কলকাতা : শুরু হল পঞ্চম তম দমদম চলচ্চিত্র উৎসব । এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে কলকাতায় এলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । অনুষ্ঠানে এসে ETV ভারত সিতারার সঙ্গে কথা বলেন তিনি ।
কলকাতায় এসে খুবই আনন্দিত অনুরাগ । বলেন, "এই শহরে আমার সব সময় আসতে ভালো লাগে । এখানে আমার অনেক বন্ধু-বান্ধব আছে । বিশেষ করে এখানকার খাবার আমার খুব প্রিয় । আর বাংলা চলচ্চিত্র নিয়ে কী বলব, বিশ্ব চলচ্চিত্রে অনেক অবদান আছে বাংলায় । তুখোড় পরিচালকরা এসেছেন এখান থেকে । বিশ্ব চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন ।"
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সব সময়ই নিজের মত প্রকাশ করেন অনুরাগ । দমদমে দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "একটা খুব খারাপ সময় দিয়ে আমরা যাচ্ছি । মানুষ খুব ভয় পেয়ে আছে ।"
কিছুদিন আগে কমেডিয়ান কুণাল কামরাকে বয়কট করেছিল কয়েকটি বিমান সংস্থা । চারটি বিমান সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে কুণাল তাদের বিমানে যাতায়াত করতে পারবে না । বিমানের মধ্যে সাংবাদিক অর্ণব গোস্বামীকে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি । মন্তব্যর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । তারপরই বিমান সংস্থাগুলি ওই সিদ্ধান্ত নেয় । তবে এই ঘটনায় কুণালকে সমর্থন জানিয়েছেন অনুরাগ । কুণালকে বয়কট করা একটি বিমানে যাত্রা করতে অস্বীকারও করেছেন তিনি ।
'থাপ্পড়'-এর ট্রেলার মুক্তির পর তার সঙ্গে 'কবীর সিং'-এর তুলনা করা হয় । এ প্রসঙ্গে অনুরাগ বলেন, "আমি থাপ্পড় দেখেছি । ছবি ভীষণ ভালো লেগেছে ।"