ETV Bharat / sitara

মঞ্চস্থ হল 'গল্পওয়ালা' নাট্যদলের প্রথম দুটি নাটক

প্রথম নাটক 'ভ্রূণ' ও পরের নাটক 'কোল্ড ফায়ার'।

ছবি
author img

By

Published : Sep 29, 2019, 7:37 PM IST

কলকাতা : একেবারে নতুন একটি দল। নাম 'গল্পওয়ালা'। তাঁদের নতুন দুটি নাটক মঞ্চস্থ হল মহালয়ার দিন । প্রথম নাটক 'ভ্রূণ' ও পরের নাটক 'কোল্ড ফায়ার'। দক্ষিণ কলকাতার যোগেশ মাইম অ্যাকাডেমিতে এই নতুন নাট্যদলের দুটি নাটক মঞ্চস্থ হল ।

প্রথম নাটক 'ভ্রূণ'এর নির্দেশক অভিষেক বলেন, "B.Sc ফার্স্ট ইয়ারে আমি ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের সম্পর্কে জানতে পারি । জানতে পারি ভারতের প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় ডাঃ সুভাষের হাতে । তবে তার পুরস্কার তিনি পাননি । বরং তাঁকে তিরস্কার করা হয়। যে কারণে আত্মহত্যার পথ বেছে নেন তিনি । এই ঘটনা আমার খুব খারাপ লাগে । সেই থেকেই আমার বহুদিনের ইচ্ছে নাটকটা নির্মাণ করার। তাই আমরা সবাই মিলে নাটকটি নির্মাণ করেছি ।"

'গল্পওয়ালা' একটি অন্য নাট্যদল থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছে ২৩ জুন । ২৮ সেপ্টেম্বর দলের প্রথম নাটক মঞ্চস্থ হল । দলের দ্বিতীয় নাটকটিও একই দিনে মঞ্চস্থ করা হয় । নবারুণ ভট্টাচার্যের লেখা 'কোল্ড ফায়ার'এর গল্প অবলম্বনে দলের আরেক সদস্য সৌরভ নাটকটির নির্দেশনা করেছেন । তিনি বলেন, "নবারুণ কোথাও যেন হারিয়ে যাচ্ছে এত কিছুর ভিড়ে । সেই নবারুণকে বাঁচিয়ে তোলার জন্যই, 'কোল্ড ফায়ার' মঞ্চস্থ করল 'গল্পওয়ালা'। ৪৫ থেকে ৬০ মিনিটের নাটক। নবারুণ পড়ে আমি খুবই অনুপ্রাণিত হই । তাই যখন ঠিক হয় একসঙ্গে দুটো নাটক মঞ্চস্থ হবে, আমাকে বলা হয় করতে । তখন ঠিক করি নবারুণকে নিয়েই কিছু একটা করব ।"

ETV ভারত সিতারা তুলে ধরল নাটকের কিছু মুহূর্ত । দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

কলকাতা : একেবারে নতুন একটি দল। নাম 'গল্পওয়ালা'। তাঁদের নতুন দুটি নাটক মঞ্চস্থ হল মহালয়ার দিন । প্রথম নাটক 'ভ্রূণ' ও পরের নাটক 'কোল্ড ফায়ার'। দক্ষিণ কলকাতার যোগেশ মাইম অ্যাকাডেমিতে এই নতুন নাট্যদলের দুটি নাটক মঞ্চস্থ হল ।

প্রথম নাটক 'ভ্রূণ'এর নির্দেশক অভিষেক বলেন, "B.Sc ফার্স্ট ইয়ারে আমি ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের সম্পর্কে জানতে পারি । জানতে পারি ভারতের প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় ডাঃ সুভাষের হাতে । তবে তার পুরস্কার তিনি পাননি । বরং তাঁকে তিরস্কার করা হয়। যে কারণে আত্মহত্যার পথ বেছে নেন তিনি । এই ঘটনা আমার খুব খারাপ লাগে । সেই থেকেই আমার বহুদিনের ইচ্ছে নাটকটা নির্মাণ করার। তাই আমরা সবাই মিলে নাটকটি নির্মাণ করেছি ।"

