ETV Bharat / sports

ইতিহাস গড়ে বিশ্বজয় সিন্ধুর - badminton

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নজ়োমি অকুহারাকে স্ট্রেট সেটে হারিয়ে নজির গড়লেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু ।

ইতিহাস গড়ে বিশ্ব জয় সিন্ধুর
author img

By

Published : Aug 25, 2019, 6:18 PM IST

Updated : Aug 25, 2019, 6:29 PM IST

বাসেল, 25 অগাস্ট : বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নজ়োমি অকুহারাকে স্ট্রেট সেটে হারিয়ে নজির গড়লেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু । সিন্ধুর পক্ষে ম্যাচের স্কোর 21-7, 21-7 । এর আগের দু'বার রুপো জিতলেও তৃতীয় প্রয়াসে এই প্রথম সোনা জয় করলেন সিন্ধু । প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন তিনি ৷

ফাইনালের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন সিন্ধু ৷ ম্যাচ যত এগোতে থাকে তত জাঁকিয়ে বসতে থাকেন ভারতের ব্যাডমিন্টন কুইন ৷ প্রথম গেমের মাঝপথে 11-2 ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু ৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ 21-7 ব্যবধানে প্রথম গেম জেতেন সিন্ধু ৷

দ্বিতীয় গেমেও ওকুহারাকে দাঁড়ানোর সুযোগ দেননি সিন্ধু । দ্বিতীয় গেমের মাঝপথে 11-4 ব্যবধানে এগিয়ে থেকে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের দোরগোরায় পৌঁছে যান ।

সিন্ধুর পক্ষ্যে ম্যাচের স্কোর 21-7, 21-7
সিন্ধুর পক্ষে ম্যাচের স্কোর 21-7, 21-7

এর আগে প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা তাই জু ইয়ংকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছান পি ভি সিন্ধু । সেমিফাইনালে চতুর্থ বাছাই চেন ইউকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পৌঁছানোর হ্যাটট্রিক গড়েছিলেন ৷ আর তার পর আজ বিশ্বজয় ৷

বাসেল, 25 অগাস্ট : বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নজ়োমি অকুহারাকে স্ট্রেট সেটে হারিয়ে নজির গড়লেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু । সিন্ধুর পক্ষে ম্যাচের স্কোর 21-7, 21-7 । এর আগের দু'বার রুপো জিতলেও তৃতীয় প্রয়াসে এই প্রথম সোনা জয় করলেন সিন্ধু । প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন তিনি ৷

ফাইনালের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন সিন্ধু ৷ ম্যাচ যত এগোতে থাকে তত জাঁকিয়ে বসতে থাকেন ভারতের ব্যাডমিন্টন কুইন ৷ প্রথম গেমের মাঝপথে 11-2 ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু ৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ 21-7 ব্যবধানে প্রথম গেম জেতেন সিন্ধু ৷

দ্বিতীয় গেমেও ওকুহারাকে দাঁড়ানোর সুযোগ দেননি সিন্ধু । দ্বিতীয় গেমের মাঝপথে 11-4 ব্যবধানে এগিয়ে থেকে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের দোরগোরায় পৌঁছে যান ।

সিন্ধুর পক্ষ্যে ম্যাচের স্কোর 21-7, 21-7
সিন্ধুর পক্ষে ম্যাচের স্কোর 21-7, 21-7

এর আগে প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা তাই জু ইয়ংকে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছান পি ভি সিন্ধু । সেমিফাইনালে চতুর্থ বাছাই চেন ইউকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পৌঁছানোর হ্যাটট্রিক গড়েছিলেন ৷ আর তার পর আজ বিশ্বজয় ৷

New Delhi, Aug 25 (ANI): Mortal remains of former finance minister Arun Jaitley were taken for cremation. He was cremated at Nigambodh Ghat. Senior politicians were present to pay their last respects. BJP stalwart died at the age of 66 at New Delhi's AIIMS on August 24.
Last Updated : Aug 25, 2019, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.