ETV Bharat / state

উঠছে কর্মবিরতি, শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র ডাক্তাররা - Kolkata Rape and Murder - KOLKATA RAPE AND MURDER

Junior Doctors CGO Complex Rally: কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের ৷ পাশাপাশি প্রয়োজন হলে ফের পূর্ণ কর্মবিরতিতে যাবেন বলেও হুঁশিয়ারি দিলেন তাঁরা ৷ শুক্রবার সিবিআই দফতর অভিযান করবেন ৷

CGO Complex Rally
শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র ডাক্তাররা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 11:07 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: স্বাস্থ্যভবনের সামনের অবস্থান থেকে সরছেন জুনিয়র চিকিৎসকরা । এমনকি শনিবার থেকে কাজে যোগ দেবেন বলেও জানালেন তাঁরা ৷ তবে জরুরি বিভাগে পরিষেবা শুরু করবেন ৷ প্রায় 11 দিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান চলছিল জুনিয়র চিকিৎসকদের । স্বাস্থ্যভবন সাফাই অভিযানের ডাক দিয়ে এতদিন তাঁরা অবস্থান বিক্ষোভ করছিলেন । এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা । তারপর জুনিয়র ডাক্তারদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বদল করা হয় । তবে বর্তমানে জুনিয়র চিকিৎসকদের দাবি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ । তবে এর জন্য 1 সপ্তাহ তাঁরা দেখবেন । যদি দাবি পূরণ না হয় তাহলে ফের কর্মবিরতিতে যাবেন ।

এর সঙ্গে জুনিয়র চিকিৎসকরা জানান, আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযান করবেন । স্বাস্থ্যভবন থেকে তাঁরা সিজিও কমপ্লেক্স যাবেন দুপুর তিনটের সময় । তাদের এই মহামিছিলে সাধারণ মানুষকেও আমন্ত্রণ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । সেই মিছিলের পর তারা স্বাস্থ্যভবনের সামনের অবস্থান তুলবেন । এই বিষয় চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "আমরা বন্যা পরিস্থিতি দেখে এই কর্মবিরতি তুলছি । শনিবার থেকে জরুরি পরিষেবা চালু করব । তবে কোথায় কী করা হবে সেই বিষয় কালকে আমরা একটা সিদ্ধান্ত নেব । আমাদের আংশিক জয় হয়েছে । সেই কারণেই আমাদের এই সিদ্ধান্ত । তাই জন্য আমরা আংশিকভাবে কাজে যোগ দেব ।"

এর সঙ্গে তাঁরা জানান, শুক্রবার থেকেই অভয়া ক্লিনিক চালু করবেন জুনিয়র চিকিৎসকরা । বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাবে এই অভয়া ক্লিনিক । তার সঙ্গে তাদের পাশে দাঁড়িয়ে যে ত্রাণ সামগ্রী সাধারণ মানুষ দিয়েছিলেন তা বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেবেন । এই বিষয়ে চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "বন্যা কবলিত এলাকায় আমরা পৌঁছে যাব । তার সঙ্গে সাধারণ মানুষ আমাদের যা যা সামগ্রী আমাদেরকে দিয়েছিলেন তাও ত্রাণ হিসাবে দেওয়া হবে । "

কলকাতা, 19 সেপ্টেম্বর: স্বাস্থ্যভবনের সামনের অবস্থান থেকে সরছেন জুনিয়র চিকিৎসকরা । এমনকি শনিবার থেকে কাজে যোগ দেবেন বলেও জানালেন তাঁরা ৷ তবে জরুরি বিভাগে পরিষেবা শুরু করবেন ৷ প্রায় 11 দিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান চলছিল জুনিয়র চিকিৎসকদের । স্বাস্থ্যভবন সাফাই অভিযানের ডাক দিয়ে এতদিন তাঁরা অবস্থান বিক্ষোভ করছিলেন । এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা । তারপর জুনিয়র ডাক্তারদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বদল করা হয় । তবে বর্তমানে জুনিয়র চিকিৎসকদের দাবি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ । তবে এর জন্য 1 সপ্তাহ তাঁরা দেখবেন । যদি দাবি পূরণ না হয় তাহলে ফের কর্মবিরতিতে যাবেন ।

এর সঙ্গে জুনিয়র চিকিৎসকরা জানান, আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্স অভিযান করবেন । স্বাস্থ্যভবন থেকে তাঁরা সিজিও কমপ্লেক্স যাবেন দুপুর তিনটের সময় । তাদের এই মহামিছিলে সাধারণ মানুষকেও আমন্ত্রণ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । সেই মিছিলের পর তারা স্বাস্থ্যভবনের সামনের অবস্থান তুলবেন । এই বিষয় চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "আমরা বন্যা পরিস্থিতি দেখে এই কর্মবিরতি তুলছি । শনিবার থেকে জরুরি পরিষেবা চালু করব । তবে কোথায় কী করা হবে সেই বিষয় কালকে আমরা একটা সিদ্ধান্ত নেব । আমাদের আংশিক জয় হয়েছে । সেই কারণেই আমাদের এই সিদ্ধান্ত । তাই জন্য আমরা আংশিকভাবে কাজে যোগ দেব ।"

এর সঙ্গে তাঁরা জানান, শুক্রবার থেকেই অভয়া ক্লিনিক চালু করবেন জুনিয়র চিকিৎসকরা । বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাবে এই অভয়া ক্লিনিক । তার সঙ্গে তাদের পাশে দাঁড়িয়ে যে ত্রাণ সামগ্রী সাধারণ মানুষ দিয়েছিলেন তা বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেবেন । এই বিষয়ে চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "বন্যা কবলিত এলাকায় আমরা পৌঁছে যাব । তার সঙ্গে সাধারণ মানুষ আমাদের যা যা সামগ্রী আমাদেরকে দিয়েছিলেন তাও ত্রাণ হিসাবে দেওয়া হবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.