ETV Bharat / sitara

'পল' গানটি গাওয়ার সময় কেন কাঁদছিলেন মিমি ? - mimi chakraborty

গানের ভিডিয়োতে একটি জায়গায় মিমিকে কাঁদতে দেখা গিয়েছিল । অনেকেই ভেবেছিলেন গানটি গাওয়ার সময় তিনি এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলেন যে কেঁদে ফেলন । কিন্তু, সেটা একেবারেই ঠিক নয় । তার পিছনে যে আসল সত্যিটা রয়েছে তাও 'পল বিহাইন্ড দা সিনস' ভিডিয়োতে শেয়ার করেছেন মিমি ।

ছবি
author img

By

Published : Oct 25, 2019, 3:03 PM IST

কলকাতা : অভিনয়ের পাশাপাশি এখন মিমি চক্রবর্তী গায়িকাও । একের পর এক গান গেয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি । আর মুহূর্তের মধ্যে শেয়ার হয়ে গেছে ভিডিয়োগুলি । সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলও লঞ্চ করেছেন তিনি । আর সেখানেই নিজের সাম্প্রতিক গানের ভিডিয়োর পিছনে যে গল্প রয়েছে সেটি শেয়ার করেছেন মিমি । এছাড়া গানটি গাওয়ার সময় তিনি কেন কেঁদেছেন সেটাও জানিয়েছেন ।

13 অক্টোবর মুক্তি পেয়েছিল তাঁর মিউজ়িক ভিডিয়ো অ্যালবাম । গানের নাম 'পল'। গানের ভিডিয়োটি শুট করার সময় কতটা মজা করেছিলেন এবং ওই ভিডিয়োর পিছনে ঠিক কী কী গল্প ছিল তাও শেয়ার করেছেন মিমি । নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি । সেখানে লেখা রয়েছে 'পল বিহাইন্ড দা সিনস' । আর তার উপর ভিডিয়োর লিঙ্ক শেয়ার করেছেন তিনি ।

গানের ভিডিয়োতে একটি জায়গায় মিমিকে কাঁদতে দেখা গিয়েছিল । অনেকেই ভেবেছিলেন গানটি গাওয়ার সময় তিনি এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলেন যে কেঁদে ফেলন । কিন্তু, সেটা একেবারেই ঠিক নয় । তার পিছনে যে আসল সত্যিটা রয়েছে তাও 'পল বিহাইন্ড দা সিনস' ভিডিয়োতে শেয়ার করেছেন মিমি ।

বলেছেন, "গানের ভিডিয়ো শুট করার সময় আমাকে যে পোশাক পরতে হয়েছিল তাতে খুব ঠান্ডা লাগছিল । অত ঠান্ডায় কেউ ওই পোশাক পরে ? কিন্তু, অভিনেত্রীদের পরতে হয় ।"

দেখুন ভিডিয়ো...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : অভিনয়ের পাশাপাশি এখন মিমি চক্রবর্তী গায়িকাও । একের পর এক গান গেয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি । আর মুহূর্তের মধ্যে শেয়ার হয়ে গেছে ভিডিয়োগুলি । সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলও লঞ্চ করেছেন তিনি । আর সেখানেই নিজের সাম্প্রতিক গানের ভিডিয়োর পিছনে যে গল্প রয়েছে সেটি শেয়ার করেছেন মিমি । এছাড়া গানটি গাওয়ার সময় তিনি কেন কেঁদেছেন সেটাও জানিয়েছেন ।

13 অক্টোবর মুক্তি পেয়েছিল তাঁর মিউজ়িক ভিডিয়ো অ্যালবাম । গানের নাম 'পল'। গানের ভিডিয়োটি শুট করার সময় কতটা মজা করেছিলেন এবং ওই ভিডিয়োর পিছনে ঠিক কী কী গল্প ছিল তাও শেয়ার করেছেন মিমি । নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি । সেখানে লেখা রয়েছে 'পল বিহাইন্ড দা সিনস' । আর তার উপর ভিডিয়োর লিঙ্ক শেয়ার করেছেন তিনি ।

গানের ভিডিয়োতে একটি জায়গায় মিমিকে কাঁদতে দেখা গিয়েছিল । অনেকেই ভেবেছিলেন গানটি গাওয়ার সময় তিনি এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলেন যে কেঁদে ফেলন । কিন্তু, সেটা একেবারেই ঠিক নয় । তার পিছনে যে আসল সত্যিটা রয়েছে তাও 'পল বিহাইন্ড দা সিনস' ভিডিয়োতে শেয়ার করেছেন মিমি ।

বলেছেন, "গানের ভিডিয়ো শুট করার সময় আমাকে যে পোশাক পরতে হয়েছিল তাতে খুব ঠান্ডা লাগছিল । অত ঠান্ডায় কেউ ওই পোশাক পরে ? কিন্তু, অভিনেত্রীদের পরতে হয় ।"

দেখুন ভিডিয়ো...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.