'গল্পওয়ালা' একটি অন্য নাট্যদল থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছে ২৩ জুন । ২৮ সেপ্টেম্বর দলের প্রথম নাটক মঞ্চস্থ হল । দলের দ্বিতীয় নাটকটিও একই দিনে মঞ্চস্থ করা হয় । নবারুণ ভট্টাচার্যের লেখা 'কোল্ড ফায়ার'এর গল্প অবলম্বনে দলের আরেক সদস্য সৌরভ নাটকটির নির্দেশনা করেছেন । তিনি বলেন, "নবারুণ কোথাও যেন হারিয়ে যাচ্ছে এত কিছুর ভিড়ে । সেই নবারুণকে বাঁচিয়ে তোলার জন্যই, 'কোল্ড ফায়ার' মঞ্চস্থ করল 'গল্পওয়ালা'। ৪৫ থেকে ৬০ মিনিটের নাটক। নবারুণ পড়ে আমি খুবই অনুপ্রাণিত হই । তাই যখন ঠিক হয় একসঙ্গে দুটো নাটক মঞ্চস্থ হবে, আমাকে বলা হয় করতে । তখন ঠিক করি নবারুণকে নিয়েই কিছু একটা করব ।"

ETV ভারত সিতারা তুলে ধরল নাটকের কিছু মুহূর্ত । দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Intro:একেবারে নতুন একটি দল। তাজা প্রাণে ঠাসা। দলটির নাম 'গল্পওয়ালা'। তাঁদের নতুন দুটি নাটক মঞ্চস্থ হল ২৮ সেপ্টেম্বর, মহালয়ার দিন। প্রথম নাটকটি 'ভ্রূণ' এবং পরের নাটকটি 'কোল্ড ফায়ার'। দক্ষিণ কলকাতার যোগেশ মাইম অ্যাকাডেমিতে এই নতুন নাট্যদলের নাটক দুটি দেখতে দর্শকের ভিড় হয়েছিল খুব। সেখানে উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।


Body:প্রথম নাটক 'ভ্রূণ'এর নির্দেশক অভিষেক আমাদের বললেন, "আমি ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের সম্পর্কে জানতে পারি আমার Bsc ফার্স্ট ইয়ারে, আমার প্রফেসরের থেকে। জানতে পারি ভারতের প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় ডাঃ সুভাষের হাতে। তবে সেই আবিষ্কারের পুরস্কার তিনি পাননি। তাঁকে তিরস্কার করা হয়। যে কারণে আত্মহননের পথ বেছে নিতে হয় ডাঃ সুভাষকে। এই ঘটনাটি আমার খুব খারাপ লাগে। মনে হতে শুরু করে, আবিষ্কারকদের হয়তো বারবার এরকমই ফলাফল পেতে হয়! সেই থেকেই আমার বহুদিনের ইচ্ছে নাটকটা নির্মাণ করার। তাই আমরা সবাই মিলে নাটকটি নির্মাণ করেছি। নাটকটির নাম 'ভ্রূণ'।"

'গল্পওয়ালা' একটি অন্য নাট্যদল থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছে ২৩ জুন। ২৮ সেপ্টেম্বর দলের প্রথম নাটক মঞ্চস্থ হল, সেই অর্থে দলের প্রথম জন্ম হল সেদিনই। দলের দ্বিতীয় নাটকটিও একই দিনে মঞ্চস্থ হয়। নবারুণ ভট্টাচার্যের লেখা 'কোল্ড ফায়ার'এর গল্প অবলম্বনে দলের আরেক সদস্য সৌরভ নাটকটি নির্দেশনা করেছেন। তাঁদের বক্তব্য, নবারুণ কোথাও যেন হারিয়ে যাচ্ছে এতকিছুর ভিড়ে। সেই নবারুণকে বাঁচিয়ে তোলার জন্যই, 'কোল্ড ফায়ার' মঞ্চস্থ করল 'গল্পওয়ালা'। সৌরভ আমাদের বললেন, "৪৫ থেকে ৬০ মিনিটের নাটক। নবারুণ পড়ে আমি খুবই অনুপ্রাণিত হই। তাই যখন ঠিক হয় একসঙ্গে দুটো নাটক মঞ্চস্থ হবে, আমাকে বলা হয় করতে। তখন ঠিক করি নবারুণকে নিয়েই কিছু একটা করব। যেহেতু আমাদের উইশলিস্টে 'কাঙাল মালসাট'ও আছে, তাই 'কোল্ড ফায়ার'ও এমনভাবেই তৈরি করেছি, যেখানে ফ্যাতাড়ুর মতো চরিত্রও আছে।"




Conclusion:কেন অন্য একটি নাট্য দল থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে 'গল্পওয়ালাকে', বললেন অভিষেক। ETV ভারত সিতারা তুলে ধরল নাটকের মুহূর্ত, নাটক প্রস্তুতির মুহূর্ত এবং অভিষেক ও সৌরভের সম্পূর্ণ বক্তব্য। দেখে নিন ভিডিওতে :




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.