মেলবোর্ন, 26 ডিসেম্বর: প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে মাত্র 89 রানে পাকিস্তানকে অলআউট করে 360 রানে জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া ৷ মঙ্গলবার মেলবোর্নে শুরু হল সির্জের দ্বিতীয় তথা বক্সিং-ডে টেস্ট ৷ এমসিজি-তে এমনিতেই ব্যাটিং রেকর্ড বেশ ভালো অস্ট্রেলিয়ার ৷ মঙ্গলবারও দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক প্যাট কামিন্স ৷ তিন উইকেট হারিয়ে ক্যাঙারুবাহিনী বৃষ্টিবিঘ্নিত প্রথমদিন শেষ করল 187 রানে ৷
দিনের শুরুটা ভালোই করেন দুই বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার-উসমান খোয়াজা ৷ দু'জনে মিলে করেন 90 রানের পার্টনারশিপ ৷ আগা সলমনের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে প্রথম মাঠ ছাড়েন ওয়ার্নার ৷ তাঁর সংগ্রহে 38 রান ৷ অর্ধশতরানের কাছে এসেও তা হাতছাড়া হয় খোয়াজার ৷ 42 রানের মাথায় হাসান আলির পাতা ফাঁদে পা দিয়ে সলমনের হাতে বন্দি হন তিনি ৷
খোয়াজার উইকেট হারানোর পর চাপ বাড়ে অজি শিবিরে ৷ তার উপর স্বল্প রানে দিনের তৃতীয় শিকার হন স্টিভেন স্মিথ ৷ আমির জামালের বলে খোঁচা দিতে গিয়ে তিনিও মহম্মদ রিজওয়ানের গ্লাভসে বন্দি হন ৷ তবে দিনে শেষে মাঠে অপরাজিত অজি ব্যাটিংয়ের নয়া ভরসা মার্নাস লাবুশান ৷ মিডল-অর্ডারের এই স্তম্ভকে উপড়ে ফেলতে না-পারলে আগামীতে বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতেই পারেন তিনি ৷ ইতিমধ্যেই তাঁর ব্যাট থেকে এসেছে 46 রান ৷ 5টি চার দিয়ে সাজানো তাঁর এই ইনিংস ৷
পাশাপাশি ক্রিজে রয়েছেন ট্রাভিস হেড ৷ বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন হেড ৷ ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে জয়ের নায়ক হয়ে উঠেছেন তিনি ৷ এবার অস্ট্রেলিয়াকে তিনি বড় রানে পৌঁছে দিতে পারেন কি না, সেটাই দেখার ৷ পাক বোলিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য় ভূমিকা পালন করেন হাসান আলি, আগা সলমন এবং আমির জামাল ৷ যদিও মোটামুটি কৃপণ বোলিং করলেও শাহিন আফ্রিদি এখনও উইকেটের খাতা খুলতে পারেননি ৷
আরও পড়ুন: