ETV Bharat / sitara

কাজের মেয়ে হোক বা রূপান্তরিত মহিলা, সুন্দরী প্রতিযোগিতায় সবাই - বেঙ্গল ফ্যাশনিস্তা

বাড়ির কাজের মেয়ে হোক বা রূপান্তরিত মহিলা, যে কোনও মানুষেরই ইচ্ছা হতে পারে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। কিন্তু, সেই স্বপ্নপূরণ হওয়ার কোনও প্রত্যক্ষ প্ল্যাটফর্ম থাকে না। এই প্রথমবার সেই সুযোগ করে দিল 'বেঙ্গল ফ্য়াশনিস্তা ২০০৯'।

বেঙ্গল ফ্যাশনিস্তা
author img

By

Published : Jun 21, 2019, 11:26 PM IST

কলকাতা: চলতি বছরে মহালয়ার দিন নতুন এই ফ্যাশন শো-টি শুরু হতে চলেছে। তার আগে এদিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হল যে, মহিলা,পুরুষদের পাশাপাশি ট্রান্সওম্যান বা সমাজের যে কোনও স্তরের মানুষই এই ফ্যাশন শো তে যোগদান করতে পারবেন।

এদিনের এই অনুষ্ঠানে আয়োজকদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত মডেল মাধবীলতা মিত্র, 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের নায়ক সঈদ আরফিন সহ আরও অনেকে। প্রত্য়েকেই মেনে নিলেন যে, এটা একটা অভিনব উদ্য়োগ। মুখে অনেক কথা বললেও কার্যক্ষেত্রে এই পদক্ষেপ সত্যিই তারিফযোগ্য।


অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেখুন ভিডিয়ো..

দেখুন ভিডিয়ো

কলকাতা: চলতি বছরে মহালয়ার দিন নতুন এই ফ্যাশন শো-টি শুরু হতে চলেছে। তার আগে এদিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হল যে, মহিলা,পুরুষদের পাশাপাশি ট্রান্সওম্যান বা সমাজের যে কোনও স্তরের মানুষই এই ফ্যাশন শো তে যোগদান করতে পারবেন।

এদিনের এই অনুষ্ঠানে আয়োজকদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত মডেল মাধবীলতা মিত্র, 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকের নায়ক সঈদ আরফিন সহ আরও অনেকে। প্রত্য়েকেই মেনে নিলেন যে, এটা একটা অভিনব উদ্য়োগ। মুখে অনেক কথা বললেও কার্যক্ষেত্রে এই পদক্ষেপ সত্যিই তারিফযোগ্য।


অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেখুন ভিডিয়ো..

দেখুন ভিডিয়ো
Intro:মহালয়ার বিশেষ দিনে শুরু হতে চলেছে নতুন সৌন্দর্য প্রতিযোগিতা বেঙ্গল ফ্যাশননিস্তা 2009


অমিত চক্রবর্তী,কলকাতা: বাড়িতে কাজের মেয়ে হোক বা রূপান্তরকামী বৃহন্নলা সবারই মনে ইচ্ছা থাকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে আরো সুন্দর করে তুলতে। কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না।যারা তাদের স্বপ্ন কে পূরণ করতে পারে তারা জীবনের পথে কয়েক কদম এগিয়ে যায়। কিন্তু যারা পারেনা তারা হীনমন্যতায় ভুগতে শুরু করে। কিন্তু তারাও যে কারোর থেকে কম যান না,সেই বার্তা নিয়ে শুরু হতে চলেছে বেঙ্গল ফ্যাশনিস্তা ২০১৯। আসছে মহালয়ার দিন নতুন এই ফ্যাশন শোটি দর্শকদের সামনে আসতে চলেছে। কিন্তু তার আগে এ দিন এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হলো যে মহিলা,পুরুষদের পাশাপাশি রূপান্তরকামী বৃহন্নলা, বাড়িতে কাজ করতে আসো মহিলারাও এই ফ্যাশন শো তে যোগদান করতে পারবেন। এদিনের এই অনুষ্ঠানে আয়োজকদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত মডেল মাধবীলতা মিত্র, ইরাবতী চুপকথা ধারাবাহিকের সাঈদ আরফিন সহ আরো অনেকে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.