ETV Bharat / sitara

Lakshmi Kakima Super star is Coming: ভ্য়ালেন্টাইন ডে-তেই বাঙালির ঘরে আসছেন সুপারস্টার লক্ষ্মী কাকিমা

author img

By

Published : Feb 10, 2022, 11:59 AM IST

14 ফেব্রুয়ারি ভ্য়ালেন্টাইন ডে-তেই টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' (Lakshmi Kakima will start her journey on the Valentines Day )। অনেকদিন পর ছোটপর্দায় ফিরছেন দেবশঙ্কর হালদার। সঙ্গী অপরাজিতা আঢ্য।

Lakshmi Kakima Super star is Coming
14 ফেব্রুয়ারি ভ্য়ালেন্টাইন ডে-তেই টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'

কলকাতা, 10 ফেব্রুয়ারি : লক্ষ্মী কাকিমারা অচেনা কোনও চরিত্র নন । সমাজের বুকে প্রায়ই দেখা মেলে এধরণের মা- কাকিমাদের ৷ যাঁরা দেবী দুর্গার মতোই দশহাতে সংসারের দশরকম বিপদ আপদ সামাল দেন ৷ কেউ ঠোঙা বানিয়ে, কেউ বা মুড়ি ভেজে ছেলেমেয়েকে উচ্চশিক্ষিত করেন । কেউ বা দোকান চালিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে সংসারের হাল ধরেন ৷ এহেন বহু চরিত্রকে বাস্তবে দেখেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য । তাই লক্ষ্মী কাকিমার চরিত্রটা তাঁর কাছে খুব স্পেশাল বলে জানালেন তিনি।

'পুণ্যি পুকুর'-এর পর আর কোনও ধারাবাহিকে দেখা মেলেনি ইন্ডাস্ট্রির সকলের প্রিয় অপাদির। যদিও 'রান্নাঘর' এবং 'রান্নাবান্না'-র মত জনপ্রিয় শো সঞ্চালনা করেছেন তিনি । তাই নতুন ধারাবাহিক লক্ষী কাকিমা সুপারস্টার দিয়ে তিনি ছোটপর্দায় কামব্যাক করছেন তা বলা চলে না । তবে অভিনয়ের ক্ষেত্রে একটা কামব্য়াক তো বটেই ৷ অন্যদিকে দেবশঙ্কর হালদার ফিরছেন প্রায় ১১ বছর পর । শেষবার তাঁকে দেখা গিয়েছিল 'বিন্নি ধানের খই' ধারাবাহিকে । তারপর অবশ্য অপাদির মতই ছোটপর্দায় সঞ্চালনার কাজ করেছেন তিনি। 'হ্যাপি পেরেন্টস ডে' এবং 'দ্য লেজেন্ডস' নামের দুটি নন ফিকশনে সঞ্চালনা করেছেন দেবশঙ্কর । তবে এবার ফের ১৪ ঘণ্টার রুটিনে বাঁধা পড়তে চলেছেন তিনি । অভিনেত্রী রত্না ঘোষাল এখানে অপরাজিতা আঢ্যর শাশুড়ির চরিত্রে । এই চরিত্রটিতেও একটা মজা আছে । সেটা ক্রমশ প্রকাশ্য । 'চিরদিনই আমি যে তোমার' ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় জুটি বাঁধছেন শৌভিক বন্দ্যোপাধ্যায় এবং শার্লি মোদক । শৌভিক এর আগে অবশ্য 'আলো ছায়া' ধারাবাহিকে অভিনয় করেছেন । আর শার্লি ছিলেন 'ভাগ্যলক্ষ্মী'তে । এবার চিরদিনের জুটি ফিরছে লক্ষ্মী কাকিমার হাত ধরে ।

আরও পড়ুন : নতুন ছবির শ্যুটিংয়ের জন্যই কি রাশিয়ায় রশ্মিকা ?

14 ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার দিনেই ছোট পর্দায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক (Lakshmi Kakima will start her journey on the Valentines Day) ৷ অপরাজিতা আঢ্যর ছেলের চরিত্রে অভিনয় করবেন শৌভিক। আর তাঁর বিপরীতে শার্লি । সুতরাং অপাদিকে যে দেখা যাবে শাশুড়ির ভূমিকাতেও, তা বোঝাই যাচ্ছে । লক্ষ্মী কাকিমা সংসার সামলে , শাশুড়ির ওষুধ মুখের সামনে ধরে তারপর রওনা দেয় তাঁর মুদি দোকান লক্ষ্মী ভাণ্ডারের উদ্দেশ্যে । সেই দোকান তাঁকে ছাড়া অচল । এই গল্পের নায়িকা লক্ষ্মী কাকিমাই । তাঁর জীবনের লড়াই, টানাপোড়েন এই গল্পের মূলধন । সবমিলিয়ে টক ঝাল মিষ্টি এক গল্প এবার আনতে চলেছেন প্রযোজক সুশান্ত দাস । ধারাবাহিকের পরিচালনায় বিজয় মাজি । অপরাজিতা বলেন, "এই ধরনের চরিত্র খুব চেনা। সবাই দেখেছে। তাই কাজটা করতে সুবিধা হচ্ছে এবং ভাল লাগছে।"

