ETV Bharat / sitara

কলকাতায় এলেন অনুরাগ কাশ্যপ - anurag in kolkata

দমদম চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে কলকাতায় এলেন পরিচালক অনুরাগ কাশ্যপ ।

ি্ু
ি্ু
author img

By

Published : Feb 3, 2020, 7:31 PM IST

কলকাতা : শুরু হল পঞ্চম তম দমদম চলচ্চিত্র উৎসব । এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে কলকাতায় এলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । অনুষ্ঠানে এসে ETV ভারত সিতারার সঙ্গে কথা বলেন তিনি ।

কলকাতায় এসে খুবই আনন্দিত অনুরাগ । বলেন, "এই শহরে আমার সব সময় আসতে ভালো লাগে । এখানে আমার অনেক বন্ধু-বান্ধব আছে । বিশেষ করে এখানকার খাবার আমার খুব প্রিয় । আর বাংলা চলচ্চিত্র নিয়ে কী বলব, বিশ্ব চলচ্চিত্রে অনেক অবদান আছে বাংলায় । তুখোড় পরিচালকরা এসেছেন এখান থেকে । বিশ্ব চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন ।"

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সব সময়ই নিজের মত প্রকাশ করেন অনুরাগ । দমদমে দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "একটা খুব খারাপ সময় দিয়ে আমরা যাচ্ছি । মানুষ খুব ভয় পেয়ে আছে ।"

কিছুদিন আগে কমেডিয়ান কুণাল কামরাকে বয়কট করেছিল কয়েকটি বিমান সংস্থা । চারটি বিমান সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে কুণাল তাদের বিমানে যাতায়াত করতে পারবে না । বিমানের মধ্যে সাংবাদিক অর্ণব গোস্বামীকে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি । মন্তব্যর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । তারপরই বিমান সংস্থাগুলি ওই সিদ্ধান্ত নেয় । তবে এই ঘটনায় কুণালকে সমর্থন জানিয়েছেন অনুরাগ । কুণালকে বয়কট করা একটি বিমানে যাত্রা করতে অস্বীকারও করেছেন তিনি ।

'থাপ্পড়'-এর ট্রেলার মুক্তির পর তার সঙ্গে 'কবীর সিং'-এর তুলনা করা হয় । এ প্রসঙ্গে অনুরাগ বলেন, "আমি থাপ্পড় দেখেছি । ছবি ভীষণ ভালো লেগেছে ।"

কলকাতা : শুরু হল পঞ্চম তম দমদম চলচ্চিত্র উৎসব । এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে কলকাতায় এলেন পরিচালক অনুরাগ কাশ্যপ । অনুষ্ঠানে এসে ETV ভারত সিতারার সঙ্গে কথা বলেন তিনি ।

কলকাতায় এসে খুবই আনন্দিত অনুরাগ । বলেন, "এই শহরে আমার সব সময় আসতে ভালো লাগে । এখানে আমার অনেক বন্ধু-বান্ধব আছে । বিশেষ করে এখানকার খাবার আমার খুব প্রিয় । আর বাংলা চলচ্চিত্র নিয়ে কী বলব, বিশ্ব চলচ্চিত্রে অনেক অবদান আছে বাংলায় । তুখোড় পরিচালকরা এসেছেন এখান থেকে । বিশ্ব চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন ।"

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সব সময়ই নিজের মত প্রকাশ করেন অনুরাগ । দমদমে দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "একটা খুব খারাপ সময় দিয়ে আমরা যাচ্ছি । মানুষ খুব ভয় পেয়ে আছে ।"

কিছুদিন আগে কমেডিয়ান কুণাল কামরাকে বয়কট করেছিল কয়েকটি বিমান সংস্থা । চারটি বিমান সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে কুণাল তাদের বিমানে যাতায়াত করতে পারবে না । বিমানের মধ্যে সাংবাদিক অর্ণব গোস্বামীকে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি । মন্তব্যর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । তারপরই বিমান সংস্থাগুলি ওই সিদ্ধান্ত নেয় । তবে এই ঘটনায় কুণালকে সমর্থন জানিয়েছেন অনুরাগ । কুণালকে বয়কট করা একটি বিমানে যাত্রা করতে অস্বীকারও করেছেন তিনি ।

'থাপ্পড়'-এর ট্রেলার মুক্তির পর তার সঙ্গে 'কবীর সিং'-এর তুলনা করা হয় । এ প্রসঙ্গে অনুরাগ বলেন, "আমি থাপ্পড় দেখেছি । ছবি ভীষণ ভালো লেগেছে ।"

Intro:শুরু হল ৫ দমদম চলচ্চিত্র উৎসব। আর সেই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে কলকাতায় এলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর সঙ্গে কথা ETV ভারত সিতারা।


Body:কলকাতায় এসে আপ্লুত অনুরাগ প্রথমেই আমাদের বললেন, "এই শহরে আমার সব সময় আসতে ভালো লাগে। এখানে আমার অনেক বন্ধু-বান্ধব আছে। বিশেষ করে এখানকার খাবার আমার খুব প্রিয়। আর বাংলা চলচ্চিত্র নিয়ে কী বলব, বিশ্ব চলচ্চিত্রে অনেক অবদান আছে বাংলায়। তুখোড় পরিচালকরা এসেছেন এখান থেকে। বিশ্ব চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন।"

অনুরাগ কাশ্যপ বরাবর ভীষণ ভোকাল একজন মানুষ। দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বললেন, "একটা খুব খারাপ সময় দিয়ে আমরা যাচ্ছি। মানুষ খুব ভয় পেয়ে আছে।"

কলকাতায় আসার আগে তিনি প্রতিবাদও করে এসেছেন একটি বিশেষ ঘটনাকে। কিছুদিন আগে কমেডিয়ান কুণাল কামরাকে কয়েকটি বিমান সংস্থা তাদের বিমানে ওঠা থেকে বয়কট করে ফ্লাইটে সহযাত্রী অর্ণব গোস্বামীকে উত্ত্যক্ত করার কারণে। অনুরাগ তাঁদেরই একটি বিমানে যাত্রা করতে অস্বীকার করেছেন কলকাতায় আসার আগে।

কবির সিং ছবিতে প্রেমিকাকে থাপ্পড় মারার বিষয়কে বলা হয়েছে সেটা নাকি প্রেমের বহিঃপ্রকাশ। কিন্তু তাপসী পান্নু অভিনীত ছবি থাপ্পড়ের ট্রেলার সেই চড়ের প্রতিবাদ করে। তাপসী পান্নুর সঙ্গে কাজ করেছেন অনুরাগ। বললেন, "তিনি থাপ্পড় দেখেছেন। তাঁর সেই ছবি ভীষণ ভালো লেগেছে।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.