কলকাতা, 30 অক্টোবর: বিরক্ত পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ ইডেন গার্ডেন্সে অনুশীলনে করতে নেমে মেজাজ হারালেন একের পর এক হারে বিধ্বস্ত পাকিস্তান দলের অধিনায়ক ৷ তাও কি না, সামান্য মিউজিক সিস্টেমে ৷ ইডেনে তখন জোরে গান বাজছিল ৷ তা শুনেই বিরক্তি প্রকাশ করেন তিনি ৷ কর্তৃপক্ষকে গান বন্ধ করার অনুরোধ করেন তিনি ৷ পাক অধিনায়কের অনুরোধে মিউজিক সিস্টেম বন্ধ হয় ৷ কিন্তু, কিছুক্ষণ পর ফের বাজতে শুরু করে মিউজিক ৷ এবার মেজাজ হারান বাবর ৷ পাক অধিনায়কের বিরক্তির খবর পৌঁছতেই বন্ধ হয়ে যায় মিউজিক সিস্টেম ৷ এর পর আর বাজেনি ইডেনের মিউজিক সিস্টেম ৷
ইডেনে খেলতে এসে একই সঙ্গে ভালোবাসায় ভাসলেন পাকিস্তান ক্রিকেটাররা ৷ মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, ফকর জামান, মহম্মদ হারিসদের সঙ্গে অনুশীলন দেখতে আসা দর্শকরা সেলফি তুললেন ৷ সমর্থকদের সঙ্গে কথা বলতেও দেখা যায় পাক ক্রিকেটারদের ৷ অনুশীলন শেষে ইডেন ছেড়ে বেরনোর সময়ও উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাস ও ভালোবাসার ছবি ৷ অতীত বলছে, ওয়ান-ডে ম্যাচে ইডেনে পাকিস্তান প্রায় অপ্রতিরোধ্য ৷ শ্রীলঙ্কা ছাড়া পাকিস্তানকে কোনও দল হারাতে পারেনি ৷ বাংলাদেশ কি সেই রেকর্ড ভাঙতে পারবে ? উত্তর পাওয়া যাবে আগামিকাল ৷
এ দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন পাকিস্তান দলের হেড কোচ গ্রান্ট ব্রাডবার্ন ৷ তিনি বলেন, “আইসিসি-র ব়্যাংকিং অনুযায়ী, দশটি সেরা দল অংশ নিচ্ছে ৷ এই টুর্নামেন্টের আগে আমরা একনম্বরে ছিলাম ৷ সত্যি বলতে কি আমরা ততটা ভালো খেলিনি ৷ আমাদের ভালো খেলতে হবে ৷ জয় পাওয়ার জন্য মরিয়া হতে হবে ৷ যাতে দেশের মানুষ গর্বিত হতে পারে ৷ টানা চার হার আমাদের অবস্থার সঠিক ছবিটা তুলে ধরে না ৷ আমাদের এখন আগামিকালের ম্যাচের জন্য মনসংযোগ করতে হবে ৷”
আরও পড়ুন: ইডেনে রোহিতদের খেলার টিকিটের জন্য সিএবিকে চিঠি অধ্যক্ষের
পাকিস্তান পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে ৷ বাংলাদেশ দাঁড়িয়ে নয় নম্বরে ৷ পাক হেড কোচ বলছেন, “আইপিএলে খেলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে ৷ সেই নিষেধাজ্ঞা আমাদের সমস্যায় ফেলেনি ৷ তবে, আমাদের সঙ্গে ভারত খেলে না ৷ অন্যান্য অনেক দেশও খেলে না ৷ ফলে ভারতে প্রতিটি মাঠ ও পরিবেশ আমাদের কাছে নতুন ৷ যা পরীক্ষায় ফেলে দিচ্ছে ৷”
ইডেনের নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করলেন বাবর আজম ৷ পিচের চরিত্র বুঝতে অনেকক্ষণ সময় ব্যয় করলেন ৷ বাকি ম্যাচ জেতার লক্ষ্য স্থির করেছে পাকিস্তান ৷ খাতায় কলমে শেষ চারে পৌঁছনোর আশা রয়েছে ৷ তা টিকিয়ে রাখতে ইডেনে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা ৷
আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বাবরদের মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা ইনজামামের
অন্যদিকে বাংলাদেশের কাছে এখন প্রায় সব ম্যাচই নিয়মরক্ষার ৷ তবে প্রতিপক্ষের নাম যেহেতু পাকিস্তান, তাই ম্যাচটি আবেগ এবং বদলার ৷ একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার ভাবনাও রয়েছে বাংলাদেশের মাথায় ৷ অধিনায়ক শাকিব-আল হাসান সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ৷ আটচল্লিশ ঘণ্টা আগের ভেঙে পড়া ছবির বদলে, উজ্জীবিত ভঙ্গি তাঁর শরীরিভাষায় ৷ অনুশীলনে নেমে শাকিব বেশ কিছুক্ষণ ব্যাটিংও করলেন ৷ গত দু’দিন দল ব্যর্থতার কারণ খুঁজেছে ৷ কোথায় ভুল হয়েছে, তা খুঁজে পাওয়ার চেষ্টা দলের সকলে করেছে বলে জানিয়েছেন শাকিব ৷ তাঁদের সেই চেষ্টা ফলপ্রসূ হল কি না তা জানতে অপেক্ষা করতে হবে ৷