ETV Bharat / sitara

কাল হচ্ছে না সাপ্লায়ারদের ধর্মঘট, কাটতে চলেছে সিরিয়াল জট? - Bengali Serial

পিছিয়ে গেল ধারাবাহিকে জিনিসপত্র সাপ্লাইকারীদের প্রস্তাবিত ধর্মঘট। সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নীল পাল এমনটাই জানালেন ETV ভারত সিতারাকে।

সিরিয়াল জট
author img

By

Published : Jul 4, 2019, 11:32 PM IST

কলকাতা : বাংলা টেলিভিশনের শিল্পী ও টেকনিশিয়নদের সঙ্গে প্রপস সাপ্লায়ারদেরও প্রায় কুড়ি কোটি বকেয়া ছিল প্রযোজকদের কাছে। আর তাই ধর্মঘট ডেকেছিল সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে সেই ধর্মঘট পিছিয়ে গেল ২৪ ঘণ্টার জন্য।

নীল আমাদের জানান যে, "যে তিনটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা ছিল, তার মধ্যে একটি প্রথম সারির চ্যানেলের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, তারা আমাদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেবেন। কিন্তু বাকি দুটি চ্যানেলের পক্ষ থেকে এখনও আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি। এই বিষয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের জানিয়েছে কিছু আইনগত জটিলতার জন্য আজ তারা কোনও লিখিত আশ্বাসপত্র দিতে পারছে না। তবে আগামীকালের মধ্যেই তারা সেটা দিয়ে দেবেন।"

আরও পড়ুন : সিরিয়াল জট : বকেয়া কুড়ি কোটি টাকা, না পেলে কাজ বন্ধ বৃহস্পতিবার থেকে

তাই কাল অবধি অপেক্ষা করবে সাপ্লায়াররা। তবে যেই চ্যানেল থেকে তাদের টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সেই চ্যানেলে সাপ্লায়াররা জিনিসপত্র সাপ্লাই করবেন বলে জানালেন নীল। এখন শুধু সময়ের অপেক্ষা। কাল কি মিটবে সাপ্লায়ারদের প্রাপ্য টাকার সংকট? কারণ তার উপরই নির্ভর করছে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ।

আরও পড়ুন : আজ সমস্ত বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ

কলকাতা : বাংলা টেলিভিশনের শিল্পী ও টেকনিশিয়নদের সঙ্গে প্রপস সাপ্লায়ারদেরও প্রায় কুড়ি কোটি বকেয়া ছিল প্রযোজকদের কাছে। আর তাই ধর্মঘট ডেকেছিল সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে সেই ধর্মঘট পিছিয়ে গেল ২৪ ঘণ্টার জন্য।

নীল আমাদের জানান যে, "যে তিনটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা ছিল, তার মধ্যে একটি প্রথম সারির চ্যানেলের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, তারা আমাদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেবেন। কিন্তু বাকি দুটি চ্যানেলের পক্ষ থেকে এখনও আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি। এই বিষয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাদের জানিয়েছে কিছু আইনগত জটিলতার জন্য আজ তারা কোনও লিখিত আশ্বাসপত্র দিতে পারছে না। তবে আগামীকালের মধ্যেই তারা সেটা দিয়ে দেবেন।"

আরও পড়ুন : সিরিয়াল জট : বকেয়া কুড়ি কোটি টাকা, না পেলে কাজ বন্ধ বৃহস্পতিবার থেকে

তাই কাল অবধি অপেক্ষা করবে সাপ্লায়াররা। তবে যেই চ্যানেল থেকে তাদের টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সেই চ্যানেলে সাপ্লায়াররা জিনিসপত্র সাপ্লাই করবেন বলে জানালেন নীল। এখন শুধু সময়ের অপেক্ষা। কাল কি মিটবে সাপ্লায়ারদের প্রাপ্য টাকার সংকট? কারণ তার উপরই নির্ভর করছে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ।

আরও পড়ুন : আজ সমস্ত বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ

Intro:24 ঘন্টার জন্য পিছিয়ে গেল প্রস্তাবিত ধর্মঘট

অমিত চক্রবর্তী, কলকাতা: গত সোমবার কলকাতা প্রেসক্লাবে সিনে ভিডিও এন্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল যে, শিল্পী ও টেকনিশিয়ানদের মতো তাদেরও প্রায় কুড়ি কোটি টাকা বকেয়া পারিশ্রমিক রয়েছে প্রথম সারির সবকটি প্রযোজনা সংস্থার কাছে। যাদের মধ্যে অন্যতম ছিল দাগ ক্রিয়েটিভ মিডিয়ার রানা সরকার, সুরিন্দর ফিল্মস, অরিন্দম শীল,ম্যাজিক মুভমেন্টস, সুব্রত রায় প্রোডাকশন। এবং সেদিন সংস্থার পক্ষ থেকে সভাপতি নীত পল, জানিয়েছিলেন যে আগামী বৃহস্পতিবার এর মধ্যে তারা যদি তাদের বকেয়া পারিশ্রমিক না পান তাহলে তারা বৃহস্পতিবার এর পর থেকে আর কোন ধারাবাহিকের জন্য কোন রকমে কোন মাল পত্র সরবরাহ করবেন না।

আগামীকাল তাদের সেই প্রস্তাবিত ধর্মঘট হওয়ার কথা ছিল তার আগে ইটিভি ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সংস্থার সভাপতি নীত পলের সঙ্গে। আগামীকালের ধর্মঘট প্রসঙ্গে তিনি জানালেন," আমরা 24 ঘন্টার জন্য ধর্মঘট কে পিছিয়ে দিয়েছি কারণ, যে তিনটি চ্যানেল এর পক্ষ থেকে আমাদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা ছিল, তার মধ্যে একটি প্রথম সারির বিনোদন সংস্থার পক্ষ থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আমাদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেবেন। কিন্তু বাকি দুটি চ্যানেল এর পক্ষ থেকে এখনো আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি। এই বিষয় নিয়ে আমরা যখন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম,তারা আমাদেরকে জানিয়েছিল কিছু আইনগত বিষয়ের জন্য আজ তারা আমাদের কোন লিখিত আশ্বাস পত্র দিতে পারলেন না। কিন্তু আগামীকাল সকালের মধ্যেই তারা আমাদের লিখিত আশ্বাস দেবেন। তাই জন্য আমরা কালকের দিনটা কোনরকম ধর্মঘটের দিকে যাচ্ছি না। কাল আমরা যদি তাদের কাছ থেকে লিখিত আশ্বাস পত্র পাই তারপরে আমরা মিটিং এ বসে সিদ্ধান্ত নেব আমরা কি করব। তবে আমরা কোন রকমের মৌখিক আশ্বাস নিচ্ছি না। এবং যদি এমন হয় যে বাকি দুটো চ্যানেল কর্তৃপক্ষ, আমাদের কোন লিখিত আশ্বাস দিল না আবার অন্যদিকে একটি চ্যানেল আমাদেরকে লিখিত আশ্বাস পত্র ইতিমধ্যেই দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা সেই চ্যানেল কর্তৃপক্ষের পাশে দাঁড়াবো যারা আমাদের পাশে রয়েছেন।


Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.