ETV Bharat / technology

ভারতীয় বাজারে লঞ্চ করল Kawasaki Ninja ZX4RR, দাম কত ? - KAWASAKI ZX 4RR

জাপানি বাইক নির্মাতা সংস্থা Kawasaki ভারতে 2025 Kawasaki Ninja ZX 4RR লঞ্চ করেছে। এক্স-শোরুম মূল্য 9.42 লক্ষ টাকা থেকে শুরু ৷

Kawasaki Ninja ZX-4RR
কাওয়াসাকি নিনজা ZX4RR (ছবি কাওয়াসাকি)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 16, 2024, 9:02 AM IST

হায়দরাবাদ: জাপানি বাইক নির্মাতা সংস্থা Kawasaki ভারতীয় বাজারে লঞ্চ করল awasaki Ninja ZX 4RR আপডেটেড মডেল ৷ চলতি মাসেই জাপানি সংস্থাটি ভারতীয় বাজারে 2025 Kawasaki Ninja ZX4RR বাইক লঞ্চ করেছে । আপডেট মডেলে যোগ হয়েছে বেশ কিছু অতিরিক্ত ফিচার ৷

এই স্কুটারে 100 কিলোমিটার যেতে খরচ মাত্র সাড়ে 7 টাকা!

2025 Kawasaki Ninja ZX 4RR ইঞ্জিন: নতুন Kawasaki Ninja ZX4RR-এ 399 cc লিকুইড-কুলড ইনলাইন-ফোর পেট্রল ইঞ্জিন রয়েছে। অত্যধুনিক এই ইঞ্জিন 77 bhp শক্তি এবং 39 Nm পিক টর্ক জেনারেট উৎপন্ন করে। বাইকের ইঞ্জিনটিতে ছ’টি গিয়ারবক্স রয়েছে ৷

2025 Kawasaki Ninja ZX-4RR বিশেষত্ব: নতুন Kawasaki Ninja ZX4RR- দেখেতে স্টাইলিস্ট ৷ এতে রয়েছে টুইন-এলইডি হেডলাইট ৷ উর্ধ্বমুখী টেল দেওয়া হয়েছে, যা এটিকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলেছে । বাইকের বডির নীচে একটি উচ্চ-টেনসিল স্টিলের ট্রেলিস ফ্রেম রয়েছে । বাইকটিতে 17-ইঞ্চি চাকা আছে ৷ ব্রেক-এর ক্ষেত্রেও বিশেষত্ব আনা হয়েছে ৷ সামনে দিকে 290 মিমি ডুয়াল ডিস্ক এবং পিছনে একটি 220 মিমি ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটি স্পোর্ট, রোড, রেইন বা কাস্টম চারটি রাইড মোডে চালানোর সুবিধা আছে । এতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল এবং ডুয়াল-চ্যানেল ABS। আপডেট মডেলে রঙিন TFT ডিসপ্লে দেওয়া হয়েছে ৷

বড়দিনের আগে বাজারে আসছে Honda Amaze-এর ফেসলিফট মডেল

নতুন Ninja ZX 4RR তিনটি রঙে পাওয়া যাচ্ছে: নতুন নিনজা জেডএক্স 4আরআর তিনটি বিকল্প রঙে পাওয়া যাচ্ছে ৷ লাইম গ্রিন, এবনি ও ব্লিজার্ড হোয়াইট । এছাড়া বাইকটিতে রঙের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি।

2025 Kawasaki Ninja ZX 4RR মূল্য: 2025 Kawasaki Ninja ZX4RR ভারতে দাম 9.42 লক্ষ টাকা (এক্স-শোরুম মূল্য) ৷ পুরানো মডেলের তুলনায় এটির দাম 32,000 টাকা বেশি। Kawasaki Ninja ZX-4RR সীমিত সংখ্যায় ভারতে আনা হয়েছে। এই বাইকের বুকিংও শুরু হয়ে গেছে। নতুন বছরের আগে এই বাইক পেতে চাইলে এখনই বুকিং করতে হবে ৷

চলতি বছরের শেষে ভারতীয় বাজারে আসছে Triumph Tiger Sport 800

হায়দরাবাদ: জাপানি বাইক নির্মাতা সংস্থা Kawasaki ভারতীয় বাজারে লঞ্চ করল awasaki Ninja ZX 4RR আপডেটেড মডেল ৷ চলতি মাসেই জাপানি সংস্থাটি ভারতীয় বাজারে 2025 Kawasaki Ninja ZX4RR বাইক লঞ্চ করেছে । আপডেট মডেলে যোগ হয়েছে বেশ কিছু অতিরিক্ত ফিচার ৷

এই স্কুটারে 100 কিলোমিটার যেতে খরচ মাত্র সাড়ে 7 টাকা!

2025 Kawasaki Ninja ZX 4RR ইঞ্জিন: নতুন Kawasaki Ninja ZX4RR-এ 399 cc লিকুইড-কুলড ইনলাইন-ফোর পেট্রল ইঞ্জিন রয়েছে। অত্যধুনিক এই ইঞ্জিন 77 bhp শক্তি এবং 39 Nm পিক টর্ক জেনারেট উৎপন্ন করে। বাইকের ইঞ্জিনটিতে ছ’টি গিয়ারবক্স রয়েছে ৷

2025 Kawasaki Ninja ZX-4RR বিশেষত্ব: নতুন Kawasaki Ninja ZX4RR- দেখেতে স্টাইলিস্ট ৷ এতে রয়েছে টুইন-এলইডি হেডলাইট ৷ উর্ধ্বমুখী টেল দেওয়া হয়েছে, যা এটিকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলেছে । বাইকের বডির নীচে একটি উচ্চ-টেনসিল স্টিলের ট্রেলিস ফ্রেম রয়েছে । বাইকটিতে 17-ইঞ্চি চাকা আছে ৷ ব্রেক-এর ক্ষেত্রেও বিশেষত্ব আনা হয়েছে ৷ সামনে দিকে 290 মিমি ডুয়াল ডিস্ক এবং পিছনে একটি 220 মিমি ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটি স্পোর্ট, রোড, রেইন বা কাস্টম চারটি রাইড মোডে চালানোর সুবিধা আছে । এতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল এবং ডুয়াল-চ্যানেল ABS। আপডেট মডেলে রঙিন TFT ডিসপ্লে দেওয়া হয়েছে ৷

বড়দিনের আগে বাজারে আসছে Honda Amaze-এর ফেসলিফট মডেল

নতুন Ninja ZX 4RR তিনটি রঙে পাওয়া যাচ্ছে: নতুন নিনজা জেডএক্স 4আরআর তিনটি বিকল্প রঙে পাওয়া যাচ্ছে ৷ লাইম গ্রিন, এবনি ও ব্লিজার্ড হোয়াইট । এছাড়া বাইকটিতে রঙের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি।

2025 Kawasaki Ninja ZX 4RR মূল্য: 2025 Kawasaki Ninja ZX4RR ভারতে দাম 9.42 লক্ষ টাকা (এক্স-শোরুম মূল্য) ৷ পুরানো মডেলের তুলনায় এটির দাম 32,000 টাকা বেশি। Kawasaki Ninja ZX-4RR সীমিত সংখ্যায় ভারতে আনা হয়েছে। এই বাইকের বুকিংও শুরু হয়ে গেছে। নতুন বছরের আগে এই বাইক পেতে চাইলে এখনই বুকিং করতে হবে ৷

চলতি বছরের শেষে ভারতীয় বাজারে আসছে Triumph Tiger Sport 800

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.