কলকাতা: সম্পর্ক কী ? প্রেম-ভালোবাসা, নাকি শুধুই প্রহসন। বিয়ে নাকি লিভ-ইন। বর্তমানে এমন অনেক প্রশ্নই ঘোরাফেরা করে থাকে নতুন প্রজন্মের মধ্যে। আর সেই প্রশ্নের উত্তর নিয়েই আসছেন রণদীপ সরকার। শর্টফিল্মের নাম 'ভিভির যুন্তস'। গতকাল সামনে এসেছে ট্রেলার।
মুমতাজ সরকার বলেন, "রণদীপের সঙ্গে এর আগেও কাজ করেছি। তাই জানতাম ওর কাজ করার ধরনটা কেমন। ও সব সময় একটু আলাদা ধরনের গল্প নিয়ে কাজ করতে চায়। যেটা আমাদের বাস্তব জীবন থেকে খুবই অনুপ্রাণিত। আমাদের সমাজে আজও কিছু বিষয় রয়েছে যেগুলি খুবই বিতর্কিত। মানুষ সে সব নিয়ে আলোচনা করতে চায় না, এই ছবিটা এমন দু'জন ছেলেমেয়েকে নিয়ে। যারা লিভ-ইন রিলেশনশিপে রয়েছে। এই ধরনের সম্পর্কে জড়াতে একটা মানসিকতা লাগে, আর এই সম্পর্কে থাকার জন্য অনেক ভালো, অনেক খারাপ কিছু ঘটে এই সব কিছু নিয়েই আমাদের এই নতুন ছবি।"
রণদীপ বলেন, "আমি খুবই আনন্দিত কারণ এই প্রথমবার জাতীয় বা আন্তর্জাতিকস্তরে কাজ করার সুযোগ পেলাম। কারণ, আমার এর আগের ছবি নূপুর ও নট আ ডার্টি ফিল্ম শুধুমাত্র পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল। তবে এবার আমার এই ছবি জাতীয়স্তরে মুক্তি পাচ্ছে। তার আগে অবশ্য বিভিন্ন ফেস্টিভালে পাঠাব। আমার মনে হয় দর্শক ছবিটা দেখবেন। বাংলায় বসে এই ধরনের একটি শর্ট ফিল্ম, এর আগে দর্শক দেখেননি।"