ETV Bharat / sitara

এবার 'মিসম্যাচ' করবেন রিয়া সেন! - Mismatch2

মিসম্য়াচ ছাড়াও আরও একটি ওয়েব সিরিজ়ে কাজ করছেন রিয়া। নাম 'পয়জেন'।

রিয়া সেন
author img

By

Published : Apr 2, 2019, 7:40 PM IST

কলকাতা : বেশ সিজলিং ছিল ওয়েব সিরিজ় মিসম্যাচ। এবার সেই ওয়েব সিরিজ়েরই আসছে সিকুয়েল। আর তাতেই দেখা যাবে অভিনেত্রী রিয়া সেনকে।

'মিসম্যাচে' ছিল দুই দম্পতি অয়ন ও ডায়না এবং শুভ্র ও উর্মী। সেই দম্পতির চরিত্রেঅভিনয় করেছিলেন রাজদীপ,রাচেল হোয়াইট, মৈনাক ও সুপূর্ণা মালাকার। এই দুই কাপেল একে অপরের সঙ্গে বড়ই বেমানান। এটা বেশি করে মনে হতে শুরু করে অয়নের স্ত্রী ডায়নার। এবং এক অদ্ভুত এক্সপেরিমেন্টে জড়িয়ে ফেলে নিজেকে। সেইসঙ্গে জড়িয়ে যায় বাকি তিনজনের জীবনও। এটি একটি সেক্স কমেডি। যদিও ওয়েব সিরিজটির পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় দ্বিতীয় সিজনের এপিসোডগুলিতে অর্থাৎ মিসম্যাচ টুতে কিছু বদল এনেছেন।

তবে এবারের সিরিজ়েরাচেলকে দেখা যাবে মৈনাকের বিপরীতে। রাজদীপের বিপরীতে থাকছেন রিয়া সেন। মধ্য কলকাতার একটি ডিস্কে ছবির নায়িকার নাম ঘোষণায় হাজির ছিলেন রিয়া।

আবার নতুন করে টলিউডে কাজ করছেন, তাও আবার ওয়েব সিরিজে কতটা এক্সাইটেড প্রশ্ন করায় পিয়া বলেন, " আমি খুব এক্সাইটেড কারণ আমার ফ্যামিলি কলকাতায় থাকে। রাইমা, আমার মা-বাবা, এখানেই তো থাকে। প্রত্যেকবার কলকাতায় আসতে দারুণ লাগে। আর কাজের কারণে আসতে হলে, সেটা আরও ভালো লাগে। আমি এখন অনেকগুলি হিন্দি ওয়েব সিরিজ়েকরছি। একটির নাম পয়েজন। পরের মাসে সেটা রিলিজ় করবে। আরেকটা করব। সেটাও হিন্দিতে। এর মাঝে যখন বাংলার ওয়েব সিরিজ়ের অফার আসে, আমি খুব এক্সাইটেড হয়ে যাই। আমি খুব খুশি। যেমন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব। তাও আবার ভেঙ্কটেশের জন্য।

আপনার জীবনে কী মিসম্যাচ শুনে রিয়া বললেন, " সত্যি বলতে কী, আমি মিসম্যাচ ওয়েব সিরিজ়ের প্রথম অংশটা দেখিনি। তবে মিসম্যাচ শব্দটা শুনলে মনে হয়, মানুষ কোনও না কোনওভাবে নিজের জীবনে মিস ম্যাচড।"

কলকাতা : বেশ সিজলিং ছিল ওয়েব সিরিজ় মিসম্যাচ। এবার সেই ওয়েব সিরিজ়েরই আসছে সিকুয়েল। আর তাতেই দেখা যাবে অভিনেত্রী রিয়া সেনকে।

'মিসম্যাচে' ছিল দুই দম্পতি অয়ন ও ডায়না এবং শুভ্র ও উর্মী। সেই দম্পতির চরিত্রেঅভিনয় করেছিলেন রাজদীপ,রাচেল হোয়াইট, মৈনাক ও সুপূর্ণা মালাকার। এই দুই কাপেল একে অপরের সঙ্গে বড়ই বেমানান। এটা বেশি করে মনে হতে শুরু করে অয়নের স্ত্রী ডায়নার। এবং এক অদ্ভুত এক্সপেরিমেন্টে জড়িয়ে ফেলে নিজেকে। সেইসঙ্গে জড়িয়ে যায় বাকি তিনজনের জীবনও। এটি একটি সেক্স কমেডি। যদিও ওয়েব সিরিজটির পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় দ্বিতীয় সিজনের এপিসোডগুলিতে অর্থাৎ মিসম্যাচ টুতে কিছু বদল এনেছেন।

তবে এবারের সিরিজ়েরাচেলকে দেখা যাবে মৈনাকের বিপরীতে। রাজদীপের বিপরীতে থাকছেন রিয়া সেন। মধ্য কলকাতার একটি ডিস্কে ছবির নায়িকার নাম ঘোষণায় হাজির ছিলেন রিয়া।

