ETV Bharat / sitara

মুক্তি পেল 'ভিভির যুন্তস'-এর ট্রেলার - mumtac

বিয়ে না লিভ-ইন রিলেসনশিপ ? উত্তর নিয়েই আসছে রণদীপ সরকারের শর্টফিল্ম 'ভিভির যুন্তস'।

ভিভির যুন্তসের ট্রেলার লঞ্চ
author img

By

Published : Apr 24, 2019, 6:00 PM IST

কলকাতা: সম্পর্ক কী ? প্রেম-ভালোবাসা, নাকি শুধুই প্রহসন। বিয়ে নাকি লিভ-ইন। বর্তমানে এমন অনেক প্রশ্নই ঘোরাফেরা করে থাকে নতুন প্রজন্মের মধ্যে। আর সেই প্রশ্নের উত্তর নিয়েই আসছেন রণদীপ সরকার। শর্টফিল্মের নাম 'ভিভির যুন্তস'। গতকাল সামনে এসেছে ট্রেলার।

মুমতাজ সরকার বলেন, "রণদীপের সঙ্গে এর আগেও কাজ করেছি। তাই জানতাম ওর কাজ করার ধরনটা কেমন। ও সব সময় একটু আলাদা ধরনের গল্প নিয়ে কাজ করতে চায়। যেটা আমাদের বাস্তব জীবন থেকে খুবই অনুপ্রাণিত। আমাদের সমাজে আজও কিছু বিষয় রয়েছে যেগুলি খুবই বিতর্কিত। মানুষ সে সব নিয়ে আলোচনা করতে চায় না, এই ছবিটা এমন দু'জন ছেলেমেয়েকে নিয়ে। যারা লিভ-ইন রিলেশনশিপে রয়েছে। এই ধরনের সম্পর্কে জড়াতে একটা মানসিকতা লাগে, আর এই সম্পর্কে থাকার জন্য অনেক ভালো, অনেক খারাপ কিছু ঘটে এই সব কিছু নিয়েই আমাদের এই নতুন ছবি।"

ভিভির যুন্তসের ট্রেলার লঞ্চ

রণদীপ বলেন, "আমি খুবই আনন্দিত কারণ এই প্রথমবার জাতীয় বা আন্তর্জাতিকস্তরে কাজ করার সুযোগ পেলাম। কারণ, আমার এর আগের ছবি নূপুর ও নট আ ডার্টি ফিল্ম শুধুমাত্র পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল। তবে এবার আমার এই ছবি জাতীয়স্তরে মুক্তি পাচ্ছে। তার আগে অবশ্য বিভিন্ন ফেস্টিভালে পাঠাব। আমার মনে হয় দর্শক ছবিটা দেখবেন। বাংলায় বসে এই ধরনের একটি শর্ট ফিল্ম, এর আগে দর্শক দেখেননি।"

কলকাতা: সম্পর্ক কী ? প্রেম-ভালোবাসা, নাকি শুধুই প্রহসন। বিয়ে নাকি লিভ-ইন। বর্তমানে এমন অনেক প্রশ্নই ঘোরাফেরা করে থাকে নতুন প্রজন্মের মধ্যে। আর সেই প্রশ্নের উত্তর নিয়েই আসছেন রণদীপ সরকার। শর্টফিল্মের নাম 'ভিভির যুন্তস'। গতকাল সামনে এসেছে ট্রেলার।

মুমতাজ সরকার বলেন, "রণদীপের সঙ্গে এর আগেও কাজ করেছি। তাই জানতাম ওর কাজ করার ধরনটা কেমন। ও সব সময় একটু আলাদা ধরনের গল্প নিয়ে কাজ করতে চায়। যেটা আমাদের বাস্তব জীবন থেকে খুবই অনুপ্রাণিত। আমাদের সমাজে আজও কিছু বিষয় রয়েছে যেগুলি খুবই বিতর্কিত। মানুষ সে সব নিয়ে আলোচনা করতে চায় না, এই ছবিটা এমন দু'জন ছেলেমেয়েকে নিয়ে। যারা লিভ-ইন রিলেশনশিপে রয়েছে। এই ধরনের সম্পর্কে জড়াতে একটা মানসিকতা লাগে, আর এই সম্পর্কে থাকার জন্য অনেক ভালো, অনেক খারাপ কিছু ঘটে এই সব কিছু নিয়েই আমাদের এই নতুন ছবি।"