কলকাতা, 10 ফেব্রুয়ারি : লক্ষ্মী কাকিমারা অচেনা কোনও চরিত্র নন । সমাজের বুকে প্রায়ই দেখা মেলে এধরণের মা- কাকিমাদের ৷ যাঁরা দেবী দুর্গার মতোই দশহাতে সংসারের দশরকম বিপদ আপদ সামাল দেন ৷ কেউ ঠোঙা বানিয়ে, কেউ বা মুড়ি ভেজে ছেলেমেয়েকে উচ্চশিক্ষিত করেন । কেউ বা দোকান চালিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে সংসারের হাল ধরেন ৷ এহেন বহু চরিত্রকে বাস্তবে দেখেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য । তাই লক্ষ্মী কাকিমার চরিত্রটা তাঁর কাছে খুব স্পেশাল বলে জানালেন তিনি।

'পুণ্যি পুকুর'-এর পর আর কোনও ধারাবাহিকে দেখা মেলেনি ইন্ডাস্ট্রির সকলের প্রিয় অপাদির। যদিও 'রান্নাঘর' এবং 'রান্নাবান্না'-র মত জনপ্রিয় শো সঞ্চালনা করেছেন তিনি । তাই নতুন ধারাবাহিক লক্ষী কাকিমা সুপারস্টার দিয়ে তিনি ছোটপর্দায় কামব্যাক করছেন তা বলা চলে না । তবে অভিনয়ের ক্ষেত্রে একটা কামব্য়াক তো বটেই ৷ অন্যদিকে দেবশঙ্কর হালদার ফিরছেন প্রায় ১১ বছর পর । শেষবার তাঁকে দেখা গিয়েছিল 'বিন্নি ধানের খই' ধারাবাহিকে । তারপর অবশ্য অপাদির মতই ছোটপর্দায় সঞ্চালনার কাজ করেছেন তিনি। 'হ্যাপি পেরেন্টস ডে' এবং 'দ্য লেজেন্ডস' নামের দুটি নন ফিকশনে সঞ্চালনা করেছেন দেবশঙ্কর । তবে এবার ফের ১৪ ঘণ্টার রুটিনে বাঁধা পড়তে চলেছেন তিনি । অভিনেত্রী রত্না ঘোষাল এখানে অপরাজিতা আঢ্যর শাশুড়ির চরিত্রে । এই চরিত্রটিতেও একটা মজা আছে । সেটা ক্রমশ প্রকাশ্য । 'চিরদিনই আমি যে তোমার' ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় জুটি বাঁধছেন শৌভিক বন্দ্যোপাধ্যায় এবং শার্লি মোদক । শৌভিক এর আগে অবশ্য 'আলো ছায়া' ধারাবাহিকে অভিনয় করেছেন । আর শার্লি ছিলেন 'ভাগ্যলক্ষ্মী'তে । এবার চিরদিনের জুটি ফিরছে লক্ষ্মী কাকিমার হাত ধরে ।

আরও পড়ুন : নতুন ছবির শ্যুটিংয়ের জন্যই কি রাশিয়ায় রশ্মিকা ?

14 ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার দিনেই ছোট পর্দায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক (Lakshmi Kakima will start her journey on the Valentines Day) ৷ অপরাজিতা আঢ্যর ছেলের চরিত্রে অভিনয় করবেন শৌভিক। আর তাঁর বিপরীতে শার্লি । সুতরাং অপাদিকে যে দেখা যাবে শাশুড়ির ভূমিকাতেও, তা বোঝাই যাচ্ছে । লক্ষ্মী কাকিমা সংসার সামলে , শাশুড়ির ওষুধ মুখের সামনে ধরে তারপর রওনা দেয় তাঁর মুদি দোকান লক্ষ্মী ভাণ্ডারের উদ্দেশ্যে । সেই দোকান তাঁকে ছাড়া অচল । এই গল্পের নায়িকা লক্ষ্মী কাকিমাই । তাঁর জীবনের লড়াই, টানাপোড়েন এই গল্পের মূলধন । সবমিলিয়ে টক ঝাল মিষ্টি এক গল্প এবার আনতে চলেছেন প্রযোজক সুশান্ত দাস । ধারাবাহিকের পরিচালনায় বিজয় মাজি । অপরাজিতা বলেন, "এই ধরনের চরিত্র খুব চেনা। সবাই দেখেছে। তাই কাজটা করতে সুবিধা হচ্ছে এবং ভাল লাগছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.