আবার নতুন করে টলিউডে কাজ করছেন, তাও আবার ওয়েব সিরিজে কতটা এক্সাইটেড প্রশ্ন করায় পিয়া বলেন, " আমি খুব এক্সাইটেড কারণ আমার ফ্যামিলি কলকাতায় থাকে। রাইমা, আমার মা-বাবা, এখানেই তো থাকে। প্রত্যেকবার কলকাতায় আসতে দারুণ লাগে। আর কাজের কারণে আসতে হলে, সেটা আরও ভালো লাগে। আমি এখন অনেকগুলি হিন্দি ওয়েব সিরিজ়েকরছি। একটির নাম পয়েজন। পরের মাসে সেটা রিলিজ় করবে। আরেকটা করব। সেটাও হিন্দিতে। এর মাঝে যখন বাংলার ওয়েব সিরিজ়ের অফার আসে, আমি খুব এক্সাইটেড হয়ে যাই। আমি খুব খুশি। যেমন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব। তাও আবার ভেঙ্কটেশের জন্য।

আপনার জীবনে কী মিসম্যাচ শুনে রিয়া বললেন, " সত্যি বলতে কী, আমি মিসম্যাচ ওয়েব সিরিজ়ের প্রথম অংশটা দেখিনি। তবে মিসম্যাচ শব্দটা শুনলে মনে হয়, মানুষ কোনও না কোনওভাবে নিজের জীবনে মিস ম্যাচড।"

Intro:বেশ সিজলিং ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ডিজিটাল প্লাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ মিসম্যাচ। সেখানে দুই দম্পতি ছিল অয়ন ও ডায়না এবং শুভ্র ও উর্মী। সেই দম্পতিরূপে অভিনয় করেছিলেন রাজদীপ ও রাচেল হোয়াইট এবং মৈনাক ও সুপূর্ণা মালাকার। এই দুই কাপেল একে অপরের সঙ্গে বড়ই বেমানান। এটা বেশি করে মনে হতে শুরু করে অয়নের স্ত্রী ডায়নার। এবং এক অদ্ভুত এক্সপেরিমেন্টে জড়িয়ে ফেলে নিজেকে। সেইসঙ্গে জড়িয়ে যায় বাকি তিনজনের জীবনও। এটি একটি সেক্স কমেডি। যদিও ওয়েব সিরিজটির পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় দ্বিতীয় সিজনের এপিসোডগুলিতে অর্থাৎ মিসম্যাচ টুতে কিছু বদল এনেছেন। এই সিরিজে অয়নের স্ত্রী ডায়না নয়। ডায়না অর্থাৎ রাচেলকে দেখা যাবে মৈনাকের বিপরীতে। এবং অয়ন অর্থাত রাজদীপের বিপরীতে কাকে দেখা যাবে জানেন? তাতাঁকে অনেকদিন পর টলিউড ফেরত পাচ্ছে, তাও আবার ওয়েব সিরিজের হাত ধরে। তিনি আর কেউ নন মহানায়িকার পৌত্রী রিয়া সেন। মধ্য কলকাতার একটি ডিস্কে ছবির নায়িকার নাম ঘোষণায় হাজির ছিলেন রিয়া। খোশমেজাজে আলাপ জমালেন ইটিভি ভারতের সঙ্গেও। সদ্য বিবাহিত রিয়ার কর্ম এবং ব্যক্তিগত জীবনের কিছুটা শেয়ার করলেন ইটিভি ভারতের সঙ্গে।


Body:আবার নতুন করে টলিউডে কাজ করছেন, তাও আবার ওয়েব সিরিজে কতটা এক্সাইটেড প্রশ্ন করায় পিয়া বলেন, " আমি খুব এক্সাইটেড কারণ আমার ফ্যামিলি কলকাতায় থাকে। রাইমা, আমার মা-বাবা, এখানেই তো থাকে। প্রত্যেকবার কলকাতায় আসতে দারুণ লাগে। আর কাজের কারণে আসতে হলে, সেটা আরও ভালো লাগে। আমি এখন অনেকগুলি হিন্দি ওয়েব সিরিজে করছি। একটির নাম পয়েজন। পরের মাসে সেটা রিলিজ করবে। আরেকটা করব। সেটাও হিন্দিতে। এর মাঝে যখন বাংলার ওয়েব সিরিজের অফার আসল, আমি খুব এক্সাইটেড হয়ে, আমি খুব এক্সাইটেড হয়ে যাই। আমি খুব খুশি। যেমন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব। তাও আবার ভেঙ্কটেশের জন্য।

আপনার জীবনে কী মিসম্যাচ শুনে রিয়া বললেন, " সত্যি বলতে কি, আমি মিসম্যাচ ওয়েব সিরিজের প্রথম অংশটা দেখিনি। তবে মিসম্যাচ শব্দটা শুনলে মনে হয়, মানুষ কোনও না কোনওভাবে নিজের জীবনে মিস ম্যাচড।"




Conclusion:কয়েক মাস আগে বিয়ে হয়েছে রিয়ার। নিজের বিবাহিত জীবন সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলেন, " অনেকটাই পাল্টেছে। তবে পিনপয়েন্ট করে পরিবর্তনগুলো বলতে পারব না। আমি এখন অনেক বেশি কনটেন্ট এবং স্যাটিসফাইড। আমার স্বামীকে এর জন্য থ্যাঙ্ক ইউ বলতে চাই। ও খুব ব্রড মাইন্ডেড। বিয়ের পর অনেক জিনিস বেশি করে করতে শুরু করেছি। আমি বেশি ট্রাভেল করি। বেশি লেখাপড়া করি। অনেক বেশি শুটিং করছি। আমার স্বামী আমাকে সবকিছু করতে দেন। বলা ভালো বিয়ের পর আমি আরও বেশি স্বাধীন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.