কলকাতা : প্রয়াত নাট্যকার উষা গাঙ্গুলি । বয়স হয়েছিল 73 বছর । প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিচারিকা । খবর দেওয়া হয় চিকিৎসককে । এরপর উষাদেবীকে মৃত বলে ঘোষণা করা হয় । তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে নাট্যজগতে ।
প্রিন্স আনোয়ার শাহের বাড়িতে একাই থাকতেন উষাদেবী । কিছুদিন আগে ভাইকে হারান তিনি । একই শহরে থাকলেও উষাদেবীর সঙ্গে থাকতেন না তাঁর ছেলে ।
গত সপ্তাহেই মৃত্যু হয় উষাদেবীর ভাইয়ের । ভাইয়ের শ্রাদ্ধ কাজের সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি । বার বার বমি করছিলেন । তাঁর হাঁটুতেও সমস্যা ছিল । ঠিক করে হাঁটতেও পারতেন না । স্টেরয়েড নিতেন । এরপর আজ ভোররাতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
রঙ্গকর্মী নাট্যদলের অন্যতম সদস্য ছিলেন উষাদেবী । সংগীত নাটক অ্যাকাডেমি সম্মানও পেয়েছেন । 'গুড়িয়া কি ঘর', 'লোক কথা', 'হোলি', 'কোর্ট মার্শাল', 'রুদালি', 'কাশিনামা', 'মইয়াত', 'ভোর', 'হাম মুখতারা', 'অন্তর্যাত্রা'-র মতো নাটকে অভিনয় করেছেন তিনি ।
প্রয়াত নাট্যকার উষা গাঙ্গুলি
প্রয়াত নাট্যকার উষা গাঙ্গুলি । বয়স হয়েছিল 73 বছর । আজ ভোররাতে প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
কলকাতা : প্রয়াত নাট্যকার উষা গাঙ্গুলি । বয়স হয়েছিল 73 বছর । প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিচারিকা । খবর দেওয়া হয় চিকিৎসককে । এরপর উষাদেবীকে মৃত বলে ঘোষণা করা হয় । তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে নাট্যজগতে ।
প্রিন্স আনোয়ার শাহের বাড়িতে একাই থাকতেন উষাদেবী । কিছুদিন আগে ভাইকে হারান তিনি । একই শহরে থাকলেও উষাদেবীর সঙ্গে থাকতেন না তাঁর ছেলে ।
গত সপ্তাহেই মৃত্যু হয় উষাদেবীর ভাইয়ের । ভাইয়ের শ্রাদ্ধ কাজের সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি । বার বার বমি করছিলেন । তাঁর হাঁটুতেও সমস্যা ছিল । ঠিক করে হাঁটতেও পারতেন না । স্টেরয়েড নিতেন । এরপর আজ ভোররাতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
রঙ্গকর্মী নাট্যদলের অন্যতম সদস্য ছিলেন উষাদেবী । সংগীত নাটক অ্যাকাডেমি সম্মানও পেয়েছেন । 'গুড়িয়া কি ঘর', 'লোক কথা', 'হোলি', 'কোর্ট মার্শাল', 'রুদালি', 'কাশিনামা', 'মইয়াত', 'ভোর', 'হাম মুখতারা', 'অন্তর্যাত্রা'-র মতো নাটকে অভিনয় করেছেন তিনি ।