ETV Bharat / sitara

কেশবের সাহায্যে জীবনের মূল স্রোতে ফিরছে বাপি - Set

দর্শকের জন্য কী নতুন মোড় আসতে চলেছে গল্পে জানতে 'কেশব'-র শুটিং ফ্লোরে ঢুঁ মারল ETV ভারত সিতারা । ধারাবাহিকের গল্প নিয়ে কথা বললেন অভিনেতা-অভিনেত্রীরা ।

কেশব
author img

By

Published : Aug 5, 2019, 8:49 PM IST

কলকাতা : 'কেশব'-এ গত সপ্তাহে দর্শক দেখেছেন, প্রাপ্তি রায় অবিনাশের সঙ্গে ষড়যন্ত্র করে এক তান্ত্রিককে বাড়িতে এনেছে কেশবকে মারার জন্য । কিন্তু কেশবের দৈবশক্তির কাছে তান্ত্রিকও হার মানতে বাধ্য হয় ।

এতদিন সমস্যা ছিল কেশবকে নিয়েও । তবে এখন বলরামকে নিয়ে নতুন সমস্যা দেখা দিয়েছে । তার প্রাণহানির আশঙ্কা রয়েছে । এসবের পিছনে পিশাচ আখ্যায়িত মৈত্রী রয়েছে বলেই সবার সন্দেহ ।

প্রাপ্তি ও অবিনাশের এই নতুন ষড়যন্ত্র থেকে কেশব কি নিজেকে বাঁচাতে পারবে ? জানতে 'কেশব'-র সেটে গিয়েছিল ETV ভারত সিতারা । যেখানে কথা হল ইন্দ্রাক্ষী, বাপি ও ভিক্টরের সঙ্গে ।

কলকাতা : 'কেশব'-এ গত সপ্তাহে দর্শক দেখেছেন, প্রাপ্তি রায় অবিনাশের সঙ্গে ষড়যন্ত্র করে এক তান্ত্রিককে বাড়িতে এনেছে কেশবকে মারার জন্য । কিন্তু কেশবের দৈবশক্তির কাছে তান্ত্রিকও হার মানতে বাধ্য হয় ।

এতদিন সমস্যা ছিল কেশবকে নিয়েও । তবে এখন বলরামকে নিয়ে নতুন সমস্যা দেখা দিয়েছে । তার প্রাণহানির আশঙ্কা রয়েছে । এসবের পিছনে পিশাচ আখ্যায়িত মৈত্রী রয়েছে বলেই সবার সন্দেহ ।

প্রাপ্তি ও অবিনাশের এই নতুন ষড়যন্ত্র থেকে কেশব কি নিজেকে বাঁচাতে পারবে ? জানতে 'কেশব'-র সেটে গিয়েছিল ETV ভারত সিতারা । যেখানে কথা হল ইন্দ্রাক্ষী, বাপি ও ভিক্টরের সঙ্গে ।

Intro:দৈব শিশু কেশবের হাত ধরে বাপি এখন জীবনের মূল স্রোতে

অমিত চক্রবর্তী, কলকাতা: ধারাবাহিকে কেশব এ গত সপ্তাহে দর্শকরা দেখেছিলেন, প্রাপ্তি রায় অবিনাশ এর সঙ্গে ষড়যন্ত্র করে এক তান্ত্রিক কে কেশব কে মারার জন্য বাড়িতে নিয়ে এসেছে।কিন্তু কেশবের দৈবশক্তির কাছে তান্ত্রিক ও হার মানতে বাধ্য হয়। এর পাশাপাশি এতদিন সমস্যা ছিল কেশব কে নিয়ে। কিন্তু এখন নতুন করে সমস্যা দেখা দিয়েছে বলরামকে নিয়ে। কারণ তার প্রাণহানির আশঙ্কা রয়েছে।আর এই সব কিছুর পেছনে নাকি রয়েছে পিশাচ আখ্যায়িত মৈত্রী। প্রাপ্তি ও অবিনাশের এই নতুন ষড়যন্ত্রের হাত থেকে কেশব কি নিজেকে ফের বাঁচাতে পারবে,সেটা জানতে ইটিভি ভারত সিতারা পৌছে গেছিল কেশব ধারাবাহিকের শুটিং ফ্লোরে, যেখানে কি আমরা কথা বলেছিলাম ইন্দ্রাক্ষী বাপ্পি ও ভিক্টর এর সঙ্গে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.