কলকাতা : গানের রিয়েলিটি শোয়ের দর্শকদের কাছে খুশির খবর । তাঁদের প্রিয় গানের অনুষ্ঠান 'সুপার সিঙ্গার' ফিরেছে নতুন চ্যালেঞ্জ নিয়ে, নতুন উৎসাহ নিয়ে । রিয়েলিটি শোয়ের সঞ্চালক যিশু সেনগুপ্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন শো নিয়ে ।
এর আগে কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, জিৎ গাঙ্গুলি ছিলেন 'সুপার সিঙ্গার'-এর বিচারক । লকডাউন শিথিল হওয়ার পর ফের নন-ফিকশন ও রিয়েলিটি শো'-এর শুটিং শুরু হচ্ছে । কিন্তু যোগ দিতে পারেন না বিচারকরা । তাই পরিবর্তন হয় বিচারক । এবার 'সুপার সিঙ্গার'-এর নতুন বিচারক হলেন শান, অভিজিৎ ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী এবং লোপামুদ্রা মিত্র ।
এছাড়াও যোগ হয়েছে 'চ্যালেঞ্জার্স' রাউন্ডের । কয়েকজন অংশগ্রহণকারীকে চ্যালেঞ্জার্স অডিশনের মারফত বাছাই করে আনা হয় । তাঁরা এসে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন প্রতিযোগীদের সামনে । 'সুপার সিঙ্গার'-এর প্রযোজক এবং পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় আমাদের বলেন, "খুব অল্পসময়ের মধ্যে 'সুপার সিঙ্গার' মানুষের মনে জায়গা করে নিয়েছে । লঞ্চ হওয়ার পর থেকেই সকলের পছন্দের তালিকায় রয়েছে এই শো । এখন এই লকডাউনের মধ্যে সেই বিষয়টিকে ধরে রাখা আরও বড় চ্যালেঞ্জের । আমাদের আশা, এই কোরোনা পরিস্থিতির সঙ্গে আমরা মোকাবিলা করে দর্শকদের কাছে নতুন এপিসোড তুলে ধরতে পারব ।"