ETV Bharat / sitara

'স্বীকৃতি দিবস' পালন করছে বলার্ক, ব্যাপারটা কী ?

author img

By

Published : Sep 21, 2020, 7:04 AM IST

এতদিন এই দেশে প্রসেনিয়াম কেন্দ্রিক নাটককেই স্বীকৃতি দিয়েছিল সরকার । মঞ্চে উপস্থাপিত, অর্থাৎ এই প্রসেনিয়াম নাটকের বাইরে যে নন-প্রসেনিয়াম নাটকগুলো হত, তাতে কোনও সরকারি স্বীকৃতি মিলত না । এবার সেই স্বীকৃতি পেল নন-প্রসেনিয়াম নাটক ।

Bolarko theatre group event
Bolarko theatre group event

কলকাতা : 'নিউ নরমাল' ভারত সরকারের কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে আজ অর্থাৎ, ২১ সেপ্টেম্বর ২০২০ থেকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে 'ওপেন এয়ার থিয়েটার করা যেতে পারে । সরকারের এই নির্দেশ সেইসব নাট্যশিল্পীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাঁরা পথেঘাটে-স্কুল বাড়ির ভিতরে-খোলা মাঠে নাটক পরিবেশন করেন । এতদিন এই নন-প্রসেনিয়াম নাটকে কোনও সরকারি স্বীকৃতি মিলত না । তবে এবার সেই স্বীকৃতি পাওয়া গেল ।

সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত বেলঘরিয়ার বলার্ক থিয়েটার গ্রুপের সদস্যরা । তাঁরা আজকের দিনটিকে 'স্বীকৃতি দিবস' হিসেবে পালন করল ।


'বলার্ক' দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নাটক উপস্থাপনা করে চলেছে প্রসেনিয়াম এবং নন প্রসেনিয়াম পদ্ধতিতে । ২১ সেপ্টেম্বর সন্ধ্যে 7টা থেকে বেলঘড়িয়ার উদয়পুরের একটি বিশাল ছাদে তাঁরা আয়োজন করছেন নাচ, গান, নাটক, আবৃত্তি, মূকাভিনয় ।

Bolarko theatre group event
.
এদিন 'বলার্ক'-র আমন্ত্রণে লকডাউনের পর 'চরৈবেতি' সাংস্কৃতিক চক্র আনতে চলেছে তাদের প্রথম প্রযোজনা 'দিলদরিয়া' । শুধু তাই নয়, 'মাস্টার অফ মাইম' বিদ্যুৎ দত্তর নেতৃত্বে মূকাভিনয়ের মাধ্যমে কোরোনা সচেতনতার একটি উপস্থাপনা হতে চলেছে । থাকছে ক্লাসিকাল ডান্স, আবৃত্তি এবং 'বলার্ক' নির্দেশক পূজা কুন্ডুর শ্রুতি নাটক ।
প্রতি বছরই ২১ সেপ্টেম্বর এই 'স্বীকৃতি দিবস' পালন করবে 'বলার্ক' এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের নাটক উপস্থাপনার সুযোগ করে দেবে উৎসবে । তাঁদের আশা, কেন্দ্রীয় সরকার এবার হয়তো প্রসেনিয়ামের পাশাপাশি নন প্রসেনিয়াম নাট্যচর্চার প্রতিও তাদের আগ্রহ প্রকাশ করবে । নন প্রসেনিয়াম নাট্যচর্চা আরও প্রসিদ্ধ হবে বলে তাঁদের বিশ্বাস ।

কলকাতা : 'নিউ নরমাল' ভারত সরকারের কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে আজ অর্থাৎ, ২১ সেপ্টেম্বর ২০২০ থেকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে 'ওপেন এয়ার থিয়েটার করা যেতে পারে । সরকারের এই নির্দেশ সেইসব নাট্যশিল্পীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাঁরা পথেঘাটে-স্কুল বাড়ির ভিতরে-খোলা মাঠে নাটক পরিবেশন করেন । এতদিন এই নন-প্রসেনিয়াম নাটকে কোনও সরকারি স্বীকৃতি মিলত না । তবে এবার সেই স্বীকৃতি পাওয়া গেল ।

সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত বেলঘরিয়ার বলার্ক থিয়েটার গ্রুপের সদস্যরা । তাঁরা আজকের দিনটিকে 'স্বীকৃতি দিবস' হিসেবে পালন করল ।


'বলার্ক' দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নাটক উপস্থাপনা করে চলেছে প্রসেনিয়াম এবং নন প্রসেনিয়াম পদ্ধতিতে । ২১ সেপ্টেম্বর সন্ধ্যে 7টা থেকে বেলঘড়িয়ার উদয়পুরের একটি বিশাল ছাদে তাঁরা আয়োজন করছেন নাচ, গান, নাটক, আবৃত্তি, মূকাভিনয় ।

Bolarko theatre group event
.
এদিন 'বলার্ক'-র আমন্ত্রণে লকডাউনের পর 'চরৈবেতি' সাংস্কৃতিক চক্র আনতে চলেছে তাদের প্রথম প্রযোজনা 'দিলদরিয়া' । শুধু তাই নয়, 'মাস্টার অফ মাইম' বিদ্যুৎ দত্তর নেতৃত্বে মূকাভিনয়ের মাধ্যমে কোরোনা সচেতনতার একটি উপস্থাপনা হতে চলেছে । থাকছে ক্লাসিকাল ডান্স, আবৃত্তি এবং 'বলার্ক' নির্দেশক পূজা কুন্ডুর শ্রুতি নাটক ।
প্রতি বছরই ২১ সেপ্টেম্বর এই 'স্বীকৃতি দিবস' পালন করবে 'বলার্ক' এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের নাটক উপস্থাপনার সুযোগ করে দেবে উৎসবে । তাঁদের আশা, কেন্দ্রীয় সরকার এবার হয়তো প্রসেনিয়ামের পাশাপাশি নন প্রসেনিয়াম নাট্যচর্চার প্রতিও তাদের আগ্রহ প্রকাশ করবে । নন প্রসেনিয়াম নাট্যচর্চা আরও প্রসিদ্ধ হবে বলে তাঁদের বিশ্বাস ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.