কলকাতা : একেবারে নতুন একটি দল। নাম 'গল্পওয়ালা'। তাঁদের নতুন দুটি নাটক মঞ্চস্থ হল মহালয়ার দিন । প্রথম নাটক 'ভ্রূণ' ও পরের নাটক 'কোল্ড ফায়ার'। দক্ষিণ কলকাতার যোগেশ মাইম অ্যাকাডেমিতে এই নতুন নাট্যদলের দুটি নাটক মঞ্চস্থ হল ।
প্রথম নাটক 'ভ্রূণ'এর নির্দেশক অভিষেক বলেন, "B.Sc ফার্স্ট ইয়ারে আমি ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের সম্পর্কে জানতে পারি । জানতে পারি ভারতের প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় ডাঃ সুভাষের হাতে । তবে তার পুরস্কার তিনি পাননি । বরং তাঁকে তিরস্কার করা হয়। যে কারণে আত্মহত্যার পথ বেছে নেন তিনি । এই ঘটনা আমার খুব খারাপ লাগে । সেই থেকেই আমার বহুদিনের ইচ্ছে নাটকটা নির্মাণ করার। তাই আমরা সবাই মিলে নাটকটি নির্মাণ করেছি ।"
'গল্পওয়ালা' একটি অন্য নাট্যদল থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছে ২৩ জুন । ২৮ সেপ্টেম্বর দলের প্রথম নাটক মঞ্চস্থ হল । দলের দ্বিতীয় নাটকটিও একই দিনে মঞ্চস্থ করা হয় । নবারুণ ভট্টাচার্যের লেখা 'কোল্ড ফায়ার'এর গল্প অবলম্বনে দলের আরেক সদস্য সৌরভ নাটকটির নির্দেশনা করেছেন । তিনি বলেন, "নবারুণ কোথাও যেন হারিয়ে যাচ্ছে এত কিছুর ভিড়ে । সেই নবারুণকে বাঁচিয়ে তোলার জন্যই, 'কোল্ড ফায়ার' মঞ্চস্থ করল 'গল্পওয়ালা'। ৪৫ থেকে ৬০ মিনিটের নাটক। নবারুণ পড়ে আমি খুবই অনুপ্রাণিত হই । তাই যখন ঠিক হয় একসঙ্গে দুটো নাটক মঞ্চস্থ হবে, আমাকে বলা হয় করতে । তখন ঠিক করি নবারুণকে নিয়েই কিছু একটা করব ।"
ETV ভারত সিতারা তুলে ধরল নাটকের কিছু মুহূর্ত । দেখুন ভিডিয়ো...