ETV Bharat / sports

Sourav on Tripura Ambassador: 'বাংলায় প্রচুর পেয়েছি', ত্রিপুরার অ্যাম্বাসাডর প্রসঙ্গে স্টেপ-আউট সৌরভের

author img

By

Published : May 24, 2023, 9:29 PM IST

সদ্য ত্রিপুরার পর্যটনের মুখ হয়েছেন তিনি । ফলে ফের হিন্দোল উঠেছে রাজ্য-রাজনীতিতে । যদিও সে সবকে ধর্তব্যের মধ্যেই আনছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় । বিতর্ক নয়, প্রাক্তন ভারত অধিনায়কের মাথায় রয়েছে আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ।

Etv Bharat
Etv Bharat
ত্রিপুরার অ্যাম্বাসাডর প্রসঙ্গে স্টেপ আউট সৌরভের

কলকাতা, 24 মে: “বাংলা থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি । এখানে যা পাই তা বিশ্বের কোনও জায়গায় পাই না।” ত্রিপুরার পর্যটনের বাণিজ্যিক দূত হওয়া প্রসঙ্গে এভাবেই সমালোচকদের 'বাপি বাড়ি যা' করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের পরামর্শদাতার ভূমিকা পালন করে শহরে ফিরেছেন সোমের সকালে ।

মঙ্গলবার বিকেলেই ত্রিপুরা সরকারের প্রতিনিধিরা সৌরভের বাড়িতে গিয়ে পর্যটনের বাণিজ্যিক দূত হওয়ার প্রস্তাব দেন । বিজেপি-শাসিত রাজ্যের পর্যটন দূত হওয়ার সেই প্রস্তাবে সম্মতি জানান সৌরভ । তারপর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বঙ্গজুড়ে । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, "বাংলার সরকার সৌরভকে সম্মান জানাতে পারেনি । ত্রিপুরাতে বাঙালিরা রয়েছেন । সেখানকার শাসনভার এখন বিজেপি'র হাতে । তারা সৌরভকে পর্যটনের বাণিজ্যিক দূত করে সম্মান দিয়েছে ।" তাঁর এই বক্তব্যের পালটা দিয়েছে তৃণমূল ।

সৌরভ নিজে যদিও এই রাজনৈতিক তরজায় বিরক্ত, হতাশ । প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “একটা সাধারণ বিষয়কে কেন জটিল করা হচ্ছে তা বুঝতে পারছি না । বিষয়টি দেখে হতাশ লাগছে । বলবেন অযথা জটিলতা সৃষ্টি না-করতে । পুরো বিষয়টি বাণিজ্যিক বিষয় । রাজনৈতিক নয় । শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এমএস ধোনিরা একই ভূমিকায় থাকলে বিতর্ক হয় না । আমি কার সঙ্গে দেখা করলাম, কে আমার বাড়িতে এল তা নিয়ে একটা জল্পনা চলতে থাকে । বলবেন অযথা জটিলতা না-করতে । এটা সম্পূর্ণ সহজ সরল বিষয় ।”

এই জল্পনার মাঝেই চলছে আইপিএল খেতাবের নির্ণায়ক পর্ব । নিজের দল হতশ্রী পারফরম্যান্সে ছিটকে গেলেও ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে তীক্ষ্ণ নজর রয়েছে প্রাক্তন বিসিসিআই বস-এর । চলতি আইপিএলে এখনও মহেন্দ্র সিং ধোনি ম্যাজিক চলছে । ব্যাটিং, উইকেটরক্ষার পরেও নেতৃত্বগুণ এবং চোট উপেক্ষা করে লড়াকু যে ছবি মেলে ধরেছেন, তা দেখে সৌরভ স্বয়ং বিস্মিত । মাহিকে ভারতীয় ক্রিকেটের কক্ষপথে আনার অন্যতম কাণ্ডারি জানালেন, ধোনি অসাধারণ । বড় ম্যাচে ওর নেতৃত্বদান রিমার্কেবল । অসাধারণ ভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে ।

আরও পড়ুন: উনি ভালো অলরাউন্ডার, কুণালের খোঁচা কি সৌরভের দিকে!

