ETV Bharat / sitara

'প্রথমা কাদম্বিনী' ছাড়েননি ধারাবাহিকের পরিচালক ও লেখক - sahana dutta

শোনা যাচ্ছিল, 'প্রথমা কাদম্বিনী' নাকি ছেড়ে দিয়েছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এবং লেখিকা ও ক্রিয়েটিভ ডিরেক্টর সাহানা দত্ত । এমনকী, ধারাবাহিক ছাড়ার কথা জানিয়ে প্রযোজনা সংস্থা SVF-কে নোটিশও দিয়েছেন তাঁরা । যদিও বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের ঘনিষ্ঠ মহলের তরফে ।

asd
asd
author img

By

Published : Jul 27, 2020, 7:26 PM IST

কলকাতা : স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'প্রথমা কাদম্বিনী'। শোনা যাচ্ছিল, এই ধারাবাহিক নাকি ছেড়ে দিয়েছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এবং লেখিকা ও ক্রিয়েটিভ ডিরেক্টর সাহানা দত্ত । এমনকী, ধারাবাহিক ছাড়ার কথা জানিয়ে প্রযোজনা সংস্থা SVF-কে নোটিশও দিয়েছেন তাঁরা । যদিও বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের ঘনিষ্ঠ মহলের তরফে ।

ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে দুটি চ্যানেলে শুরু হয়েছে দুটি ধারাবাহিক । 'প্রথমা কাদম্বিনী' তৈরি করছে স্টার জলসা । সেখানে লেখিকা সাহানা দত্ত । পরিচালনায় স্বর্ণেন্দু সমাদ্দার । যাঁদের যৌথ প্রয়াসে তৈরি হয়েছিল 'ত্রিনয়নী', 'গোপাল ভাঁড়', 'পটলকুমার গানওয়ালা'-র মতো জনপ্রিয় ধারাবাহিক ।

asd
.

শোনা যাচ্ছিল, সাহানা ও স্বর্ণেন্দু দু'জনেই নাকি ছেড়ে দিয়েছেন এই ধারাবাহিকের কাজ । যদিও আদতে এমন কিছুই ঘটেনি বলে জানানো হয়েছে তাঁদের ঘনিষ্ঠদের তরফে । ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, SVF ছাড়েননি সাহানা । এবং 'প্রথমা কাদম্বিনী'-র কাজও সমানতালে করে চলেছেন তিনি । পাশাপাশি স্বাভাবিক ছন্দে স্বর্ণেন্দুর উপস্থিতিতেই চলছে শুটিংয়ের কাজও । আর তাই সাহানা ও স্বর্ণেন্দুর ধারাবাহিক ছাড়ার বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছে তাঁদের ঘনিষ্ঠরা ।

কলকাতা : স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক 'প্রথমা কাদম্বিনী'। শোনা যাচ্ছিল, এই ধারাবাহিক নাকি ছেড়ে দিয়েছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এবং লেখিকা ও ক্রিয়েটিভ ডিরেক্টর সাহানা দত্ত । এমনকী, ধারাবাহিক ছাড়ার কথা জানিয়ে প্রযোজনা সংস্থা SVF-কে নোটিশও দিয়েছেন তাঁরা । যদিও বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের ঘনিষ্ঠ মহলের তরফে ।

ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলিকে নিয়ে দুটি চ্যানেলে শুরু হয়েছে দুটি ধারাবাহিক । 'প্রথমা কাদম্বিনী' তৈরি করছে স্টার জলসা । সেখানে লেখিকা সাহানা দত্ত । পরিচালনায় স্বর্ণেন্দু সমাদ্দার । যাঁদের যৌথ প্রয়াসে তৈরি হয়েছিল 'ত্রিনয়নী', 'গোপাল ভাঁড়', 'পটলকুমার গানওয়ালা'-র মতো জনপ্রিয় ধারাবাহিক ।

asd
.

শোনা যাচ্ছিল, সাহানা ও স্বর্ণেন্দু দু'জনেই নাকি ছেড়ে দিয়েছেন এই ধারাবাহিকের কাজ । যদিও আদতে এমন কিছুই ঘটেনি বলে জানানো হয়েছে তাঁদের ঘনিষ্ঠদের তরফে । ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, SVF ছাড়েননি সাহানা । এবং 'প্রথমা কাদম্বিনী'-র কাজও সমানতালে করে চলেছেন তিনি । পাশাপাশি স্বাভাবিক ছন্দে স্বর্ণেন্দুর উপস্থিতিতেই চলছে শুটিংয়ের কাজও । আর তাই সাহানা ও স্বর্ণেন্দুর ধারাবাহিক ছাড়ার বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছে তাঁদের ঘনিষ্ঠরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.