ETV Bharat / sitara

সামনে এল জিশু-শতাফ অভিনীত সায়েন্স ফিকশন 'স্কাইফায়ার'-এর ট্রেলার - Sataf

'মনিকর্নিকা-দা কুইন অফ ঝাঁসি', NTR-এর মতো ছবির পর এবার ওয়েব সিরিজ়ে দেখা যাবে জিশু সেনগুপ্তকে। গতকাল সামনে এসেছে সিরিজ়টির ট্রেলার।

জিশু-শতাফ
author img

By

Published : May 15, 2019, 12:13 PM IST

মুম্বই : প্রলয় আসছে। আর সেই প্রলয় ঈশ্বরের দেন না ষড়যন্ত্র সেই গল্পই বলতে চলেছে 'স্কাইফায়ার' ওয়েব সিরিজ়। মুখ্য চরিত্রে দেখা যাবে প্রতীক বব্বর ও সোনাল চৌহানকে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত, শতাফ ফিগার ও জতীন গোস্বামী।

গতকাল ছিল ওয়েব সিরিজ়ের প্রেস মিট। উপস্থিত ছিলেন পরিচালক থেকে কলাকুশলীরা। ওয়েবসিরিজ় প্রসঙ্গে জিশু অনেক কথাই শেয়ার করেন।

দেখুন ভিডিয়োয়...

ভিডিয়ো


ওয়েব সিরিজ়টি একটি সায়েন্স ফিকশন। ওয়েব সিরিজ়ে সোনালকে ঐতিহাসিকের ভূমিকায় দেখা যাবে। তাঁর চরিত্রের নাম মীনাক্ষী প্রীজ়াদা। এদিকে প্রতীককে সাংবাদিক চন্দ্রশেখরের ভূমিকায় দেখা যাবে। যদিও জিশু কোনও চরিত্রে আছে তা জানা যায়নি।

দিনকয়েক আগে উত্তরাখণ্ডে শুটিং করেছিলেন জিশু। প্রতীক সেই ছবিও শেয়ার করেন। মুম্বই, কেরালা, দিল্লি ও ভুটান সহ বিভিন্ন জায়গায় হয়েছে শুটিং।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : প্রলয় আসছে। আর সেই প্রলয় ঈশ্বরের দেন না ষড়যন্ত্র সেই গল্পই বলতে চলেছে 'স্কাইফায়ার' ওয়েব সিরিজ়। মুখ্য চরিত্রে দেখা যাবে প্রতীক বব্বর ও সোনাল চৌহানকে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত, শতাফ ফিগার ও জতীন গোস্বামী।

গতকাল ছিল ওয়েব সিরিজ়ের প্রেস মিট। উপস্থিত ছিলেন পরিচালক থেকে কলাকুশলীরা। ওয়েবসিরিজ় প্রসঙ্গে জিশু অনেক কথাই শেয়ার করেন।

দেখুন ভিডিয়োয়...

ভিডিয়ো


ওয়েব সিরিজ়টি একটি সায়েন্স ফিকশন। ওয়েব সিরিজ়ে সোনালকে ঐতিহাসিকের ভূমিকায় দেখা যাবে। তাঁর চরিত্রের নাম মীনাক্ষী প্রীজ়াদা। এদিকে প্রতীককে সাংবাদিক চন্দ্রশেখরের ভূমিকায় দেখা যাবে। যদিও জিশু কোনও চরিত্রে আছে তা জানা যায়নি।

দিনকয়েক আগে উত্তরাখণ্ডে শুটিং করেছিলেন জিশু। প্রতীক সেই ছবিও শেয়ার করেন। মুম্বই, কেরালা, দিল্লি ও ভুটান সহ বিভিন্ন জায়গায় হয়েছে শুটিং।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.