কলকাতা, 20 সেপ্টেম্বর: উত্তর আন্দামান সাগর ও তৎপ্বার্শবর্তী অঞ্চলের বাতাসের উপরিভাগে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ যেটি আগামিকাল অর্থাৎ 21 সেপ্টেম্বর ঘনীভূত হতে চলেছে ৷ এরপর এই ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ এর প্রভাবে 23 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে উত্তর-পশ্চিম এবং তৎপ্বার্শবর্তী মধ্য বঙ্গোপসাগরে। এর ফলে ফের বৃষ্টির ভ্রুকুটি গাঙ্গেয় বঙ্গে।
শুক্রবার দিনের আকাশ সাধারণ মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ শনিবার থেকে সোমবারের মধ্যেই ঘূর্ণাবর্তের হাত ধরে ফের সাগরে নিম্নচাপ ৷ আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে আজ থেকে প্রতিদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গেও একই ছবি। সেখানেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি প্রায় প্রতিটি জেলায় হওয়ার পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সেভাবে বৃষ্টি হয়নি। শুষ্ক আবহাওয়া এবং আর্দ্রতাজনিত গরমে হাঁসফাস দশা। কয়েকদিন আগের বৃষ্টিস্নাত বঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতি ৷ কিন্তু ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়া এবং নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার ফলে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে।
মৌসম ভবনের হিসেব অনুসারে 17 সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় নেয়। কিন্তু, এবার বর্ষার বিদায় কব থেকে শুরু হবে, তা আবহবিদরা বলতে পারছেন না। গাঙ্গেয় বঙ্গ থেকে সাধারণত বর্ষা বিদায় নেয় অক্টোবরের 10 থেকে 12 তারিখ। গাঙ্গেয় বঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পাততাড়ি গোটায় দেশ থেকে। উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় দেরীতে হলেও পূর্বভারত থেকে বর্ষার বিদায়ে বিলম্ব হবে, তেমন কোনও মানে নেই। অনেকসময় অনেকটা বড় এলাকা থেকে বর্ষা এক ধাক্কায় বিদায় নেয়। আপাতত সেই ইঙ্গিত নেই ৷ এরমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে ৷ ফলে বর্ষা শেষের ইঙ্গিত এখনই বলা যাবে না।
বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 70 শতাংশ।