কলকাতা : 'ম্যাজিক মোমেন্টস'এর ধারাবাহিক 'কোড়া পাখি'তে চলছে টানটান পর্ব । আমন (পার্নো মিত্র) সদ্য জানতে পেরেছে তার মাতৃ পরিচয় । এই সত্য সামনে আসার পর থেকেই তোলপাড় আমনের জীবন । শুরু থেকেই শ্বশুরবাড়িতে কোণঠাসা ছিল এই সাঁওতালি মেয়েটি । তার মা যে বিশ্ববরেণ্য সমাজসেবী মৃণালিনী সেন (রিতা দত্ত চক্রবর্তী), জানার পর থেকে মুখার্জি পরিবারের একাংশ আরও বেশি কটুক্তি করতে থাকে তাকে নিয়ে । সকলে জানতে চায় কে তার বাবা । অপমান করতে থাকে মৃণালিনী দেবীকেও ।
ছোটোবেলায় পরিত্যক্ত আমন বেড়ে ওঠে সাঁওতাল পরিবেশে । সে জানত না তার জন্মদাতার পরিচয় । সাঁওতালদের মাঝে তাদের মতো করেই বড় হয়ে ওঠে সে । কথাও বলে তাদের মতোই । যে কারণে, শহুরে পরিবেশে এসে হাসাহাসির পাত্রী হতে হয় আমনকে । ছোটো থেকেই সে জানতে চাইত কে তার বাবা, কে তার মা । গ্রামের বুড়ো শিবের মন্দিরে ভগবানের কাছে সে এই প্রশ্নই তুলেছে বারবার ।
আমন কি তার বাবার পরিচয় জানতে পারবে ? - কোড়া পাখি
মাতৃ পরিচয় পাওয়ার পরই পিতৃপরিচয় পাওয়ার জন্য ছটফট করছে আমন । সে কি তার এই জার্নিতে সফল হবে ? নাকি মাঝপথেই দমে যেতে হবে তাকে ?
কলকাতা : 'ম্যাজিক মোমেন্টস'এর ধারাবাহিক 'কোড়া পাখি'তে চলছে টানটান পর্ব । আমন (পার্নো মিত্র) সদ্য জানতে পেরেছে তার মাতৃ পরিচয় । এই সত্য সামনে আসার পর থেকেই তোলপাড় আমনের জীবন । শুরু থেকেই শ্বশুরবাড়িতে কোণঠাসা ছিল এই সাঁওতালি মেয়েটি । তার মা যে বিশ্ববরেণ্য সমাজসেবী মৃণালিনী সেন (রিতা দত্ত চক্রবর্তী), জানার পর থেকে মুখার্জি পরিবারের একাংশ আরও বেশি কটুক্তি করতে থাকে তাকে নিয়ে । সকলে জানতে চায় কে তার বাবা । অপমান করতে থাকে মৃণালিনী দেবীকেও ।
ছোটোবেলায় পরিত্যক্ত আমন বেড়ে ওঠে সাঁওতাল পরিবেশে । সে জানত না তার জন্মদাতার পরিচয় । সাঁওতালদের মাঝে তাদের মতো করেই বড় হয়ে ওঠে সে । কথাও বলে তাদের মতোই । যে কারণে, শহুরে পরিবেশে এসে হাসাহাসির পাত্রী হতে হয় আমনকে । ছোটো থেকেই সে জানতে চাইত কে তার বাবা, কে তার মা । গ্রামের বুড়ো শিবের মন্দিরে ভগবানের কাছে সে এই প্রশ্নই তুলেছে বারবার ।