-সৌরভদের এলিট ক্লাবে শুভমন

অন্যদিকে, ভারতের বিশ্বকাপ দলে যদি রবিচন্দ্রন অশ্বিনকে সামিল করানো হয় ৷ তাহলে, মূল প্রতিযোগিতায় কাকে খেলানো হবে ? অশ্বিন না কুলদীপ ? প্রাক্তন ভারতীয় কোচ মনে করছেন, ‘‘কেউ আগে থেকে বলতে পারবে না, কাকে খেলানো উচিত ৷ এখানে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ৷ একনম্বর, প্রতিপক্ষ দলে কতজন বাঁ-হাতি ব্যাটার রয়েছে ? পিচ কেমন ? এই সবগুলি গুরুত্ব পাবে ৷ আর সেখানেই টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে, কাকে খেলানো হবে ৷’’

ভারতীয় দলের সাম্প্রতিক ফর্ম অনুযায়ী, প্রথম একাদশে খেলার দাবিদার অনেক ৷ বিশেষত, মিডল-অর্ডারে 4 ও 5 এবং বোলিংয়ে ৷ একজন প্রাক্তন কোচ হিসেবে অংশুমান গায়কোয়াড়ের মত, ‘‘একজন কোচ হিসেবে, আমি এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করব ৷ কোচ হিসেবে এই সমস্যা আমাকে খুশি করবে ৷’’ বিশ্বকাপের সেরা চার দল হিসেবে ভারতকে রাখছেন প্রাক্তন ওপেনার ৷ অংশুমান গায়কোয়াড়ের বাকি তিনদল নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: ভারত আগে কখনও এমন সমস্যার সম্মুখীন হয়নি ৷ যে দলে সেরা চার পেস বোলার রয়েছেন বিশ্বকাপের পনেরোয় ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং হার্দিক পান্ডিয়া ৷ যেখানে প্রথম তিনজন পেসারকে বাদ দিলে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে একাধিক সমস্যা রয়েছে ৷ আর অলরাউন্ডার তথা সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া চতুর্থ পেসার হিসেবে অটমেটিক চয়েস প্রথম এগারোয় ৷

কিন্তু, এখানেও একটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ টিম ম্যানেজমেন্ট লম্বা টেল-এন্ডারের চাপ কমাতে এবং ব্যাটিংয়ে শক্তি বাড়াতে শার্দূল ঠাকুরকে বোলিং-অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছে ৷ বদলে বাদ দেওয়া হচ্ছে মহম্মদ শামিকে ৷ অন্তত এশিয়া কাপে ভারতীয় দলের প্রথম একাদশ বাছাই থেকে সেটাই স্পষ্ট ৷ কিন্তু, সম্প্রতি শামিও দূরন্ত পারফর্ম করেছেন ৷ আর তার পরেই বিশ্বকাপে অটমেটিক প্রথম একাদশ বাছাতে গিয়ে সমস্যায় রোহিত শর্মা-রাহুল দ্রাবিড় ৷

কিন্তু, ভারতের দু’বারের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় পেস বোলিং লাইন-আপ বাছতে গিয়ে দু’বার চিন্তা করেননি ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, চতুর্থ পেসার হার্দিক পান্ডিয়াকে বাদ দিলে ভারতের প্রথম তিন পেস বোলিং-লাইন হবেন, শামি-বুমরা-সিরাজ ৷ তিনি বলেন, ‘‘আমার কোনও সংশয় নেই, বুমরা, শামি এবং সিরাজকে প্রথম একাদশে রাখতে এবং খেলাতে হবে ৷ এর পর যেই আসুক ৷’’

কিন্তু, এর ফলে বিশ্বকাপে ভারতের একাদশে লম্বা টেল-এন্ডার সমস্যা দেখা যাচ্ছে ৷ এর জবাবও দিলেন অংশুমান গায়কোয়াড় ৷ তাঁর স্পষ্ট যুক্তি, ‘‘শার্দূলকে খেলানোর অর্থ কী ? যদি, দলের প্রথম 6 জন ব্যাটার ভালো পারফর্ম না-করতে পারেন, তাহলে সাত নম্বরও পারবে না ৷’’

আরও পড়ুন: ইন্দোরে সেঞ্চুরি হাঁকিয়ে সচিন-বিরাট-সৌরভদের এলিট ক্লাবে শুভমন

অন্যদিকে, ভারতের বিশ্বকাপ দলে যদি রবিচন্দ্রন অশ্বিনকে সামিল করানো হয় ৷ তাহলে, মূল প্রতিযোগিতায় কাকে খেলানো হবে ? অশ্বিন না কুলদীপ ? প্রাক্তন ভারতীয় কোচ মনে করছেন, ‘‘কেউ আগে থেকে বলতে পারবে না, কাকে খেলানো উচিত ৷ এখানে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ৷ একনম্বর, প্রতিপক্ষ দলে কতজন বাঁ-হাতি ব্যাটার রয়েছে ? পিচ কেমন ? এই সবগুলি গুরুত্ব পাবে ৷ আর সেখানেই টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে, কাকে খেলানো হবে ৷’’

ভারতীয় দলের সাম্প্রতিক ফর্ম অনুযায়ী, প্রথম একাদশে খেলার দাবিদার অনেক ৷ বিশেষত, মিডল-অর্ডারে 4 ও 5 এবং বোলিংয়ে ৷ একজন প্রাক্তন কোচ হিসেবে অংশুমান গায়কোয়াড়ের মত, ‘‘একজন কোচ হিসেবে, আমি এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করব ৷ কোচ হিসেবে এই সমস্যা আমাকে খুশি করবে ৷’’ বিশ্বকাপের সেরা চার দল হিসেবে ভারতকে রাখছেন প্রাক্তন ওপেনার ৷ অংশুমান গায়কোয়াড়ের বাকি তিনদল নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.