কলকাতা : লকডাউনের কারণে এখন শুটিং বন্ধ । বাড়িতেই বসে সময় কাটাচ্ছেন তারকারা । এই সময় বাড়িতে বন্দী অভিনেতা বাদশা মৈত্রও । সম্প্রতি বেঙ্গালুরুর বাঙালি শ্রমিকদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তিনি, সাহায্য করছেন অন্য জায়গাতেও । এই সময়ে মোটেই ভালো নেই তিনি, সে কথা সাফ জানিয়ে দিলেন ETV ভারত সিতারাকে ।
বাদশা আমাদের বলেন, "একটা সংস্থা রয়েছে 'জ্ঞান-বিজ্ঞান' সমিতি । ওঁরা এই লকডাউনে প্রচুর কাজ করছে । আমাকে ফোন করেছিল, পশ্চিমবঙ্গের বেশকিছু লোক ওখানে আটকে আছে । সেই ব্যাপারে একটা আরেঞ্জমেন্ট করার জন্যে ওঁরা আমাকে বলেছিল । বেঙ্গালুরুকে আমি টাকা পাঠাইনি । আমার নিজের অনুদান অন্য জায়গায় । বেঙ্গালুরুকে আমি বিভিন্ন জায়গার সঙ্গে কনেক্ট করিয়ে দিচ্ছি, যতটা সম্ভব সাহায্য করা যায় আর কি ।"
সব মিলিয়ে লকডাউনে মন ভালো নেই বাদশার । "আমি এই সময় ভালো নেই । চারপাশে যা দেখছি তাতে ভালো লাগছে না মোটেই । আমার বাড়িতে একজন অসুস্থ মানুষ আছেন । তাঁর জন্যে আমাকে বেরোতে হচ্ছে বাড়ি থেকে । তবে সময় এখন হাতে অনেক । লিখছি, পড়ছি, ছবি দেখছি।", বললেন অভিনেতা ।