দুবাই, 14 নভেম্বর : টস জিতে লড়াইটা যেন অর্ধেক জিতেই গিয়েছিল অস্ট্রেলিয়া ৷ পরে উইলিয়ামসনের লড়াই ব্যর্থ করে ওয়ার্নার-মার্শের ব্যাটে ফের বিশ্বসেরা অস্ট্রেলিয়া ৷ 50 ওভারের ফর্ম্য়াটে পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়নরা প্রথমবারের জন্য টি-20 ক্রিকেটে বিশ্বসেরার তকমা ছিনিয়ে নিল ৷ 2015 বিশ্বকাপ ফাইনালেরই যেন পুনরাবৃত্তি হল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৷ সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে প্রথমবার সেরা হওয়ার পথে কিউয়িদের 8 উইকেটে হারাল অজিরা ৷ তাও 7 বল বাকি থাকতে ৷
টস জিতে প্রত্য়াশামতোই রান তাড়া করার পথে এদিন হাঁটেন অজি অধিনায়ক অ্য়ারন ফিঞ্চ ৷ তবে কেন উইলিয়াসনের অধিনায়কোচিত ইনিংসে অস্ট্রেলিয়াকে কঠিন লক্ষ্য়মাত্রা দেয় কিউয়িরা ৷ কেনের 48 বলে 85 রানে স্কোরবোর্ডে 172 রান তোলে নিউজিল্য়ান্ড ৷ স্টার্ক 4 ওভারে 60 রান খরচ করলেও কৃপণ ছিলেন জাম্পা-হ্য়াজেলউড ৷ 10টি চার, 3টি ছয়ে সাজানো উইলিয়াসনের অধিনায়কোচিত ইনিংসেই জয়ের স্বপ্ন দেখছিল কিউয়িরা ৷ দরকার ছিল বোলারদের যোগ্য সঙ্গত ৷
কিন্তু উইলিয়ামসনের দলের শক্তিই মেগা ম্য়াচে ডোবাল তাদের ৷ বলা ভাল রান তাড়া করতে নেমে শুরু থেকে ওয়ার্নার-মার্শদের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্য়াচ থেকে হারিয়ে যায় টেস্ট চ্য়াম্পিয়নশিপের বিজেতারা ৷ অধিনায়ক ফিঞ্চ 5 রানে ফিরলেও তার আঁচ পড়তে দেননি ওয়ার্নার-মার্শ ৷ দ্বিতীয় উইকেটে এই দুই ব্য়াটারের 92 রানের জুটিই অজিদের কাপ জয়ের মঞ্চ গড়ে দেয় ৷ 38 বলে ওয়ার্নার ঝোড়ো 53 করে ফিরলেও 77 (55) রানে অপরাজিত থেকে দলকে সেরা করেই মাঠ ছাড়েন মার্শ ৷ ওয়ার্নারের ইনিংসে ছিল 4টি চার, 3টি ছয় ৷ মার্শের 77 রানের ম্য়াচ জেতানো ইনিংস আসে 50 বলে ৷
ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন 28 রানে ৷ সবমিলিয়ে 50 ওভারে বিশ্বজয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত করে গেল অজিরা ৷ ফেভারিট হিসেবে শুরু না করেও ফের মসনদে ক্য়াঙ্গারুবাহিনী ৷