কলকাতা : দুটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা এবং জ়ি বাংলায় ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী দেবীকে নিয়ে কাজ চলছে । কয়েক মাস ধরে স্টার জলসায় সম্প্রসারিত হচ্ছে 'প্রথমা কাদম্বিনী' ধারাবাহিকটি । সেখানে কাদম্বিনীর চরিত্রে সোলাঙ্কি রায় অভিনয় করছেন । 6 জুলাই থেকে জ়ি বাংলায় শুরু হতে চলেছে 'কাদম্বিনী'। মুখ্যচরিত্রে অভিনয় করছেন 'বকুলকথা' ধারাবাহিকখ্যাত উষসী রায় । বিষয়টি কতখানি চ্যালেঞ্জিং ছিল তাঁর কাছে ? সম্প্রতি একথা ETV ভারতকে জানালেন তিনি ।
লকডাউনের আগে 'প্রথমা কাদম্বিনী'-তে কাদম্বিনীর ছোটোবেলার গল্প দেখানো হচ্ছিল । সেখানে ছোটো বিনির চরিত্রে অভিনয় করছিল মেঘনা চক্রবর্তী । শুটিং পুনরায় শুরু হওয়ার পর যেহেতু 10 বছর বয়সের নিচের শিশুশিল্পীদের নিয়ে কাজ করার অনুমতি মেলেনি, সেহেতু বড় কাদম্বিনী, অর্থাৎ সোলাঙ্কি রায়ের ট্র্যাক শুরু হয়ে যায় । অন্যদিকে 6 জুলাই থেকে শুরু 'কাদম্বিনী'। এখন দুই চ্যানেলে একই বিষয় নিয়ে ধারাবাহিক চলবে প্রতিদিন ।
বিষয়টি নিয়ে উষসী বলেন, "আমি আর সোলাঙ্কি দু'জন দু'জনকে অনেকদিন ধরেই চিনি । আমি যেহেতু আগে চরিত্রটি পেয়েছিলাম, সোলাঙ্কি আমাকে সোশাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছিল । তারপর যখন সোলাঙ্কি চরিত্রটি পায়, আমি ওকে অভিনন্দন জানাই সোশাল মিডিয়ায় । এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনা নেই, প্রতিযোগিতাও নেই ।"
তবে 'প্রথমা কাদম্বিনী'-তে কী ধরনের গল্প চলছে, তা নিয়ে কিছু জানেন না উষসী । যথেষ্ট রিসার্চ করেই তৈরি করা হচ্ছে ধারাবাহিকটি । সে ব্যাপারে আমাদের নিশ্চিত করেন তিনি । বলেন, "বাস্তবে যা ঘটেছে, সেটাই দেখানো হবে ধারাবাহিকে ।"