একই সঙ্গে চলতি আইপিএলে একাধিক অখ্যাত ক্রিকেটার পাদপ্রদীপে এসেছেন । তাদের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং অন্যতম । দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরামর্শদাতা হিসেবে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন ক্রিকেটার নজরে পড়েছে সৌরভের । রিঙ্কু সিং ছাড়াও ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, জিতেশ শর্মারা, সূর্যকুমার যাদব, তিলক বর্মারা নজর টেনেছেন । আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর । ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বৈরথ নিয়ে পারদ চড়ছে । সৌরভ নিজেও ওভালে যাচ্ছেন । তার আগে জানিয়ে গেলেন, হৃদয় চাইছে ভারত জিতুক । তবে মেগা ম্যাচে দু'দলই এক জায়গায় দাঁড়িয়ে ।

ত্রিপুরার অ্যাম্বাসাডর প্রসঙ্গে স্টেপ আউট সৌরভের

কলকাতা, 24 মে: “বাংলা থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি । এখানে যা পাই তা বিশ্বের কোনও জায়গায় পাই না।” ত্রিপুরার পর্যটনের বাণিজ্যিক দূত হওয়া প্রসঙ্গে এভাবেই সমালোচকদের 'বাপি বাড়ি যা' করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের পরামর্শদাতার ভূমিকা পালন করে শহরে ফিরেছেন সোমের সকালে ।

মঙ্গলবার বিকেলেই ত্রিপুরা সরকারের প্রতিনিধিরা সৌরভের বাড়িতে গিয়ে পর্যটনের বাণিজ্যিক দূত হওয়ার প্রস্তাব দেন । বিজেপি-শাসিত রাজ্যের পর্যটন দূত হওয়ার সেই প্রস্তাবে সম্মতি জানান সৌরভ । তারপর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বঙ্গজুড়ে । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, "বাংলার সরকার সৌরভকে সম্মান জানাতে পারেনি । ত্রিপুরাতে বাঙালিরা রয়েছেন । সেখানকার শাসনভার এখন বিজেপি'র হাতে । তারা সৌরভকে পর্যটনের বাণিজ্যিক দূত করে সম্মান দিয়েছে ।" তাঁর এই বক্তব্যের পালটা দিয়েছে তৃণমূল ।

সৌরভ নিজে যদিও এই রাজনৈতিক তরজায় বিরক্ত, হতাশ । প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “একটা সাধারণ বিষয়কে কেন জটিল করা হচ্ছে তা বুঝতে পারছি না । বিষয়টি দেখে হতাশ লাগছে । বলবেন অযথা জটিলতা সৃষ্টি না-করতে । পুরো বিষয়টি বাণিজ্যিক বিষয় । রাজনৈতিক নয় । শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এমএস ধোনিরা একই ভূমিকায় থাকলে বিতর্ক হয় না । আমি কার সঙ্গে দেখা করলাম, কে আমার বাড়িতে এল তা নিয়ে একটা জল্পনা চলতে থাকে । বলবেন অযথা জটিলতা না-করতে । এটা সম্পূর্ণ সহজ সরল বিষয় ।”

এই জল্পনার মাঝেই চলছে আইপিএল খেতাবের নির্ণায়ক পর্ব । নিজের দল হতশ্রী পারফরম্যান্সে ছিটকে গেলেও ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে তীক্ষ্ণ নজর রয়েছে প্রাক্তন বিসিসিআই বস-এর । চলতি আইপিএলে এখনও মহেন্দ্র সিং ধোনি ম্যাজিক চলছে । ব্যাটিং, উইকেটরক্ষার পরেও নেতৃত্বগুণ এবং চোট উপেক্ষা করে লড়াকু যে ছবি মেলে ধরেছেন, তা দেখে সৌরভ স্বয়ং বিস্মিত । মাহিকে ভারতীয় ক্রিকেটের কক্ষপথে আনার অন্যতম কাণ্ডারি জানালেন, ধোনি অসাধারণ । বড় ম্যাচে ওর নেতৃত্বদান রিমার্কেবল । অসাধারণ ভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে ।

আরও পড়ুন: উনি ভালো অলরাউন্ডার, কুণালের খোঁচা কি সৌরভের দিকে!

একই সঙ্গে চলতি আইপিএলে একাধিক অখ্যাত ক্রিকেটার পাদপ্রদীপে এসেছেন । তাদের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং অন্যতম । দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরামর্শদাতা হিসেবে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন ক্রিকেটার নজরে পড়েছে সৌরভের । রিঙ্কু সিং ছাড়াও ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, জিতেশ শর্মারা, সূর্যকুমার যাদব, তিলক বর্মারা নজর টেনেছেন । আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর । ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বৈরথ নিয়ে পারদ চড়ছে । সৌরভ নিজেও ওভালে যাচ্ছেন । তার আগে জানিয়ে গেলেন, হৃদয় চাইছে ভারত জিতুক । তবে মেগা ম্যাচে দু'দলই এক জায়গায় দাঁড়িয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.