ETV Bharat / sports

BWF World Championships : কিদাম্বি শ্রীকান্তকে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর - PM Narendra Modi Congratulate Kidambi Srikanth

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে প্রথম রুপো জয়ের জন্য কিদাম্বি শ্রীকান্তকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Congratulate Kidambi Srikanth) ৷ তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও উৎসাহীত করবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী (Madine Silver Medal for India at Mens BWF World Championships) ৷

BWF World Championships
BWF World Championships
author img

By

Published : Dec 20, 2021, 4:11 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : কিদাম্বি শ্রীকান্তের হাত ধরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships) পুরুষদের বিভাগে প্রথমবার রুপো জিতেছে ভারত ৷ তাঁর এই সাফল্যের জন্য শ্রীকান্তকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Congratulate Kidambi Srikanth) ৷ গতকাল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিঙ্গাপুরের লোহ কিয়েন ইউয়ের কাছে স্ট্রেট সেটে হারেন শ্রীকান্ত ৷ ফলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে ৷

এদিন প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘ঐতিহাসিক রুপোর পদক জয়ের জন্য কিদাম্বি শ্রীকান্তকে অনেক শুভেচ্ছা ৷ এই জয় আরও অনেক খেলোয়াড়কে উৎসাহীত করবে এবং ব্যাডমিন্টনের প্রতি আরও উৎসাহ বাড়াবে ৷’’ প্রসঙ্গত, এর আগে 1983 সালে প্রকাশ পাড়ুকোন ব্রোঞ্জ পদক জিতেছিলেন (Madine Silver Medal for India at Mens BWF World Championships) ৷

আরও পড়ুন : BWF World Championships : সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা হাতছাড়া শ্রীকান্তের

2019 সালে বি সাই প্রণীত এবং এ বারে লক্ষ্য সেন ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ লক্ষ্য সেনকে সেমিফাইনালে হারিয়ে কিদাম্বি শ্রীকান্ত ফাইনালে উঠেছিলেন ৷ এর আগে মহিলাদের বিভাগে প্রথমে সাইনা নেহওয়াল এবং পরবর্তী সময়ে পি ভি সিন্ধু রুপোর পদক জিতেছিলেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ৷

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : কিদাম্বি শ্রীকান্তের হাত ধরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships) পুরুষদের বিভাগে প্রথমবার রুপো জিতেছে ভারত ৷ তাঁর এই সাফল্যের জন্য শ্রীকান্তকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Congratulate Kidambi Srikanth) ৷ গতকাল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিঙ্গাপুরের লোহ কিয়েন ইউয়ের কাছে স্ট্রেট সেটে হারেন শ্রীকান্ত ৷ ফলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে ৷

এদিন প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘ঐতিহাসিক রুপোর পদক জয়ের জন্য কিদাম্বি শ্রীকান্তকে অনেক শুভেচ্ছা ৷ এই জয় আরও অনেক খেলোয়াড়কে উৎসাহীত করবে এবং ব্যাডমিন্টনের প্রতি আরও উৎসাহ বাড়াবে ৷’’ প্রসঙ্গত, এর আগে 1983 সালে প্রকাশ পাড়ুকোন ব্রোঞ্জ পদক জিতেছিলেন (Madine Silver Medal for India at Mens BWF World Championships) ৷

আরও পড়ুন : BWF World Championships : সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা হাতছাড়া শ্রীকান্তের

2019 সালে বি সাই প্রণীত এবং এ বারে লক্ষ্য সেন ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ লক্ষ্য সেনকে সেমিফাইনালে হারিয়ে কিদাম্বি শ্রীকান্ত ফাইনালে উঠেছিলেন ৷ এর আগে মহিলাদের বিভাগে প্রথমে সাইনা নেহওয়াল এবং পরবর্তী সময়ে পি ভি সিন্ধু রুপোর পদক জিতেছিলেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.