ভিভির যুন্তসের ট্রেলার লঞ্চ

রণদীপ বলেন, "আমি খুবই আনন্দিত কারণ এই প্রথমবার জাতীয় বা আন্তর্জাতিকস্তরে কাজ করার সুযোগ পেলাম। কারণ, আমার এর আগের ছবি নূপুর ও নট আ ডার্টি ফিল্ম শুধুমাত্র পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল। তবে এবার আমার এই ছবি জাতীয়স্তরে মুক্তি পাচ্ছে। তার আগে অবশ্য বিভিন্ন ফেস্টিভালে পাঠাব। আমার মনে হয় দর্শক ছবিটা দেখবেন। বাংলায় বসে এই ধরনের একটি শর্ট ফিল্ম, এর আগে দর্শক দেখেননি।"

Intro:বিয়ে ও লিভ ইন এর ফারাক বোঝাতেই মুক্তি পেল ভিভির যুন্তসের ট্রেলার

অমিত চক্রবর্তী,কলকাতা: নুপুর ও নট আ ডার্টি ফিল্ম এর পর নিজের নতুন ছবি নিয়ে দর্শকদের দরবারে উপস্থিত হলেন পরিচালক রণদীপ সরকার। তার নতুন ছবির নাম ভিভির যুন্তস। এটি একটি স্প্যানিশ শব্দ যার বাংলা করলে দাঁড়ায় লিভ ইন রিলেশনশিপ। গতকাল দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে মুক্তি পেল তার নতুন হিন্দি শর্ট ফিল্ম এর ট্রেলার ও পোস্টার। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মুমতাজ সরকার ও বলিউডি অভিনেতা সপ্তর্শি ঘোষ কে।


Body:তার নতুন এই ছবি সম্পর্কে অভিনেত্রী মুমতাজ সরকার জানালেন, রণদীপের সঙ্গে এর আগেও কাজ করেছি তাই জানতাম ওর কাজ করা ধরনটা কেমন। ও সব সময় একটু আলাদা ধরনের গল্প নিয়ে কাজ করতে চায় যেটা আমাদের বাস্তব জীবন থেকে খুবই অনুপ্রাণিত। আমাদের সমাজে আজও কিছু বিষয় রয়েছে যেগুলি খুবই বিতর্কিত এবং মানুষ সেসব নিয়ে আলোচনা করতে চায় না। এই ছবিটা এমন দুজন ছেলে মেয়ে যারা এটি লিভ ইন রিলেশনশিপ এর রয়েছে। এই ধরনের সম্পর্কে জড়াতে একটা মানসিকতা লাগে, আর এই সম্পর্কে থাকার জন্য অনেক ভালো, অনেক খারাপ কিছু ঘটে এই সব কিছু নিয়েই আমাদের এই নতুন ছবি।

ছবির পরিচালক রণদীপ জানালেন, আমি খুবই আনন্দিত কারণ এই প্রথমবার জাতীয় বা আন্তর্জাতিক স্তরে কাজ করার সুযোগ পেলাম। কারন আমার এর আগের ছবি নূপুর ওর নট আ ডার্টি ফিল্ম শুধুমাত্র পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল। তবে এবার আমার এই ছবি জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে। তার আগে অবশ্য বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাবো। আমার মনে হয় দর্শকরা ছবিটা দেখবেন কারণ,বাংলায় বসে এই ধরনের একটি শর্ট ফিল্ম এর আগে দর্শকরা দেখেননি। আর ছবির গল্পের বিষয় বলতে পারি লিভ ইন রিলেশনশিপ এ থাকাটা ঠিক না বিয়ে করে থাকাটা ঠিক সেটা নিয়ে অনেকের অনেক রকমের বক্তব্য থাকতে পারে, তবে আমার এই ছবিটা দেখলে অনেকের অনেক ধারণা কিন্তু বদলে যাবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.